নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গত সপ্তাহের দুই দিন দাম নিয়ন্ত্রণে শহরের কয়েকটি বাজারে টাক্স ফোসের্র তরফে অভিযান চালানো হলেও তা বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের এই ঢিলেঢালা নজরদারির সুযোগকে ফের বাজারগুলিতে ফের সব্জির দাম বাড়তে শুরু করেছে। রবিবার বাদারগুলিতে চড়া দামে সব্জি বিক্রি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবশ্য আজ, সোমবার মহকুমাশাসক বৈঠক ডেকেছেন। নানা বাজারের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সেখানে থাকবেন বলে জানানো হয়।
এ দিন হায়দারপাড়া বাজারের এক ক্রেতা বিমল দাস বলেছেন, “দু’দিন আগে শুনেছি টাস্ক ফোর্স অভিযানে নেমেছে। কিন্তু আমাদের এখানে তো কিছু চোখে পড়েনি। এদিন ৮০ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। প্রশাসনের গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা দরকার।” একই অবস্থা ছিল ফুলেশ্বরী বাজারেও। এই বাজারটিরও কয়েকটি দোকানে পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা করে। ছোট পেঁয়াজ ৭০ টাকা। অন্য সব্জির দামও ছিল বেশ চড়া।
হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সম্পাদক পরিমল দত্ত বলেন, “ক্রেতার কথা মাথায় রেখে আমরা ব্যবয়াসীদের সঠিক দাম নিতে নির্দেশ দিয়েছি। পাইকারি বাজারে কাগজপত্র দেখছি।” ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দেবশঙ্কর সাহা বলেন, “কেউ বেশি দাম নিলে আমরাই ব্যবস্থা নেব বলে ঠিক করেছি। এ জন্য নজরদারি শুরু করব।”
সুভাষপল্লি ও রথখোলা বাজারেও সব্জির দাম ছিল অস্বাভাবিক। দু’দিন আগে এই দু’টি বাজারে অভিযানে গিয়েছিল টাস্ক ফোর্স। সুভাষপল্লি বাজারের ব্যবসায়ী বিধান সাহা বলেন, “পাইকারি বাজারে সব দাম বেশি। আমাদেরও চড়া দামে কিনতে হচ্ছে।” দাম নিয়ন্ত্রণে উদ্যোগী রথখোলা বাজার কমিটি। তাঁদের দাবি, পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বাজারে সব্জি বিক্রি হচ্ছে। বাজার কমিটির সভাপতি রাজু গুহ বলেন, “বাজারে প্রশাসনের লোক এসেছিল, দামের তেমন কোনও পার্থক্য নেই। কেউ ফাটকা করলে ব্যবস্থা নেব।” দামবৃদ্ধির জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকেই এ দিন দায়ী করেছেন বামেরা। |