সচিন উৎসবে আছড়ে পড়তে পারে গেইল-ঝড়
ক ঝঞ্ঝা যেতে না যেতেই হঠাৎ হাজির আর এক ঝঞ্ঝা।
গত সপ্তাহে শহর ভাসিয়ে বিদায় নেওয়া ঘূর্ণাবর্ত কলকাতার আকাশ থেকে সরতেই এ বার জামাইকা থেকে সোজা হাজির ‘গেইল স্টর্ম’! যাঁর গর্জনে মঙ্গলবার থেকেই চড়তে শুরু করল ক্রিকেটের নন্দনকাননে সচিন রমেশ তেন্ডুলকরের ১৯৯তম টেস্টের বক্স অফিস।
শহরে পা দিয়েই যে ক্রিস গেইল বলে বসেছেন, “সচিনের বিদায়বেলার উৎসব পণ্ড করে দিতে তৈরি ক্যারিবিয়ানরা। ও কিংবদন্তি। আমরাও সচিনের স্মরণীয় ফেয়ারওয়েল চাই। তবে শেষ সিরিজে জয়ী হিসেবে নয়।”
তাঁর প্রস্তুতিতেও খামতি নেই। নেটে বোলারদের দুরমুশ করে এ দিন সাপোর্ট স্টাফের সঙ্গে বক্সিং প্র্যাকটিসও সেরে রাখলেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ টিম সূত্রে খবর, ‘কিলার ইনস্টিংক্ট’ জাগাতে এটাই গেইলের প্রিয় অনুশীলন। আদুল গায়ে সতীর্থদের সঙ্গে রসিকতা করলেন পুরোদমে। তার পর সই শিকারিদের আবদার মিটিয়ে টিম বাসে উঠে ধরলেন হোটেলের পথ। চোখের ভাষা ও চালচলন ধীর, স্থির, শান্ত!
সিএবি কর্তারা ঘূর্ণাবর্তে নাজেহাল হয়ে গেলেও ‘গেইল ঝড়ের’ এই হুঙ্কারে অবশ্য দমছেন না। এ দিন সন্ধ্যা থেকেই ইডেনের আনাচে কানাচে বাজতে শুরু করে দিল সচিনকে নিয়ে বাঁধা মজাদার সব বাংলা গান। যার তালে পা নাচাতে নাচাতে কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বলেই দিচ্ছেন, “আরে সচিন তো মুম্বইয়ের পর এই ইডেনকেই নিজের দ্বিতীয় ঘর বলেছে। শহরের ক্রিকেটপ্রেমীরা এই সম্মান সুদে-আসলে মিটিয়ে দেওয়ার জন্য তৈরি। ওদের হুঙ্কার সব ঝড় থামিয়ে দেবে।”

সেই চেনা ঔদ্ধত্য নিয়ে শহরের নেটে নেমে পড়লেন গেইল। ছবি: উৎপল সরকার।
এ দিন সন্ধ্যায় ইডেনে সচিনকে নিয়ে তাদের পরিকল্পনার কথা জানিয়ে দিল সিএবি। যা শুরু হবে তেসরা নভেম্বর কালীপুজোর পরের দিন থেকেই। সে দিন সকালে ইডেন থেকে সচিনের ট্যাবলো বের হওয়া দিয়ে যার উদ্বোধন। ট্যাবলো শহরে ঘুরতে পারে পরের দিনও। ম্যাচের আগের দিন পাঁচ নভেম্বর সন্ধ্যায় টিম হোটেলে নৈশভোজ। যেখানে হাজির থাকার কথা এই ম্যাচ উপলক্ষে সিএবি-র তরফে আমন্ত্রিত ক্রিকেট দুনিয়ার ‘হুজ হু’-রা। তালিকায় ভিভিয়ান রিচার্ডস, শেন ওয়ার্নরা আছেন। তবে এখনও সবুজ-সঙ্কেত আসেনি ও প্রান্ত থেকে। ওয়াংখেড়েতে লিটল মাস্টারের শেষ টেস্টে প্রতি টিকিটের সঙ্গে সচিনকে নিয়ে চারশো পাতার স্মারক পুস্তিকা দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কলকাতার ক্রিকেটপ্রেমীরাও সেই স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন না। মুম্বইয়ের মতোই সচিনকে নিয়ে এক লক্ষ স্মারক পুস্তিকা ছাপাচ্ছে সিএবিও। সচিনকে নিয়ে অজানা তথ্য, দুষ্প্রাপ্য সব ছবি দিয়ে সাজানো সেই পুস্তিকা প্রকাশ হবে ওই নৈশভোজের আসরে। টেস্ট শুরুর দিনে টিকিট দেখিয়ে যা নিখরচায় স্টেডিয়াম থেকে সংগ্রহ করতে পারবেন মাঠে হাজির দর্শকরা। এর জন্য প্রতিটি ব্লকে স্টল বানাচ্ছে সিএবি। পরের দু’দিন দর্শকরা পাবেন সচিন-মুখোশ এবং প্ল্যাকার্ড। আর চতুর্থ দিন ইডেনের আকাশ থেকে নেমে আসবে ১৯৯ কেজি গোলাপের পাপড়ির শ্রদ্ধার্ঘ্য। এর জন্য বেসরকারি উড়ান সংস্থার সঙ্গে কথাবার্তা বলে তৈরি সিএবি কর্তারা। আর শেষ দিনে উড়বে ফানুস। থাকছে রাজ্য সরকারের তরফে বিদায় সংবর্ধনার অনুষ্ঠান। যা পেশ করে সিএবি কর্তারা পাল্টা বলছেন, “সচিনকে নিয়ে এই ক্রিকেট কার্নিভ্যালের কাছে পাত্তাই পাবে না গেইল ঝড়।”

সচিন আপাতত লাহলির। তবে ইডেন সাজছে তাঁর কাটআউটে।
আর সেখানেই নিমগ্ন ক্রিকেট দেবতার ভক্তেরা। ছবি: শঙ্কর নাগ দাস।
কিন্তু ক্যারিবিয়ানরাও যে তৈরি হচ্ছেন কোমর বেঁধে। টেস্ট ক্রিকেটে পনেরো সেঞ্চুরির মালিক গেইলের কোনও শতরান নেই ভারতের বিরুদ্ধে। এ বার সেই তালিকায় সচিনের দেশকে ঢুকিয়ে ফেলার ইচ্ছে জানিয়ে ফের হুঙ্কার দিচ্ছেন গেইল। বলছেন, “জানি, বিপক্ষে সচিন-ধোনির মতো ক্রিকেটাররা থাকবে। সঙ্গে এটাও মনে রাখছি, ভারতের বিরুদ্ধে আমার কোনও শতরান নেই। কলকাতার পরিবেশ জানি। আইপিএল-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বার এই ভুলটা শুধরে নিতে চাই।”
দু’বছর আগে ভারতে এসে সিরিজ হেরে ফিরেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। তিনিও এ বার সেই ভুল শুধরে নিতে চান। তাই শহরে পা দিয়ে প্রস্তুতিতে ‘নো কম্প্রোমাইজ’ চন্দ্রপলদের। মঙ্গলবারই অনুশীলনে নেমে পড়লেন তাঁরা। যা সূচিতে ছিল না। কিন্তু লোকাল ম্যানেজারকে দিয়ে অনুশীলনের জন্য সিএবিকে বার্তা পাঠান ক্যারিবিয়ান ম্যানেজার রিচি রিচার্ডসন। রঞ্জির জন্য ইডেন পাওয়া যাবে না। পাওয়া যাবে না সিএবি-র ইন্ডোরও। সিএবি কর্তারা রাতারাতি তাই যোগাযোগ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শেষমেশ সল্টলেকে সৌরভের অ্যাকাডেমিতেই গা ঘামানোর ব্যবস্থা হয়। যেখানে প্রথম দিন থেকেই স্পিনারদের নিয়ে অনুশীলন শুরু গেইল, চন্দ্রপল, ব্রাভোদের। তার আগে সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে উইকেট দেখে আসেন ক্যারিবিয়ান ম্যানেজার এবং কোচ ওটিস গিবসন। তবে সল্টলেকের এই মাঠের আউটফিল্ড পছন্দ হয়নি তাঁদের। বৃহস্পতিবার থেকে এই মাঠেই উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ গেইলদের।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.