প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
|
বিভিন্ন ঘটনায় বারবার অভিযোগ জানালেও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে না, এই অভিযোগ তুলে এসডিপিও-কে স্মারকলিপি দিলেন সিপিএমের রামপুরহাট জোনাল নেতৃত্ব। রবিবার স্মারকলিপি দেওয়ার পরে তাঁরা শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিলও বের করেন। সিপিএমের রামপুরহাট ১ জোনাল সম্পাদক গোলাম কুদ্দুস বলেন, “পঞ্চায়েত ভোটের পরেই রামপুরহাটের সইপুর গ্রামে হুমায়ুন মির নামে আমাদের এক দলীয় সমর্থক খুন হন। কিন্তু ওই ঘটনায় অভিযুক্তদের পুলিশ এখনও গ্রেফতার করেনি।” সিপিএমের জেলা কমিটির সদস্য শিবদাস লেটের আরও অভিযোগ, ভোটের পরে প্রধান নির্বাচনের দিন কাষ্ঠগড়া গ্রামে প্রাক্তন জোনাল সম্পাদক আক্তাবুস জামানের উপরে তৃণমূল কর্মীরা হামলা করেছিল। আবার মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রামে দলীয় কর্মীদের উপরে দিন কয়েক আগেই তৃণমূল কর্মীরা বোমাবাজিও করে। শিবদাসবাবু বলেন, “দু’টি ক্ষেত্রেই পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল না।” এ দিকে রামপুরহাট থানার আইসি সুবীর বাগ বলেন, “সইপুরের ঘটনায় ৭ জনকে ধরা হয়েছে। বাকি ৫ জনের খোঁজে তল্লাশি জারি আছে।” দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও-ও।
|
চোলাই মদ তৈরি ও বিক্রি করার অভিযোগে তিন মহিলাকে ধরল পুলিশ। রবিবার রাতে সিউড়ি রেলস্টেশন এলাকা থেকে সরস্বতী ঘোষ, টুকটুকি বিবি ও জ্যোৎস্না বিবিদের গ্রেফতার করা হয়। ধৃতদের ১৪ দিন জেল হাজত হয়েছে। |