টুকরো খবর
তথ্যচিত্রে এ বার বাম নেতা অশোক ঘোষ
রাজ্য সম্পাদক পদে ইতিমধ্যেই রেকর্ড গড়া হয়ে গিয়েছে। এ বার সেই পদ থেকে সরে দাঁড়াতে চান বলে দলের অন্দরে ঘোষণাও করে রেখেছেন। তার আগেই প্রবীণতম বাম নেতা অশোক ঘোষের রাজনৈতিক জীবনের উপরে তথ্যচিত্র তৈরির কাজে হাত দিল ফরওয়ার্ড ব্লক। ঠিক যেমন হয়েছিল সিপিএমের নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ক্ষেত্রে। পুজোর সময় থেকেই ফব-র রাজ্য দফতরে ওই তথ্যচিত্রের শু্যটিং শুরু হয়েছে। রেকর্ড করা হয়েছে অশোকবাবুর নিজের জবানে তাঁর রাজনৈতিক জীবনের বিবরণ। আলিমুদ্দিনে আজ, বুধবার বক্তব্য রেকর্ড করানোর কথা বিমান বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের। বাম নেতৃত্বের একাংশের মতে, তথ্যচিত্র তৈরি আসলে অশোকবাবুর পদ ছাড়ার প্রক্রিয়ারই ইঙ্গিত।

পঞ্চায়েতে জিতলে ছুটি শিক্ষকদের
শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-র যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন, তাঁদের আর চাকরি ছাড়তে হবে না। আপাতত, পাঁচ বছরের জন্য ‘ছুটি’ (লিয়েন) নিয়ে তাঁরা পঞ্চায়েত পরিচালনার কাজ করতে পারবেন। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “এত দিন প্রাথমিক-মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা কিংবা কলেজ শিক্ষকেরা পঞ্চায়েতে জিতলে লিয়েন নিয়ে কাজ করতে পারতেন। কিন্তু শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা পঞ্চায়েতে নির্বাচিত হলে আর চাকরি রাখতে পারতেন না।” পঞ্চায়েতমন্ত্রী জানান, রাজ্যে এখন ৭০ হাজার এমন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে কয়েক হাজার পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন।

ভেষজ চাষ বাড়াতে কমিটি
ভেষজ গাছের চাষ বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, রাজ্যে ভেষজ চাষের প্রচুর সুযোগ থাকলেও তা ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না। ভেষজ চাষ বাড়াতে মন্ত্রীদের নিয়ে একটি কমিটিও তৈরি করে দেন তিনি। পাঁচ জনের ওই কমিটির প্রধান হয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তাঁর সঙ্গে রয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। এ ছাড়া রয়েছেন পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষও। কারণ, তিনি বাহারি গাছের চাষ এবং ব্যবসা করেন।

৫ পুরসভায় ভোট ২২ নভেম্বর
রাজ্যের পাঁচটি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি করে নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহরমপুর ও কৃষ্ণনগর পুরসভায় ভোট হবে ২২ নভেম্বর। অন্য ২৩টি পুরসভারও ২৯টি ওয়ার্ডের উপনির্বাচন হবে একই দিনে। মঙ্গলবার থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়। মনোনয়ন জমার শেষ দিন ২৯ অক্টোবর, নাম প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ভোট গণনা হবে ২৫ নভেম্বর। ভোট হবে বৈদ্যুতিন ভোটযন্ত্রে। তাতে ‘কোনও প্রার্থীকেই পছন্দ নয়’ বোতাম থাকবে কি না, সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন আইনি পরামর্শ নেবে বলে জানান সচিব তাপস রায়। অন্য যে ওয়ার্ডগুলিতে উপনির্বাচন হবে, তার মধ্যে রয়েছে কলকাতার ১ এবং ২৪ নম্বর ওয়ার্ড, বিধাননগরের ১৩ নম্বর ওয়ার্ড, আসানসোলের ১, ৬, ৪৭ নম্বর ওয়ার্ড এবং রাজারহাট-গোপালপুরের ২৩ নম্বর ওয়ার্ড। ভোট হবে সকাল ৭টা থেকে বেলা ৩টে পর্যন্ত।

৬টি নতুন কলেজ
নতুন আরও ছ’টি কলেজ গড়বে রাজ্য সরকার। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনটি কলেজ হবে নদিয়ায়। বাকি তিনটি হবে যথাক্রমে পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া, দক্ষিণ দিনাজপুরের সরাইঘাট এবং দার্জিলিঙের পেডংয়ে। শিল্পমন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী চান, সমাজের প্রতিটি স্তরে সরকারি শিক্ষা পরিষেবা ছড়িয়ে দিতে।” নবান্নে যাওয়ার পর এ দিন ছিল রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। পরবর্তী বৈঠক হওয়ার কথা ৭ নভেম্বর।

তলব সৃঞ্জয়কেও
সারদা কাণ্ডে মঙ্গলবার তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে ডেকে পাঠাল কেন্দ্রীয় আর্থিক প্রতারণা দফতর। মন্ত্রক সূত্রে খবর, সৃঞ্জয় বসুদের সঙ্গে ওই সংস্থার চুক্তি ছিল। তাই তাঁকে রুটিন প্রশ্ন করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.