গ্যাস কাটার দিয়ে ব্যাঙ্কের দু’টি ভল্ট কাটা হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত মেলেনি কিছুই। শনিবার রাতে রঘুনাথগঞ্জের রাজানগর গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টার এই কথা জানাজানি হয় সোমবার সকালে। তারপরই অভিযোগ জানানো হয় পুলিশে।
পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, রাজানগরে এই ব্যাঙ্কের শাখা চালু হয় প্রায় ২৩ বছর আগে। ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শনিবার রাতে ব্যাঙ্কের পিছনে জানালার গ্রিল কেটে দু’জন ব্যাঙ্কে ঢোকে। এরপর তারা সিসিটিভির লাইন কেটে দেওয়ায় আর টিভিতে কিছু দেখা যায়নি। তবে তারা প্রথমে যে ভল্টটি কাটে তাতে কোনও টাকা ছিল না। আর অন্য ভল্টটি অসম্পূর্ণ কাটায় তারা আর টাকা বের করতে পারেনি।
ব্যাঙ্কে নিরাপত্তারক্ষী থাকলেও তাঁরা কাজ করেন ব্যাঙ্ক চালু থাকার সময়। ব্যাঙ্কের ম্যানেজার জয়ন্ত গুহরায় বলেন, “রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ফলে আমরা কিছুই টের পাইনি। সোমবার ব্যাঙ্ক খুলতেই দেখি এ অবস্থা।” বছর দুই আগে জঙ্গিপুর ও সাগরদিঘি এলাকায় অন্তত ৬টি ব্যাঙ্কে একই কায়দায় ব্যাঙ্ক লুঠের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত তার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। জঙ্গিপুরের এসডিপিও ওয়াংডেন ভুটিয়া বলেন, “সিসিটিভিতে দু’জন দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তাদের পরনে ছিল লুঙ্গি ও তাদের মুখ ঢাকা ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |