বৃষ্টিতে সমস্যায় প্রতিমাশিল্পী, বাজি ব্যবসায়ীরা
কদিকে ‘পিলিন’ ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব, অন্যদিকে অন্ধ্রপ্রদেশের নিম্নচাপ---দুইয়ের সাঁড়াশি হানায় দীপাবলি উৎসবের আগে মাথায় হাত বাজি-বিক্রেতা, প্রতিমাশিল্পীদের।
দুর্গাপুজো শেষ হতে না-হতেই কালীপুজোর প্রস্তুতি শুরু হয় ঝাড়খণ্ডে। রাঁচি, জামশেদপুর, ধানবাদ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কালীপুজো, দীপাবলি উৎসবে মাতেন সকলেই। ব্যস্ততা বেড়ে যায় কুমোরপাড়া, বাজি-কারিগরদের মহল্লায়।
কিন্তু এ বার শারদোৎসবের পরও একটানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন তাঁরা। প্রায় প্রতিদিনই প্রকৃতির ‘অসহযোগিতা’য় প্রতিমার মাটি শুকোতে হিমসিম শিল্পীরা। বাজি তৈরির কাজও ব্যাহত হচ্ছে।
আলোর উৎসবের প্রস্তুতি। (বাঁ দিকে) ধানবাদে চলছে প্রতিমা রঙের কাজ।
(ডান দিকে) গুয়াহাটিতে ব্যস্ত কুমোর। ছবি: চন্দন পাল, উজ্জ্বল দেব।
পটনার আবহাওয়া অফিসের বক্তব্য, আজ, রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। তবে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন আবহবিদরাও। দিনপাঁচেক ধরে অন্ধ্রপ্রদেশের কাছে তৈরি নিম্নচাপ প্রভাব ফেলেছে এ রাজ্যে। নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশেও। বুধবার রাঁচিতে ভারত-অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেট ম্যাচও ভেস্তেছে আকাশভাঙা বৃষ্টিতে।
ধানবাদের হীরাপুরের প্রতিমাশিল্পী দুলাল পাল জানান, দুর্গাপুজোর আগে বৃষ্টির আশঙ্কা রেখেই তাঁরা মূর্তি তৈরির কাজ করেন। সাধারণত কালীপুজোর আগে আকাশ পরিষ্কার থাকে। সে ভাবেই দিন হিসেব করে মূর্তি তৈরির বরাত নেন শিল্পীরা। কিন্তু এ বার পরিস্থিতি একেবারেই অন্যরকম। ওড়িশার ‘পিলিন’ আর অন্ধ্রপ্রদেশের নিম্নচাপের প্রভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দুলালবাবুদের।
এক প্রতিমাশিল্পী বলেন, “কাঠ, উনুন জ্বালিয়ে প্রতিমার গায়ে মাটির প্রলেপ শুকোতে হচ্ছে। ঘরের বাইরে বের করা যাচ্ছে না। এ ভাবে বৃষ্টি চললে সময়মতো মূর্তি তৈরি করতে পারবেন না অনেকেই।”
রাঁচির বাজি-বিক্রেতা সূরজ সিংহ বলেন, “তামিলনাড়ু থেকে আতসবাজি আসে। সে গুলি রোদে গরম করতে হয়। আবহাওয়ার যা হাল, তাতে দোকানই খোলা যাচ্ছে না। অন্যবার এই সময় বাজি বিক্রি শুরু হয়ে যায়। বৃষ্টিতে ব্যবসার ক্ষতি হচ্ছে।”
পটনা আবহাওয়া অফিসের অধিকর্তা আশিস সেন অবশ্য জানিয়েছেন, নিম্নচাপের শক্তি ক্রমশ কমছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.