ভেঙে দেওয়ার পরে উপাচার্যের মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হল বিশ্বভারতীর প্রাক্তনীদের সংগঠন ‘অ্যালামনি অ্যাসোসিয়েশন’। সম্প্রতি বিশ্বভারতীর কর্মসচিব ডি গুণশেখরন এই মর্মে একটি নির্দেশ জারি করেছেন। ২১ অক্টোবরের ওই নির্দেশ থেকেই জানা গিয়েছে, আনন্দরূপ রায়কে প্রাক্তনীদের সংগঠনের সভাপতি, অধ্যাপিকা শেলি ভট্টাচার্যকে সম্পাদক রূপে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নতুন মনোনীত কর্মকর্তাদের এবং বিশ্বভারতীর সংশ্লিষ্ট সব বিভাগকে দেওয়া কর্মসচিবের ওই নির্দেশে আরও বলা হয়েছে, উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের নির্দেশে বিশ্বভারতীর ‘অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট’ মেনে আগামী তিন বছরের জন্য ১৪ সদস্যের প্রাক্তনীদের ওই সংগঠন গঠন করা হল। সংগঠন বিশ্বভারতীর উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচি নেবে। বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুচিন্তিত মতামতও দেবে। বর্তমান মনোনীত বোর্ড সংগঠনের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত কাজ করবে। প্রাক্তনীদের সংগঠনকে পুনর্গঠিত করতে গত ১৪ জানুয়ারি সুশান্তবাবুর নির্দেশে একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। সদ্য মনোনীত প্রাক্তনীদের সংগঠনে দেশ-বিদেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ক্ষেত্রের বিশিষ্ট জন ছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন চিকিৎসা, ব্যাঙ্ক, উচ্চ আদালতের সঙ্গে যুক্ত প্রাক্তনীরাও। সংগঠনের নতুন সভাপতি আনন্দরূপবাবু এক সময়ে বিশ্বব্যাঙ্কে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মার্কিন মুলুকেই থাকেন। নতুন সম্পাদক অধ্যাপিকা শেলি ভট্টাচার্য বলেন, “অন্তর্বতীকালীন কমিটি কিছু নিয়ম-নীতি প্রণয়ন করেছিল। সেগুলি আমরা কার্যকর করব। প্রাথমিক ভাবে এই সংগঠনের জন্য আগামী দিনে নির্বাচন আয়োজন করা-সহ নানা কাজ রয়েছে।”
প্রাক্তনীদের এই সংগঠনে সবাইকে মতামত জানাতে এগিয়ে আসতে বলছেন নতুন সম্পাদক। মতামত নেওয়া হবে অনলাইনেও। দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তনীদের একজোট করতে চান তাঁরা। সবার থেকেই পরামর্শ নিয়ে বিশ্বভারতীর উন্নয়নের লক্ষ্যে সংগঠন কাজ করবে বলে শেলিদেবী জানিয়েছেন। |