প্রিমিয়ার লিগের মহারণে রবিবার ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েও বিতর্কে হোসে মোরিনহোর চেলসি। ইপিএলের দুই সবচেয়ে ধনি দলের মুখোমুখি যুদ্ধকে মিডিয়া নাম দিয়েছিল ‘এল ক্যাশিকো’। সেই ম্যাচের শেষে ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ সঙ্গে হাত মেলাননি ম্যান সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।
কারণটা কী? তোরেসের গোল হওয়ার ঠিক পরেই চেলসি সমর্থকদের সঙ্গে উল্লাস প্রকাশ করেন কোচ মোরিনহো-ও। ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, সেই সেলিব্রেশনের ধরন দেখে তীব্র ক্ষুব্ধ হন ম্যান সিটি-র প্রবীণ চিলিয়ান কোচ পেলেগ্রিনি। সাংবাদিক সম্মেলনে পেলেগ্রিনি বলে দেন, “আমি মোরিনহোকে নিয়ে কথা বলতে চাই না। আমি ওর সঙ্গে হাত মেলাতে চাইনি কারণ সেটা করার ইচ্ছা হয়নি আমার।” |
চেলসির গোলের পর মোরিনহোর গ্যালারিকে উঠে পড়ার ব্যাখ্যা স্বয়ং চেলসি কোচ দিয়েছেন, তিনি নিজের ছেলের সঙ্গে সেলিব্রেট করার জন্যই গ্যালারিতে উঠেছিলেন। “আমি সত্যিই বলছি আমার ছেলের সঙ্গে সেলিব্রেট করার জন্যই গ্যালারিতে উঠি। পেলেগ্রিনির সেটা খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি। কারণ আমি বুঝতে পারছি পেলেগ্রিনির মনের অবস্থা। শেষ মিনিটে ম্যাচ হারার দুঃখটা কী রকম আমিও জানি।”
মোরিনহোর আচরণে ক্ষিপ্ত হলেও তাঁর দল ম্যান সিটিই বেশি ভাল খেলেছে, সেটা স্বীকার করেছেন পেলেগ্রিনি। বলেন, “আমাদের হাতেই ম্যাচের ভাগ্য ছিল। কিন্তু বোকার মতো শেষ মিনিটে ম্যাচ হারতে হল।” মরসুম শুরুতে ম্যান সিটি-কে প্রিমিয়ার লিগ জেতার দাবিদার বলা হলেও, তিনটে ম্যাচ হেরে পেলেগ্রিনির দল আপাতত লিগ টেবিলের সাত নম্বরে। কিন্তু এখনও অনেক ম্যাচ বাকি আছে জানিয়ে পেলেগ্রিনি বলেন, “দলের সঙ্গে আলোচনায় বসব। আমার দলের প্রতিভার অভাব নেই। শুধু অ্যাওয়ে ম্যাচগুলোতে আরও ভাল করে খেলতে হবে।”
পাশাপাশি ম্যান সিটিকে হারিয়ে স্বস্তির নিশ্বাস ফেলছেন মোরিনহোর। “আমরা লিগের সেরা দলকে হারালাম। দ্বিতীয়ার্ধে আগেরোর গোলের পরে ম্যাচের ছবি যে কোনও দিকে ঘুরতে পারত। কিন্তু তিন পয়েন্ট পেয়ে খুব খুশি আমি,” বলেন চেলসির পর্তুগিজ কোচ। কোচের সঙ্গে একমত চেলসি তারকা তোরেস বলেন, “শেষ মিনিটে গোল পাব ভাবতে পারিনি। কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় থাকাই স্ট্রাইকারের কাজ। দলকে জেতাতে পেরে খুব ভাল লাগছে। আশা করছি এই ফর্ম ধরে রাখতে পারব।”
|