|
|
|
|
ছুটির দিনেই এসএসসি-র নতুন চেয়ারম্যান নিয়োগ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান পদ থেকে চিত্তরঞ্জন মণ্ডল ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য। শনিবার ছুটির দিনেও। কাঁচরাপাড়া কলেজের প্রাণিবিদ্যার শিক্ষক প্রদীপ শূরকে ওই পদে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রদীপবাবু অবশ্য এখনও সরকারি নির্দেশনামা পাননি বলে জানিয়েছেন।
কল্যাণীর বাসিন্দা প্রদীপবাবু তৃণমূলের জন্মলগ্ন থেকেই তার সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পরে কল্যাণী শহর তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। ২০১০ সালে তৃণমূল কল্যাণী পুরবোর্ড দখল করার পরে প্রদীপবাবু তার চেয়ারম্যান হন। কিন্তু তাঁর বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠে। দলীয় সূত্রের খবর, তৃণমূলেরই কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনায় চলতি বছরের জুন মাসে প্রদীপবাবুকে চেয়ারম্যান পদ খোয়াতে হয়। অবশ্য তার আগে কল্যাণী শহর তৃণমূলের সভাপতির পদটিও তাঁর হাতছাড়া হয়। পরে তাঁকে চাকদহ বিধানসভায় দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
প্রদীপ শূর |
প্রদীপবাবু দলীয় মহলে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও সে মুকুলবাবু। তাঁর কথায়, “প্রদীপবাবুকে এসএসসি-র চেয়ারম্যান করা হয়েছে কি না, আমি জানি না। তবে প্রদীপবাবু আমার ঘনিষ্ঠ নন।” তাঁর নির্দেশেই কল্যাণী পুরসভার তৃণমূল কাউন্সিলররা প্রদীপবাবুর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন বলেও মুকুলবাবুর দাবি।
এ দিন তাঁর নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে প্রদীপবাবু বলেন, “যা বলার, সোমবার দায়িত্বভার নিয়ে বলব। আপাতত যা বলার বলবেন মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা মুকুল রায়।” এসএসসি-র চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কিছু বলতেই পারেন। কিন্তু তিনি মুকুলবাবুর নাম করায় অনেকেই বিস্মিত। প্রদীপবাবুর বিরুদ্ধে অনাস্থা আনা তৃণমূল নেতাদের অনেকের মতে, মুকুলবাবুর ঘনিষ্ঠ বলেই তিনি এসএসসি-র চেয়ারম্যান পদ পেলেন।
তবে প্রদীপবাবু যে তৃণমূলের লোক, তা নিয়ে সংশয় নেই। ফলে শিক্ষাক্ষেত্র তৃণমূল অধিগ্রহণ করেছে এমন অভিযোগ জোর পেল। মুকুলবাবুর বক্তব্য, “এটা নতুন কিছু নয়। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকেরই মত থাকবে। আগে সিপিএম সরকার তাদের নিজস্ব লোক বলেই শুভঙ্কর চক্রবর্তী বা ভারতী মুখোপাধ্যায়কে উপাচার্যের পদে বসিয়েছিল। এঁদের সিপিএম প্রার্থী হিসেবে ভোটে লড়তেও দেখেছি।”
ঘটনা হল, চিত্তরঞ্জন মণ্ডলও তৃণমূলের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। চিত্তরঞ্জনবাবু এ দিন বলেছেন, “মুখ্যমন্ত্রী শহরে ফিরলে ১০ মিনিটের জন্য হলেও তাঁর সঙ্গে দেখা করে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করতে চাই।” |
|
|
|
|
|