‘দল বিরোধী’ কাজের জন্য মুর্শিদাবাদ পুরসভার তিন দলীয় কাউন্সিলরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা কংগ্রেস। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী ওই কাউন্সিলরদের সদস্য পদ খারিজের জন্য আইনজ্ঞের পরামর্শ নিচ্ছে দল।
গত ২২ অক্টোবর বিরোধী পাঁচ কাউন্সিলের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের তিন জন কাউন্সিলর, মেহেদি আলম মির্জা, সাইদা বিবি ও তপন মণ্ডল পুরপ্রধান কংগ্রেসের শম্ভূনাথ ঘোষের অপসারণ চেয়ে অনাস্থা আনেন। অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কোনও কথাবার্তা না বলে পুরপ্রধানকে সরানোর তোড়জোড়কে ভালো চোখে নেয়নি দল। জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “পুরপ্রধানের বিরুদ্ধে কোনও বক্তব্য থাকলে দলের অভ্যন্তরে বিষয়টি জানাতে পারতেন ওই কাউন্সিলররা। কিন্তু তাঁরা তা করেননি। তাই তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০১০ সালে পুরভোটে ১৬ আসনের মুর্শিদাবাদ পুরসভার ১০টি আসনে কংগ্রেস জেতে। নির্দল হিসেবে বিশ্বজিৎ ধর ও তাঁর অনুগামীরা ৪টি আসনে জয়ী হয়। জনবাদী ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল একটি করে আসন পায়। পুরপ্রধান হন কংগ্রেসের সৌমেন দাস। ২০১২ সালের ২ এপ্রিল তৎকালীন পুরপ্রধান সৌমেন দাসের অপসারণ চেয়ে ওই আট জনই অনাস্থা জানিয়ে চিঠি দেন। অনাস্থা এড়াতে জেলা কংগ্রেস নেতৃত্ব পুরপ্রধান পদে শম্ভূনাথ ঘোষকে বসান। দায়িত্ব নেওয়ার বছর দেড়েক পরে শম্ভুনাথবাবুকে সরাতে উদ্যোগ নেয় দলেরই তিন কাউন্সিলর-সহ আটজন। তিন কাউন্সিলরের মধ্যে তপন মণ্ডল ও সাইদা বিবির সঙ্গে যোগাযোগ করা যায়নি। মেহেদি আলম মির্জা অবশ্য মুখে কুলুপ এঁটেছেন। |