ভোটে নতুন মুখই ভরসা সব পক্ষের
দ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কৃষ্ণনগরের পুরপ্রধান অসীম সাহা। তাঁকেই সামনে রেখে এ বার কৃষ্ণনগরের পুর ভোটে লড়াইয়ে নামছে তৃণমূল। সঙ্গে এক ঝাঁক নতুন মুখ। তবে শুধু তৃণমূলই নয়, বামফ্রন্টও শেষ পর্যন্ত ভরসা রাখছে নতুন মুখের উপরেই। শনিবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে পুরসভার ২৪টি আসনের মধ্যে ১৮টি আসনেই বামেরা নতুন প্রার্থী দিয়েছে। তৃণমূল সেখানে ১০টি আসনে নতুন মুখের উপরে ভরসা রেখেছে।
গত ১৫ অক্টোবর পুরপ্রধান অসীমবাবু সহ তখন ক্ষমতাসীন কংগ্রেসের ১৪ জন কাউন্সিলরই কলকাতা গিয়ে তৃণমূল ভবনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের উপস্থিতিতে দলবদল করেন। অসীমবাবুর দাবি ছিল, তাঁর নেতৃত্বেই পুরভোটের যুদ্ধে নামতে হবে শাসকদলকে। দলবদলের আগে অসীমবাবুর আর এক শর্ত ছিল তাঁর সঙ্গী সব কাউন্সিলরকেই টিকিট দিতে হবে। কিন্তু সেখানে দশ জন টিকিট পেয়েছেন। কিন্তু মূলত সংরক্ষণের গেরোয় টিকিট পাননি চার জন। টিকিট মেলেনি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা সরকারের। ৪ নম্বর ওয়ার্ডের মনোরমা লাহাকে টিকিট দেওয়া হয়নি। তবে ১৩ নম্বর ওয়ার্ডে সমীর দাসের পরিবর্তে তাঁর স্ত্রী শুক্লা দাসকে প্রার্থী করা হয়েছে। অন্য দিকে ১৪ নম্বর ওয়ার্ডে শান্তশ্রী সাহার বদলে তাঁর স্বামী স্বপন সাহাকে প্রার্থী করেছে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্ত বলেন, “মূলত সংরক্ষণের কারণেই বর্তমান কয়েকজন কাউন্সিলরকে প্রার্থী করা গেল না। তবে তাঁদের পরিবারের লোককে টিকিট দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই কাউন্সিলরদের মানুষ চায়।” অসীমবাবু বলেন, “কৃষ্ণাদেবীকে সংরক্ষণের জন্যই টিকিট দেওয়া হয়নি। সর্বসম্মত সিদ্ধান্ত মতোই মনোরমাদেবীকে টিকিট দেওয়া হয়নি।”
গত বছর তৃণমূল জেতা আটটি আসনের ছ’টিতেই এ বার নতুন মুখ। অবশ্য নতুন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে শাসকদল পরিবারতন্ত্রকে পাশ কাটাতে পারেনি। যেমন ১৬ নম্বর ওয়ার্ডে শুকদেব কুণ্ডুর পরিবর্তে এ বার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রানু কুণ্ডু। ১১ নম্বর ওয়ার্ডে প্রতিমা প্রামাণিকের জায়গায় টিকিট পেয়েছেন তাঁর স্বামী নিত্যানন্দ প্রামাণিক। ২২ নম্বর ওয়ার্ডে দলের জেলা সভাপতি গৌরীশঙ্কর দত্তের পরিবর্তে এ বার লড়ছেন তাঁর ছেলে অয়ন দত্ত। জোটবদ্ধ ভাবে লড়ছে বামফ্রন্ট। সিপিএম প্রার্থী দিয়েছে ১৬টি আসনে। আরএসপি দু’টি এবং ফরওয়ার্ড ব্লক ও সিপিআই একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নাগরিক কমিটিও বামফ্রন্টের সঙ্গে নির্বাচন পূর্ববর্তী জোট বেঁধেছে। তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৪টি আসন। বামফ্রন্টের বড় শরিক সিপিএম ১৬টি ওয়ার্ডের মধ্যে এগারোটিতে নবাগতদের প্রার্থী করেছে। আরএসপি ও ফরওয়ার্ড ব্লকও তাদের প্রার্থী তালিকায় নতুন মুখ এনেছে। সিপিআই অবশ্য পুরনো লোকের উপরই ভরসা রাখছে। নাগরিক কমিটি সবক’টি ওয়ার্ডেই নবাগতদের প্রার্থী করেছে। বাম প্রার্থী তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়া হয়েছে। আরএসপি-র প্রার্থী বাহাত্তর বছরের নারায়ণচন্দ্র দাসের পাশাপাশি রয়েছেন মাত্র ২৪ বছরের সিপিএম প্রার্থী অপরাজিতা লাহা। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য এসএম সাদি বলেন, “আমরা প্রার্থী তালিকায় অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল চেয়েছিলাম। সেটা করতে গিয়েই অনেক নতুন মুখ আনতে হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.