আগামী বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি ভারত। রবিবার আইসিসি টুর্নামেন্টের যে সূচি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে একই গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান অস্ট্রেলিয়া এবং একটি কোয়ালিফায়ার টিম। অন্য গ্রুপে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও দ্বিতীয় কোয়ালিফায়ার টিম।
এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফর্ম্যাটে বদল এনেছে আইসিসি। লড়াই হবে মোট ১৬টি টিমের। গত বার যে সংখ্যাটা ছিল ১২। ৮ অক্টোবর ২০১২-র টি-২০ বিশ্ব র্যাঙ্কিংয়ের হিসেবে সেরা আট টিম সরাসরি খেলবে সুপার টেন পর্যায়ে। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা আট টিমের বাইরে থাকা বাংলাদেশ আর জিম্বাবোয়েকে ছ’টি অন্য কোয়ালিফায়ার টিমের সঙ্গে লড়াই করতে হবে (১৬ মার্চ থেকে ২১ মার্চ এই রাউন্ড) মূল গ্রুপে ওঠার জন্য।
২০১৪-র ১৬ মার্চ থেকে ১৬ এপ্রিল চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২১ মার্চ মীরপুরে সুপার টেনের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই। একই মাঠে ২৩ মার্চ ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। আয়োজক বাংলাদেশের দুটি কেন্দ্রে ঠিক সময়ে সংস্কারের কাজ শেষ হওয়া নিয়ে আশঙ্কা ছিল। এর মধ্যে কক্সবাজারকে টুর্নামেন্টের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। তবে অপর কেন্দ্র সিলেটকে রাখা হয়েছে।
প্রথম রাউন্ডে বাংলাদেশ আর জিম্বাবোয়ে-সহ কোয়ালিফায়ারের আটটি টিমকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে চারটি টিম। প্রথম গ্রুপে বাংলাদেশ এবং তিনটি টিম থাকবে। দ্বিতীয় গ্রুপে থাকবে জিম্বাবোয়ে এবং আরও তিনটি কোয়ালিফায়ার টিম। এই ছ’টি কোয়ালিফায়ার টিম ঠিক হবে চলতি বছরের নভেম্বরে আইসিসির কোয়ালিফায়ারে।
মেয়েদের টি-২০ বিশ্বকাপের সূচিও ঘোষণা করেছে এ দিন আইসিসি। গত বার আট দলের হলেও এ বার এই টুর্নামেন্ট ১০ দলের। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর বাংলাদেশ। |