মূল্যবৃদ্ধি এখনই স্বস্তিজনক স্তরে নামবে না বলে সোমবার ইঙ্গিত দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বাদবাকি অর্থবর্ষে তা এখনকার চড়া হারের আশেপাশেই ঘোরাফেরা করবে বলে মনে করছে তারা।
আগামী কাল ঋণনীতির পর্যালোচনা করবেন আরবিআই গভর্নর রঘুরাম রাজন। মূল্যবৃদ্ধি নিয়ে উৎকণ্ঠার জেরে এ
|
রঘুরাম রাজন |
দিন স্পষ্টই সুদ বাড়ানোর দিকে ইঙ্গিত করেন তিনি। আজ প্রকাশিত শীর্ষ ব্যাঙ্কের আর্থিক সমীক্ষায় রাজন মূল্যবৃদ্ধি নিয়ে তাঁর এই দুশ্চিন্তার কথা জানানোয় ইতিমধ্যেই অশনি সঙ্কেত দেখছে শিল্প ও শেয়ার বাজার। সুদ না-কমলেও অন্তত স্থিতাবস্থা বজায় থাকবে বলে আশা করছিলেন তাঁরা। এ দিন শেয়ার বিক্রির হিড়িক পড়ে বাজারে। সাবধানী লগ্নিকারীরা ঋণনীতির পর দর আরও পড়ার আশঙ্কায় শেয়ার বেচতে শুরু করে দেন। ফলে দিনের শেষে সেনসেক্স পড়ে যায় ১১৩ পয়েন্ট। সুদ বাড়ার ইঙ্গিতে বিশেষ ভাবে পড়ে যায় ব্যাঙ্ক, আবাসন, ভোগ্যপণ্য, ধাতু সংস্থার দর।
সমীক্ষায় রাজন বলেছেন, “অর্থনীতির ভারসাম্যের কথা মাথায় রেখে উন্নয়ন ও মূল্যবৃদ্ধির মধ্যে সমতা বজায় রাখাই ঋণনীতির লক্ষ্য। তার ভিত্তিতেই সুদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।” তবে পাইকারি ও খুচরো বাজারের সূচক, দু’টির ভিত্তিতেই মূল্যবৃদ্ধি ঊর্ধ্বমুখী। ভাল বর্ষার হাত ধরে অর্থবর্ষের দ্বিতীয় ভাগে অবশ্য বৃদ্ধির হার কিছুটা আশার আলো দেখাবে বলে মনে করছে সমীক্ষা।
শীর্ষ ব্যাঙ্কেরই নিযুক্ত পেশাদারদের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা মূল্যবৃদ্ধির হার আগের পূর্বাভাস ৫.৩% থেকে বেড়ে ৬% ছোঁবে। আর্থিক বৃদ্ধির পূর্বাভাসও তারা ৫.৭% থেকে কমিয়ে করেছে ৪.৮%। প্রসঙ্গত, খাদ্য সামগ্রী, বিশেষ করে পেঁয়াজের চড়া দামের কারণে পাইকারি সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধির হার সেপ্টেম্বরে দাঁড়িয়েছে ৬.৪৬%, যা গত সাত মাসে সর্বোচ্চ। প্রসঙ্গত, রয়টার্সের সমীক্ষায় ইতিমধ্যেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে রেপো রেট বেড়ে দাঁড়াবে ৭.৭৫%।
|