রড লেভারের ভবিষ্যদ্বাণী কি চাগিয়ে দিয়েছে রজার ফেডেরারকে? টেনিস মহলের ইঙ্গিত যে অনেকটা সে রকমই।
দিন কয়েক আগেই প্রাক্তন অস্ট্রেলীয় টেনিস তারকা লেভার সংবাদমাধ্যমের সঙ্গে ফেডেরারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, “আমার মতে পরের বছরের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এক জন এগিয়ে থাকবে। নামটা শুনলে আপনারা হয়তো চমকে উঠবেন। সেটা আর কেউ নয়। রজার ফেডেরার।”
লেভারের এ কথা শোনার পর নিজের হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছেন বলে দাবি ফেডেরারের। বলছেন, “রড লেভারের মতো কিংবদন্তি যখন আমার উপর আস্থা রাখছেন তখন কোর্টে ভাল পারফর্ম করার চেষ্টাটা নিজের থেকেই বেড়ে যায়।”
এখানেই না থেমে ফেডেরার আরও বলেন, “অনেক সমালোচকই গত কয়েক বছর ধরে বলছেন, আমার থেমে যাওয়ার সময় হয়েছে। অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এর মাঝেই কিন্তু ফরাসি ওপেন জিতেছি। তবু সমালোচনা থামেনি। যাঁরা সমালোচনা করছেন তাঁদের একটা কথাই বলব, আমি এখনও শেষ হয়ে যাইনি। কিছু টেনিস অবশিষ্ট রয়েছে এখনও। আগামী দিনে আরও অনেক টুর্নামেন্ট খেলতে এবং জিততে চাই।” |
শনিবারই সুইস তারকা দেশের মাটিতে সেন্ট জেকবশেল এরিনায় এটিপি ট্যুর ওয়ার্ল্ড ফাইনালে গেলেন বিশ্বের চল্লিশ নম্বর ভাসেক পস্পিসিলকে হারিয়ে। ম্যাচের ফল ৬-৩, ৬-৭, ৭-৫। ম্যাচ জেতার পরেই ইংল্যান্ডের এক কাগজে একান্ত সাক্ষাৎকার দিতে গিয়ে ফেডেরার বলেছেন, “অনেকেই ইদানীং আমার কথা ভুলে যায়। এ রকম পরিস্থিতিতে যে কোনও ম্যাচে জয় বাড়তি অনুপ্রেরণা যোগায়।” ফাইনালে ফেডেরারের প্রতিপক্ষ প্রতিযোগিতার শীর্ষ বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো।
একদা বিশ্বের এক নম্বর থেকে এটিপি র্যাঙ্কিং নামতে নামতে এখন এসে ঠেকেছে সাতে। তা সত্ত্বেও খেতাবের স্বাদ পেতে মরিয়া ফেডেরার বলছেন, “টেনিস জীবনের শুরু থেকেই আমাকে নিয়ে নানা প্রশ্ন। এর মধ্য দিয়েই কাটিয়ে দিলাম পাক্কা পনেরোটি বছর। জবাব দেওয়ার রাস্তা একটাই। সেটা হল খেতাব জয়।”
এ বছর উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হেরেছেন সের্গেই স্তাখোভস্কির কাছে। যুক্তরাষ্ট্র ওপেনেও চতুর্থ রাউন্ডে টমি রব্রেদোর কাছে থেমে গিয়েছিল ফেডেরারের লড়াই। কিন্তু সেই পরিসংখ্যানকে পাত্তা দিতে নারাজ এই সুইস টেনিস প্লেয়ার। বলছেন, “এখনও প্রতিটি বলের পিছনে ছুটছি। ছুটছি সাফল্যের খোঁজে।”
আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন থেকেই কি চাকা ঘুরবে ফেডেরারের? এই প্রশ্নই এখন তাড়িয়ে বেরাচ্ছে ফেডেরার সমর্থকদের। |