বাংলাদেশের বনধের জের, থমকে বাণিজ্য
বাংলাদেশে বিএনপির ডাকা বনধে টানা তিন দিন ধরে পণ্য পরিবহণ বন্ধ কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে। এর জেরে অন্তত এক কোটি টাকার আমদানি-রফতানি মার খেয়েছে বলে আশঙ্কা। সীমান্তে বাড়ছে পণ্যবাহী ট্রাকের লাইন। মঙ্গলবার ওই ট্রাকের সংখ্যা বেড়ে হয় ৭০। রবিবার শুরু হওয়া বনধের প্রথম দিন থেকে বাংলাদেশের পণ্যবাহী ট্রাকও এ পারে ঢোকেনি। বাসিন্দাদের যাতায়াতের ভিড় ছিল না। চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, সীমান্তে ভারতের ৫০টি ও ভুটানের ২০টি ট্রাক রয়েছে। গম, ভুট্টা, পাথর, কয়লা-সহ বিভিন্ন সামগ্রী বোঝাই ওই সব ট্রাকের কর্মীরা চরম বিপাকে। ওই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অজয় প্রসাদ বলেন, “অন্য বার সাধারণত বন্ধ হলেও বাংলাদেশে পণ্য পাঠানো যায়। এ বার বুড়িমারিতে গোলমালের জেরে কেউ ট্রাক পাঠানোর ঝুঁকি নেননি। এতে তিন দিনে প্রায় এক কোটি টাকার ব্যবসা মার খেয়েছে।” মেখলিগঞ্জের মহকুমা শাসক রঞ্জন ঝা বলেন বিস্তারিত জানা নেই খোঁজ নিয়ে দেখে জানাব।
বারবিশায় আটকে আলু বোঝাই ট্রাক। ছবিটি তুলেছেন রাজু সাহা।
বাংলাদেশে টানা তিনদিন ধরে বন্ধের জেরে মালদহের মহদিপুর সীমান্তে সমস্ত ধরনের রফতানি বাণিজ্য বন্ধ। এ দিকে টানা তিনদিন ধরে বাংলাদেশে রফতানি বন্ধ থাকার ফলে চিন্তায় রফতানিকারীরা। টানা তিনদিন রফতানি বন্ধ থাকার ফলে প্রায় ১৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। মালদহের মহদিপুর সীমান্তেও আটকে ৪০০টিরও বেশি পণ্য বোঝাই ট্রাক। মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যকরী সভাপতি উজ্জ্বল সাহা বলেন, “বাংলাদেশে এর আগে রাজনৈতিক বন্ধ হয়েছে। কোনও দিন মহদিপুর সীমান্তে রফতানি বাণিজ্য বন্ধ হত না। এই প্রথম বাংলাদেশের বন্ধের জেরে সমস্ত রফতানি বন্ধ হয়েছে গিয়েছে। বুধবার থেকে রফতানি বাণিজ্য চালু হবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। উজ্জলবাবু বলেন, “আমরা রফতানিকারকেদের তরফে বাংলাদেশে আমদানিকারকদের কাছে অনুরোধ করেছি, যাতে ভবিষ্যতে বাংলাদেশে যে কোনও বন্ধে রফতানি বন্ধ না করা হয়।” বন্ধ মঙ্গলবার শেষ হচ্ছে।
গত তিনদিন ধরে ওপারে হরতাল ও আন্দোলন বিক্ষোভের জেরে দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোস্টে বহির্বাণিজ্য বন্ধ। শতাধিক পণ্যবোঝাই ট্রাক হিলি সীমান্তে আটকে পড়েছে। তবে এ দিন দুপুরের পর থেকে কাঁচামালের কিছু ট্রাক হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে গিয়ে পণ্য নামিয়ে এসেছে। তিন দিনে বাংলাদেশে রফতানি বন্ধ থাকায় গম, ভুট্টা, পেঁয়াজ-সহ কাঁচামালের ট্রাক হিলিতে আটকে পড়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত ন। ও পার থেকেও চিটাগুড় ও অশোধিত চালের তেল আমদানি বন্ধ ছিল। হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ মণ্ডল বলেন, “তিন দিনের বন্ধের জেরে প্রায় ২৪ কোটি টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মাল পচে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় চিন্তিত সকলে। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এ পারের রফতানিকারকরা যোগাযোগ করেছেন। এ দিন দুপুর থেকে হিলি চেকপোস্ট দিয়ে কাঁচামালের ১২টি ট্রাক ও পারে ঢুকে পণ্য সরবরাহ করে।” বুধবার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে হিলির ব্যবসায়ীদের আশা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.