ঘরছাড়া এক সিপিএম সমর্থকের বাড়ি ফেরা নিয়ে চাঞ্চল্য ছড়াল চাপড়ার হাতিশালা গ্রামে। সিপিএমের অভিযোগ, তাদের ওই সমর্থকের বাড়িতে আগুন ধরিয়েছে শাসকদল। ছোড়া হয়েছে বোমাও। সোমবার সকালের ওই ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের আগে হাতিশালার তৃণমূল সমর্থক মিঠু ঘোষ খুন হন। অভিযোগ তির ছিল সিপিএমের দিকে। তৃণমূলের দাপটে ঘরছাড়া হয় সিপিএম সমর্থক কয়েকশো পরিবার। ভোট মিটলে সর্বদলীয় বৈঠক করে প্রশাসন প্রায় সব পরিবারকেই ঘরে ফেরায়। কিন্তু মিঠু ঘোষ হত্যায় যে গোটা ছ’য়েক পরিবারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল তাদের ফেরার ব্যাপারে আপত্তি তোলে তৃণমূল। এ দিন মূল অভিযুক্ত বাড়ি ফেরার জন্য গ্রামে এলে উত্তেজনা তৈরি হয়। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “আমাদের সমর্থক ঘরে ঢুকতে গেলে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় তার ঘরেও।” চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান বলেন, “মূল অভিযুক্তের গ্রামে ঢোকার ব্যাপারে আপত্তি আছে। তার উপর বোমা ছুড়তে ছুড়তে এ দিন সকালে গ্রামে ঢোকে অভিযুক্তদের একজন। নিজের ছোড়া বোমাতেই ওই অভিযুক্তের বাড়িতে আগুন লেগেছে।” জেলা পুলিশের ডিএসপি (সদর) দিব্যজ্যোতি দাস বলেন, “মিঠু ঘোষ খুনে এক অভিযুক্ত গ্রামে ঢুকতে গেলে গ্রামবাসীরা তাকে বাধা দেয়। আগুন ধরানো হয় দু’টি ঘরে।”
|
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে কান্দির যশহরি আনোখার কয়া গ্রামের এই ঘটনায় মৃতের নাম নিরঞ্জন সাহা (৫৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খেতে কাজের জন্য বেরিয়ে ছিলেন তিনি। পরে ধান খেতে তাঁর দেহ মেলে। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। অন্য দিকে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলারও। রবিবার রাতে লালগোলার ডাঙাপাড়ার এই ঘটনায় মৃতের নাম হাসি রায় (৩৫)। পুলিশ ও পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে অশান্তি চলছিল হাসিদেবীর। রবিবার রাতে ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে রাস্তায় অসুস্থ অবস্থায় দেখে স্থানীয়রা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁকে ভর্তি করে। সেখানেই মারা যান হাসিদেবী। চিকিৎসকরা জানিয়েছেন, কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।
|
দু-দু’টি মামলায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সোমবার তোপ দাগল রাজ্য নির্বাচন কমিশন। অভিযোগ পেয়ে রবিবার বহরমপুরে কংগ্রেসের জনসভার তাঁর মন্তব্যের ভিডিও রেকর্ডিংয়ের কপি চেয়ে পাঠিয়েছে কমিশন। এ দিন মুর্শিদাবাদ জেলা ও দায়রা বিচারকের আদলতে হাজিরা দেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তৃণমূল কর্মী কামাল শেখ খুনের মামলায় অভিযুক্ত রেল প্রতিমন্ত্রীর ২৯ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিলেন বিচারক।
পুরনো খবর: অধীরের বিরুদ্ধে ‘মিথ্যে মামলা’, দু’জেলায় বনধের ডাক |