বুদ্ধ সার্কিটে হ্যাটট্রিক, ভেটেল এখন সর্বকালের সেরাদের পাশে
বিরাট কোহলিদের কাঁধে সচিন ভারতের বিশ্বকাপ জয়ের প্রতীক হয়ে চিরকালীন অ্যালবামে ঢুকে পড়া ছবি।
সেই ছবি এ দিন নতুন করে ছাপা হল নয়ডার বুদ্ধ সার্কিটে!
সদ্য ইতিহাস গড়ে আনন্দে আত্মহারা সেবাস্তিয়ান ভেটেলকে পোডিয়ামে কাঁধে তুলে নিলেন গতির যুদ্ধে তাঁর কাছে পরাস্ত নিকো রোজবার্গ আর রোমেইন গ্রসজঁ। টিম স্পোর্টে যা ছিল চূড়ান্ত টিম স্পিরিটের ছবি, সেটাই ফর্মুলা ওয়ানের মতো একে অপরকে চুরমার করে জেতার গ্ল্যাডিয়েটর স্পোর্টের অবাক বিস্ময় হয়ে রইল!
নয়ডার বুদ্ধ ট্র্যাকে হ্যাট্ট্রিক-সহ ইতিহাস গড়লেন সেবাস্তিয়ান ভেটেল। সঙ্গে আরও একটা নজির। টানা চার বার বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার আবেগে ভেসে পঁচিশ হাজার ইউরো জরিমানা দেওয়ার!
জেতার মুহূর্তে তাঁর ভেতরের সব আবেগ শুকিয়ে গিয়েছিল, দাবি করেছেন ছাব্বিশের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ফিনিশ লাইন পেরিয়ে তাঁকে যে ভাবে আত্মহারা হতে দেখা গেল, তার কোনও ব্যাখ্যা পরে দিতে পারলেন না। গাড়ির মধ্যে দু’হাত ঝাঁকানো। তারপরে গাড়িটা বিজয়ীর জন্য নির্দিষ্ট জায়গায় রাখার বদলে লাট্টুর মতো স্পিন করিয়ে ধুলো আর ধোঁয়ার একটা মায়াবী পর্দা তৈরি করলেন। যা সরলে গাড়ি থেকে বেরনোর পরে গ্র্যান্ড স্ট্যান্ডের জালের বেড়া টপকে প্রায় ঢুকেই পড়ছিলেন দর্শকদের মাঝে! ভরা গ্র্যান্ড স্ট্যান্ডও আত্মহারা। পোডিয়ামের সামনের ট্র্যাক জুড়ে লাফাতে থাকা ভেটেলকে ফর্মুলা ওয়ানের কড়া নিয়মরক্ষকরা তখন থামাতেই পারছেন না। কোনও রকমে হেলমেট খোলানো গেল। তার পর পোডিয়ামে ওঠার পথে অভিনন্দনের জোয়ারে ভাসতে ভাসতে চোখ ভরে উঠল জলে। জার্মানকে এতটা বেহিসেবী আগে কখনও দেখা যায়নি। আর তাতেই হল ফাইন! যা নিয়ে বিতর্কের ঝড় বইছে।
রেসের শেষে দ্রুত পোডিয়ামে পৌঁছনোর নিয়ম ভেঙে অহেতুক ‘সময় নষ্ট’ করার গুনাগার কড়কড়ে ২৫ হাজার ইউরো গুনতে হবে এ বার রেড বুল দলকে! রেসের একটা বড় সময় জুড়ে ভেটেলকে চাপে রাখা মার্ক ওয়েবার যান্ত্রিক সমস্যায় দ্বিতীয় স্থান থেকে রেস ছাড়তে বাধ্য হওয়া সত্ত্বেও গাড়ি নির্মাতাদের চ্যাম্পিয়ন হল রেড বুল। জরিমানায় জোড়া মকুট জয়ের পার্টি যদিও পণ্ড হল না।

অপ্রতিরোধ্য ভেটেল। নয়ডাতেও চ্যাম্পিয়ন হয়ে
রোজবার্গ (দ্বিতীয়) আর রোমেনের (তৃতীয়) কাঁধে।
এ দিনের বুদ্ধ সার্কিটের অবশ্য কিছু এল গেল না। হাজার ষাটেক দর্শক চালকদের প্যারেডের সময় থেকেই যে ভে-টে-ল, ভে-টে-ল-টা করছিলেন, সেটা চরমে পৌঁছলো বক্সিং কিংবদন্তি মেরি কম চেকার্ড ফ্ল্যাগ নাড়ানোর সময়। ভেটেল যা বললেন, সেটা আরও চমকপ্রদ। “আপনাদের জন্যই এই জেতাটা অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়ে থাকল। পরের বছর আবার ভারতে ফিরে আসতে চাই বলতে পারলে ভাল হত। কিন্তু কী করব, পরে বার এখানে রেস নেই। তাই বলারও উপায় নেই!”
সব থেকে কম বয়সে টানা চার বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড-সহ মাইকেল শুমাখার, খুয়ান ফানজিও, অ্যালান প্রস্তদের ‘কিংবদন্তি ক্লাবে’ ঢুকে পড়েছেন ভেটেল। চতুর্থ বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার সময় মাইকেল শুমাখারের বয়স ছিল বত্রিশ। ভেটেল বলছিলেন, দু’দিন আগেই মাইকেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। নিজের আদর্শ সম্পর্কে বললেন, “মাইকেলের গাড়ি ছিল। কিন্তু সেটাকে তৈরি ও নিজেই করে নিয়েছিল।” শুমাখারের মতো নিজের ভাগ্য নিজেই গড়ছেন বুঝিয়ে তাঁর দিকে ফর্মুলা ওয়ানকে ক্লান্তিকর করে তোলার অভিযোগের জবাবও কি দিতে চাইলেন? মুখে বললেন, “ফুটবলে যেমন প্রতিপক্ষের গোল যত চোখধাঁধানো হোক, হোম টিম হজম করতে পারে না, তেমনি নতুন দলের দাপট ফেরারি, মার্সিডিজের মতো পুরনো টিমের সমর্থকরাও মেনে নিতে পারছেন না। খারাপ লাগে। কিন্তু এ সব গায়ে না মাখার ম্যাচিওরিটি আমার আছে।” ভেটেল শো-এর মধ্যে ভারতের প্রাপ্তি একটাই। পরপর ব্যর্থতা কাটিয়ে ঘরের রেসে নেমে ফোর্স ইন্ডিয়ার পল ডি রেস্তা আট নম্বরে আর আদ্রিয়ান সুটিল ন’য়ে শেষ করায় দল পেল পাঁচ পয়েন্ট।
সকালে অবশ্য ভেটেলের আলো কিছুটা হলেও কেড়ে নিয়ে গেলেন পৃথিবী কাঁপানো সুপার মডেল জেসিকা মিচিবাটা। ম্যাকলারেন তারকা জেনসন বাটনের বান্ধবী এ দিন গোলাপী শাড়ি আর জরদোসি ব্লাউজে আলোকিত করলেন প্যাডক এলাকা। হাত জড়ো করে ‘নমস্তে’ থেকে ভারতীয় কাবাবের প্রশংসা--সব মিলিয়ে সুপারহিট মিচিবাটা শো!
তবে ওটুকু বাদে গ্ল্যামারের দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে বুদ্ধ সার্কিট। প্রথম বছর সচিন-শাহরুখ-শুমাখার ত্রহ্যস্পর্শ এ বার স্রেফ গুলশন গ্রোভার, গুল পানাগ-এ এসে ঠেকেছে। রঞ্জিতে ব্যস্ত ক্রিকেটারদের কেউ আসেননি। শশী তারুর সস্ত্রীক, শু্যটার রঞ্জন সোধি আর মেরি কম তাঁদের অভাব পূরণ করেন কী করে? দেওয়ালির বাজারে গ্ল্যামারের ফুলঝুরি হল না। রেসের ভারত প্রত্যাবর্তন নিয়ে মস্ত প্রশ্নচিহ্নটাও সব বারুদ স্যাঁতস্যাতে করে দিচ্ছে।
খারাপ লাগছে এটা ভেবে যে দীপাবলীর আলোর মতোই এখানে তিন বছর আগে লাগানো ফুলের বাগান যখন হাজার রঙের রংমশাল জ্বালিয়েছে, মিডিয়া সেন্টারের সামনে গাছের সারি কেটে ফর্মুলা ওয়ান গাড়ির পিট স্টপের ছবিটা যখন নিখুঁত হয়েছে, ঠিক তখনই অনিশ্চয়তার কালো রাতটা নেমে এল।
তবে বুদ্ধ সার্কিটে রেস ফিরুক বা না ফিরুক, সেবাস্তিয়ান ভেটেলের হাত ধরে ফর্মুলা ওয়ান ইতিহাসে পাকাপাকি ঢুকে পড়ল নয়ডার এই প্রান্তর।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.