টুকরো খবর
বাঁধ মেরামত শুরুই হয়নি, ক্ষোভ কেশপুরে
মাস দুয়েক আগে বন্যায় বাঁধ ভেঙে ছিল। এখনও তা মেরামত হয়নি। ক্ষোভ দেখা দিয়েছে কেশপুরের গোবিন্দপুরে। বেশ কয়েকটি পরিবার বাঁধের উপরই অস্থায়ী ভাবে বসবাস করছে। মাস দুয়েক আগে যেখানে ২০০ ফুট বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল, জলের তোড়ে তা বেড়ে ৮০০ ফুট হয়েছে। কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতার বলেন, “জল নামলেই গোবিন্দপুরে বাঁধ মেরামত শুরু হবে।” জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবশ্য উন্নতি হয়েছে। নতুন করে আর কোনও এলাকা জলমগ্ন হয়নি। রবিবার যেখানে জেলায় ১৫টি ত্রাণ শিবির খুলতে হয়েছিল, সোমবার তা কমে হয়েছে ৫টি। শিবিরগুলি রয়েছে গোপীবল্লভপুর ও চন্দ্রকোনায়। তবে নতুন করে ৫৩টি বাড়ি সম্পূর্ণ এবং ৩৩২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এসেছে।

কংগ্রেস ও তৃণমূলের মনোনয়ন
বাইক মিছিল করে মনোনয়ন দাখিল করতে গেলেন তৃণমূল প্রার্থীরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
মিছিল করে পুরভোটে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস, তৃণমূল, বিজেপির প্রার্থীরা। সোমবার ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। তৃণমূলের ২৩ জন, কংগ্রেসের ২৩ জন, বিজেপির ১০ জন মনোনয়ন দেন। নির্দল প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেন। সোমবার পর্যন্তমোট ১২৩টি মনোনয়ন জমা পড়ছে। আজ, মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন। বিদ্যাসাগর হলের সামনে থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে তৃণমূল। ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক মৃগেন মাইতি, জেলা সভাপতি দীনেন রায়। দলের জেলা অফিস থেকে মিছিল শুরু করে কংগ্রেস। গোলমাল এড়াতে এ দিন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্তের দফতরের সামনে বাড়তি পুলিশ ছিল।

বাঁধ মেরামতের চেষ্টা সেনার
এক দিন পরেও কাঁসাইয়ের ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ আশানুরূপ এগোল না। রবিবার সকাল ৬টা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রানিহাটির কাছে তৃতীয় বারের জন্য কাঁসাইয়ের বাঁধ ভেঙে গিয়ে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে প্রায় ৩০ মিটার ভাঙা বাঁধ মেরামতের জন্য ফের সেনাবাহিনীকে ডাকা হয়। রবিবার দুপুর দু’টো থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী। প্রায় ৪০০ শ্রমিকের সাহায্যে নিয়ে স্থানীয় একটি ইট ভাটা থেকে ইট আনিয়ে বস্তায় ভরা হচ্ছে। সেই বস্তা দিয়ে জওয়ানরা বাঁধের ভেঙে যাওয়া অংশের দু’প্রান্ত থেকে কাজ শুরু করেছেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-আধিকারিকদের পাশাপাশি রাজ্য সেচ দফতরের বেশ কয়েকজন পদস্থ আধিকারিক দাঁড়িয়ে থেকে বাঁধ বাঁধার কাজ তদারকি করছেন।

পুরনো খবর:

মনোনয়ন ঝাড়গ্রামে
ঝাড়গ্রাম পুরসভা নিবার্চনে সোমবার মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তেইশ জন প্রার্থী। এ দিন তেরোটি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এছাড়াও কংগ্রেস ৬টি আসনে, বিজেপি ২টি আসনে, সিপিআই ১টি আসনে ও বাম সমর্থিত নির্দল প্রার্থী মনোনয়ন জমা দেন। এর আগে গত শনিবার বামেরা ১৬টি আসনে ও কংগ্রেস ৪টি আসনে মনোনয়ন জমা দেন। আজ, মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হলেও পুরসভার ১, ৭, ১২, ১৩, ১৪ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি তৃণমূল। ২২ নভেম্বর ঝাড়গ্রামে ভোট।

জোট হল না এগরায়
কংগ্রেস ও তৃণমূলের জোট হল না এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে। ফলে ওই আসনে লড়াই ত্রিমুখী হতে চলেছে। আগামী ২২ নভেম্বর এগরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। ২২অক্টোবর থেকে মনোনয়ন জমা নেওয়ার কাজ চলছে। সোমবার কংগ্রেস প্রার্থী উমা মান্না ও ডিএসপি প্রার্থী কবিতা শীট মনোনয়নপত্র জমা দেন। গত শুক্রবার তৃণমূলের দুর্গারানি শীট মনোনয়ন জমা দিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.