কেন্দ্রীয় বাহিনী নিয়ে তরজা ৫ পুর-ভোটেও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের পাঁচটি পুরসভার নির্বাচনে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল রাজ্য নির্বাচন কমিশন। পুরনির্বাচন উপলক্ষ্যে সোমবার কমিশন সর্বদলীয় বৈঠক ডেকে ছিল। সেই বৈঠকেই কেন্দ্রীয় বাহিনী চাওয়ার বিষয়টি কমিশনের পক্ষ থেকে সব ক’টি দলকে জানানো হয়। সেখানে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে কমিশনের ভূমিকার সমালোচনা করেন বিরোধী প্রতিনিধিরা। পরে বিরোধী বামফ্রন্ট ও কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই সন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনের সময়ও কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। কিন্তু তাদের ব্যবহার করার ক্ষেত্রে কমিশন ব্যর্থ। বামফ্রন্টের পক্ষে সুখেন্দু পাণীগ্রাহী বলেন,“পঞ্চায়েত নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। কিন্তু তাদের কী ব্যবহার কেমন ভাবে করা হয়েছে তা সবাই দেখেছে। এমন কী বুথের ১০০ মিটারের নিরাপত্তার কথা বালা হলেও বাস্তবে তার কী হাল হয়েছে তা সাধারণ মানুষ দেখেছেন।” কংগ্রেসের পক্ষে বিধায়ক অসিত মিত্র বলেন,“নির্বাচন কমিশনের ভূমিকায় আমরা খুশি নই।” |
ক্ষোভের মুখে পূর্ত দফতরের কর্মীরা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের জন্য জমির মাপজোক করতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন পূর্ত দফতরের কর্মীরা। অভিযোগ, জমি অধিগ্রহণের পূর্বে জমির মালিকদের সঙ্গে আলোচনা না করেই এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের জন্য মাপজোক শুরু করে দেন পূর্ত দফতরের কর্মীরা। কাজে বাধা দেওয়ায় এলাকার কিছু দুষ্কৃতী বাসিন্দাদের মারধর করে। সোমবার ঘটনাটি ঘটেছে নিমতা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, পূর্ত দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ চলাকালীন স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বাসিন্দাদের মারধর করেন। দুষ্কৃতীরা তৃণমূল ঘনিষ্ঠ বলেই স্থানীয়েরা জানান। দুষ্কৃতীদের মারধরে দু’জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। এর মধ্যে ক্যানসার আক্রান্ত এক প্রৌঢ়া রয়েছেন। এর পরই উত্তেজিত স্থানীয়রা দুষ্কৃতীদের উপর পাল্টা আক্রমণ চালায়।
|
এসএসসি-র নতুন চেয়ারম্যান |
রাজ্য সরকারের চাপে চিত্তরঞ্জন মণ্ডলের ইস্তফার পরে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান পদে সোমবার দায়িত্ব নিলেন কাঁচরাপাড়া কলেজের প্রাণীবিদ্যার শিক্ষক তথা কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রদীপ শূর। এ দিন প্রদীপবাবু বলেন, “নতুন দায়িত্ব বুঝে নিয়ে অফিস করলাম।” তবে এসএসসি-র চেয়ারম্যান পদে প্রদীপবাবুর নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
|
বিধানসভার স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে সোমবারও হাজিরা দিলেন না মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর। জেলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থায়ী কমিটির সদস্যেরা। বিধায়কদের দাবিতেই এসপিকে ডাকার সিদ্ধান্ত হয়। কিন্তু দু’বার তাঁকে হাজিরার তারিখ দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও তিনি আসেননি। |