টুকরো খবর
সহজ হল মৃতের নামে থাকা শেয়ার হস্তান্তর
মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পড়ে থাকা শেয়ার হস্তান্তরের নিয়ম সরল করল সেবি। ডিম্যাটের আকারে রাখা শেয়ারের ক্ষেত্রে (নমিনি না-থাকলে) এ ধরনের হস্তান্তরের সীমাও ১ লক্ষ টাকা থেকে বেড়ে হল ৫ লক্ষ টাকা। হস্তান্তরের নিয়ম সরল হল কাগজের আকারে রাখা শেয়ারের ক্ষেত্রেও। হস্তান্তর বলতে এখানে বোঝাচ্ছে মৃত ব্যক্তির নামে থাকা শেয়ার জীবিত যুগ্ম অ্যাকাউন্টধারীর নামে, মনোনীত ব্যক্তির নামে বা আইনসঙ্গত উত্ত্রাধিকারীর নামে পরিবর্তিত করা। কাগুজে শেয়ারের ক্ষেত্রে একক নামে (নমিনি ছাড়া) থাকা শেয়ার হস্তান্তরের জন্য এজেন্ট বা সংশ্লিষ্ট সংস্থাকে বৈধ নথির ভিত্তিতে তা করতে হবে।

কুড়ি কোটি হাজার টাকার সম্পত্তির দলিল জমার নির্দেশ সহারাকে
লগ্নিকারীদের টাকা ফেরত সংক্রান্ত মামলায় সোমবার সহারা গোষ্ঠীকে তাদের ২০ হাজার কোটি টাকা মূল্যের সম্পত্তির দলিল সেবির কাছে জমা দিতে বলল সুপ্রিম কোর্ট। সঙ্গে দিতে হবে ওই সম্পত্তি মূল্যায়নের নথিও। তার পর তার মূল্য খতিয়ে দেখবে সেবি। সংস্থার কর্ণধার সুব্রত রায়ের তরফের আইনজীবীর উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চ বলেছে, “বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছে সহারা।” তিন সপ্তাহে দলিল জমা না-দিলে সহারা কর্ণধারের দেশের বাইরে বেরোনো বন্ধ করে দেওয়া হবে। এ দিকে, সহারা তাদের বিবৃতিতে এ দিন জানিয়েছে, তারা আগেই সম্পদ সংক্রান্ত তথ্য সেবির কাছে জমা দিতে চেয়েছিল। কিন্তু সেবিই তা নিতে চায়নি। তাদের বক্তব্য ছিল, সহারা নিজেই সম্পদ বিক্রি করে টাকা জমা দিক। তার পর তথ্য যাচাই হবে। সহারার আইনজীবীর দাবি, এই মুহূর্তে তথ্য যাচাই না-করে সম্পদ বিক্রি করা যে সহারার পক্ষে ঠিক হবে না, তা মেনেছে সুপ্রিম কোর্টও। আর সে জন্যই এ দিন সহারাকে তিন সপ্তাহের মধ্যে সম্পত্তি সংক্রান্ত মূল তথ্য ও তার মূল্যায়ন রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে ২০ নভেম্বর।

পুরনো খবর:
মারুতির মুনাফা
চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রায় তিন গুণ মুনাফা বাড়াল মারুতি-সুজুকি। এই সময়ে সংস্থার নিট মুনাফা হয়েছে ৬৭০.২৩ কোটি টাকা। বিক্রি ২০% বেড়ে হয়েছে ২,৭৫,৫৮৬টি। মূলত গ্রামাঞ্চলে প্রত্যাশার তুলনায় বেশি বিক্রি, গাড়ি তৈরির খরচ কমানোর জন্য করা বিভিন্ন পদক্ষেপ ও গত কয়েক মাসে ডলারে টাকার দাম পড়ায় রফতানি বৃদ্ধি মুনাফায় ইন্ধন জুগিয়েছে বলে দাবি দেশের বৃহত্তম গাড়ি সংস্থাটির। পাশাপাশি, গত বছর মানেসর কারখানা বন্ধ থাকায় প্রভাব পড়েছিল সংস্থার বিক্রিতে। যে কারণে এ বছর প্রত্যাশার তুলনায় বেশি মুনাফার মুখ দেখেছে তারা।

নয়া মিউচুয়াল ফান্ড
বাজারে নতুন মিউচুয়াল ফান্ড আনল আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি। ‘ভ্যালু ফান্ড-সিরিজ ১’ নামের ফান্ডটি ক্লোজ্ড এন্ডেড। এখানে তিন বছরের জন্য লগ্নি করতে হবে। সংস্থা জানিয়েছে, এটি একটি ইক্যুইটি ফান্ড। অর্থাৎ এখানে ঢালা টাকার বেশির ভাগটাই লগ্নি করা হবে ২৫-৩০টি ভাল সংস্থার শেয়ারে। ফান্ডটি উচ্চ ঝুঁকির বলে জানিয়েছে তারা। এই নতুন ইস্যু খোলা থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।

দাম বাড়ানোর সুপারিশ
ডিজেলের দাম বাড়ানোর সুপারিশ। অবিলম্বে ডিজেলের দাম লিটারে ৪-৫ টাকা বাড়ানোর সুপারিশ করতে চলেছে কিরীট পারিখ কমিটি। এর পর থেকে মাসে ১ টাকা করে দাম বাড়ানোর প্রস্তাব রাখতে চলেছে কমিটি। বুধবারই কমিটির পক্ষে এই রিপোর্ট পেশ করার কথা।

সীমান্ত বাণিজ্য বন্ধ ঘোজাডাঙায়
বাংলাদেশে বন্ধের জেরে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে বন্ধ হয়ে গিয়েছে সীমান্ত বাণিজ্য। ‘ঘোজাডাঙা ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন’-এর পক্ষে কান্তি দত্ত বলেন, “তিন দিন ধরে ধর্মঘটে এ পারে সাড়ে তিনশো ট্রাক পণ্য নিয়ে দাঁড়িয়ে। বহু পণ্যই পচনশীল। বাণিজ্য চালু না হলে কোটি টাকার ক্ষতি হবে।”

নতুন নিয়োগ
ইরিনা ভিত্তল টাটা গ্লোবাল বেভারেজেস লিমিটেডের নন এগ্জিকিউটিভ স্বাধীন ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ম্যাকিনসে-র প্রাক্তন পার্টনার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.