বাংলা ভাষার উন্নয়ন এবং জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করলেন ধানবাদের ‘বাংলা ভাষা উন্নয়ন সমিতি’র সদস্যরা। সরকারের তরফ সদর্থক উত্তর না-পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান বেঙ্গু ঠাকুর।
আজ সকাল থেকে ধানবাদের রণধীর বর্মা চকে স্থানীয় বাঙালিদের সঙ্গে নিয়ে অনশনে বসেছে সংগঠনটি। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে বাংলা স্কুলগুলি বেহাল অবস্থায় রয়েছে। রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি দেওয়া হলেও, বাস্তবে উন্নয়ন হয়নি বলে অভিযোগ। ধানবাদের ওই বাঙালি সংগঠনটি এ নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছে।
বেঙ্গুবাবু বলেন, “মাতৃভাষার স্বার্থে প্রয়োজনে প্রাণ দিতে পারি। যতদিন না রাজ্য সরকার বাংলা ভাষার প্রতি সুবিচার করছে, ততদিন আমাদের আন্দোলন চলবে।” জেলায় নতুন বিশ্ববিদ্যালয় চালুর দাবিও তুলেছে উন্নয়ন সমিতি। বেঙ্গুবাবু জানান, ধানবাদের ছেলেমেয়েদের স্নাতকোত্তর পাঠক্রম পড়তে হাজারিবাগে যেতে হয়। এখনও পর্যন্ত ধানবাদে কোনও বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়নি। অথচ দীর্ঘদিন ধরে ধানবাদ, বোকারো, গিরিডি (কোলিয়ারি অঞ্চল বলে স্থানীয় এলাকায় পরিচিত) জেলা থেকে ‘কয়লাঞ্চল বিশ্ববিদ্যালয়’ তৈরির দাবি একাধিকবার সরকারের কাছে পেশ করা হয়েছে।
প্রশাসনিক হিসেব অনুযায়ী, ঝাড়খণ্ডে ৪৫% বঙ্গভাষী রয়েছেন। রাঁচি, হাজারিবাগ, ধানবাদ, সাঁওতাল পরগনা-সহ বিভিন্ন জেলায় প্রচুর বাঙালি রয়েছেন। অতীতে এ রাজ্যের বাংলা স্কুলগুলিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা থেকেও ছাত্রছাত্রীরা ভর্তি হতো। বর্তমানে বাংলা মাধ্যম স্কুলগুলি ছাত্রের অভাবে ধুঁকছে। অনেকগুলি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। |