ব্যাঙ্ক শেয়ারের হাত ধরে চাঙ্গা বাজার
নিজস্ব প্রতিবেদন |
প্রত্যাশিত পথেই হেঁটেছেন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। আর সেই কারণেই মঙ্গলবার তিনি ঋণনীতি ঘোষণা করার পরেই টানা পাঁচ দিন পতনের রেশ কাটিয়ে সেনসেক্স এক লাফে বেড়ে গিয়েছে প্রায় ৩৫৯ পয়েন্ট। দিনের শেষে তা বন্ধ হয় ২০,৯২৯ অঙ্কে, যা গত তিন বছরে সর্বোচ্চ। বিশেষত আরবিআই ব্যাঙ্কের হাতে বাড়তি নগদ জোগানের ব্যবস্থা করায় বেড়েছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলির শেয়ার দর। সেনসেক্স যতটা বেড়েছে, তার অর্ধেকই তাদের অবদান। তবে বাজারের উপর আস্থা রাখার সময় আসেনি বলে জানিয়েছেন প্রবীণ বাজার বিশেষজ্ঞ অজিত দে। কারণ শেয়ার বাজারের ভিত এখনও যথেষ্ট দুর্বল। সেনসেক্সের অন্তর্গত নামী-দামি শেয়ারের দর বাড়লেও সাধারণ ভাবে বাজার বাড়েনি। এ দিনের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, বাজার এখন মূলত ফাটকা কারবারিদের দখলে। তা ছাড়া বিদেশি আর্থিক সংস্থাগুলির হাত ধরেই সূচক উঠছে, যাদের উপর ভরসা রাখা যায় না। মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন শীর্ষ ব্যাঙ্কও। তবে ডিসেম্বরে চারটি রাজ্য দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থানে বিধানসভা ভোট। তাতে বিজেপি-র ক্ষমতা বাড়লে বাজার তেজী হতে পারে বলে মনে করছেন অজিতবাবু।
|
রিলায়্যান্সকে কেজি ডি৬ ব্লকের ৮০% ছাড়ার নির্দেশ দিতে পারে কেন্দ্র
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
কেজি-ডি৬ বেসিনে গ্যাস ব্লকের ৮০ শতাংশই ছেড়ে দেওয়ার জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজকে (আরআইএল) নির্দেশ দিতে চলেছে কেন্দ্র। মঙ্গলবার তেল সচিব বিবেক রাই এ কথা জানিয়ে বলেন, এখন অপেক্ষা শুধু কেন্দ্রীয় তেলমন্ত্রীর চূড়ান্ত নির্দেশের। ডি৬ ব্লকের মধ্যে পাঁচটি ক্ষেত্র কতটা লাভজনক, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে সময়ে মুকেশ অম্বানীর সংস্থাটি রিপোর্ট জমা দিতে না-পারার কারণেই এই সিদ্ধান্ত। ফিরিয়ে নেওয়া ক্ষেত্রগুলি পরে নিলামের মাধ্যমে বিক্রি হবে। ৫টি ক্ষেত্রে সব মিলিয়ে ৮০,৫০০ কোটি ঘন ফুট গ্যাস আছে। এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি আরআইএল।
পুরনো খবর: আরও হাজার কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতি রিলায়্যান্স-বিপির
|
সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন সহারার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
লগ্নিকারীদের টাকা ফেরত সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট সোমবার যে-রায় দিয়েছে, তাতে ভুল আছে বলে দাবি করল সহারা গোষ্ঠী। এ নিয়ে মঙ্গলবারই ফের শীর্ষ আদালতে গিয়েছে তারা। সহারা জানিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছিল, ২০ হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির দলিল ৩ সপ্তাহের মধ্যে সেবির কাছে না-দিলে কর্ণধার সুব্রত রায়ের দেশের বাইরে বেরোনো বন্ধ করা হবে। অথচ আদালতের ওয়েবসাইটে প্রকাশিত ওই রায়ে বলা আছে, যতদিন সেগুলি জমা দেওয়া না-হবে ততদিন পর্যন্ত সুব্রতবাবু কোর্টের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না। সহারার আইনজীবীর দাবি, ফারাক আছে দু’জায়গার বক্তব্যে। বেঞ্চ জানিয়েছে, তারা খতিয়ে দেখবে এটি।
পুরনো খবর: কুড়ি কোটি টাকার সম্পত্তির দলিল জমার নির্দেশ সহারাকে
|
বেসরকারি হাতে যাচ্ছে ট্যুরিস্ট লজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লোকসানে চলা ‘ট্যুরিস্ট লজ’ বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ জন্য লজের কোনও কর্মী কাজ হারাবেন না। রাজ্যের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী মঙ্গলবার মহাকরণে এই খবর জানিয়ে বলেন, “রাজ্যে ২৫টি সরকারি ট্যুরিস্ট লজের বেশির ভাগই লোকসানে চলছে। লজগুলিকে বাঁচাতে পুঁজি দরকার। তাই ‘আউট সোর্সিং’-এর কথা ভেবেছি। ইতিমধ্যে দুর্গাপুরের ট্যুরিস্ট লজে বার এবং রেস্টুরেন্টটি বেসরকারি সংস্থার হাতে দিয়ে সরকার ভালই আয় করছে।” পর্যটনমন্ত্রী জানান, আগামী নভেম্বর লন্ডনে বিশ্ব পর্যটন মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন থাকবে।
|
এসএমএসের খরচ
সংবাদ সংস্থা • মুম্বই |
ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের কাছে পাঠানো এসএমএস-এর সংখ্যা অনুযায়ী তাঁদের থেকে খরচ নিতে বলল রিজার্ভ ব্যাঙ্ক। এতদিন এসএমএস সতর্কীকরণ (অ্যালার্ট) পরিষেবা দিতে তারা বছরে নির্দিষ্ট অর্থ নিত। শীর্ষ ব্যাঙ্ক বলেছে, এসএমএসের সংখ্যার ভিত্তিতে টাকা নিতে ব্যাঙ্কগুলি প্রয়োজনে টেলি পরিষেবা সংস্থাগুলির থেকে তথ্যপ্রযুক্তি -গত সাহায্য নিতে পারবে।
|
ভোডাফোন ইন্ডিয়ার পুরো মালিকানা নিতে কেন্দ্রের কাছে আর্জি জানাল মূল ভোডাফোন গোষ্ঠী। এ জন্য তারা ঢালবে ১০,১৪১ কোটি টাকা। দেশীয় সংস্থাটিতে ব্রিটিশ ভোডাফোন গোষ্ঠীর প্রত্যক্ষ শেয়ার এখন ৬৪.৩৮%। আর সব মিলিয়ে ৮৪.৫%। উল্লেখ্য, এর আগেই কেন্দ্র ভারতীয় টেলি সংস্থায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির সীমা ৭৪% থেকে বাড়িয়ে ১০০% করেছে। |