বেঙ্গালুরুকে হারানোর পরে মার্কোস ফালোপার পাখির চোখ এখন আই লিগে।
এতটাই যে, শারদোৎসবে যখন সর্বত্র ছুটির মেজাজ, তখন ইস্টবেঙ্গল ফুটবলারদের একদিনও ছুটি দিতে নারাজ ফালোপা। ক্লাব সূত্রের খবর, সোমবার ক্লোজ ডোর অনুশীলনের পর কোচের কাছে এক দিন ছুটি চেয়েছিলেন জোয়াকিম আব্রাঞ্চেস ও কেভিন লোবো। কিন্তু লাল-হলুদ কোচ সাফ জানিয়ে দেন, মরসুম শেষের আগে কোনও ছুটি হবেনা। “ছুটি যা পাবে ফুটবলাররা জুলাই মাসের পরেই, এখন লিগের মাঝে ছুটি কীসের” বলে দিলেন ফালোপা। |
লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরুকে হারানোর পর ঘরের মাঠে ইস্টবেঙ্গলের পরের প্রতিপক্ষ গোয়ার সালগাওকর। ডেরেক পেরিরার দলের বিরুদ্ধে অঙ্কও কষতে শুরু করেছেন তিনি। ম্যাচের তিন দিন আগেই ফালোপা বলে দিলেন, “বেঙ্গালুরুকে হারানোর পরে টিমের আত্মবিশ্বাস বেড়েছে। কিন্তু আগের ম্যাচের মতোই সালগাওকরকে সঙ্গে
লোবো। |
ম্যাচটাও খুব কঠিন। আই লিগে সহজ দল বলে কিছু নেই। ওই ম্যাচটাও জিততে হবে।”
চোটের জন্য বেঙ্গালুরু ম্যাচ না খেলতে পারলেও, সোমবার আবার অনুশীলন করেন সৌমিক দে। পাশাপাশি ওয়ার্ম আপ সেরে সুয়োকা বললেন, “আরও সপ্তাহখানেক পর মাঠে ফিরব আশা করছি।” এএফসি কাপ সেমিফাইনালে মাথায় চোট পাওয়ায় আই লিগের শেষ ম্যাচ খেলতে পারেননি স্টপার অর্ণব মণ্ডলও। আজ মঙ্গলবার সেলাই কাঁটার কথা। তবে তিনি পরের ম্যাচে দলে ফিরবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন লাল হলুদের ব্রাজিলীয় কোচ। বললেন, “অর্ণব খুব গুরুতর চোট পেয়েছে। ওকে নিয়ে খুব সতর্ক থাকতে হবে।” |