চড়া সুদের প্রতিশ্রুতি দিয়ে লোভ দেখানো ভুয়ো লগ্নি প্রকল্প আটকাতে এ বার ফেসবুক, টুইটার, লিঙ্কড-ইনের মতো সোশ্যাল মিডিয়া সাইট-সহ বিভিন্ন ওয়েবসাইটে নজরদারি বাড়াচ্ছে সেবি। কড়া পাহারা বসাচ্ছে হোয়াট্স-অ্যাপের মতো মোবাইলে বার্তা পাঠানোর অ্যাপ্লিকেশন্স-এও।
হালে এই সব সোশ্যাল মিডিয়া মারফত বিভিন্ন লগ্নি প্রকল্প প্রচারের প্রবণতা বেড়েছে। বাজার নিয়ন্ত্রক সেবির দাবি, এর সুযোগ নিয়েই বিভিন্ন ভুয়ো প্রকল্প এনে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছে অনেকে। বহু প্রকল্পেই বেআইনি ভাবে বিপুল আয়ের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ আসছে তাদের কাছে। অনেক ক্ষেত্রে যৌথ অংশীদারি ব্যবসা শুরুর টোপ ফেলে ভবিষ্যতে মোটা লাভের গ্যারান্টিও দেওয়া হচ্ছে। সেবি জানিয়েছে, এই পরিপ্রেক্ষিতে তারা সেই সব প্রকল্পে কড়া নজর রাখছে, যেগুলিতে ‘দ্বিগুণ ফেরত’, ‘নিশ্চিত রিটার্ন’, ‘সংস্থার ভেতরের খবর’, ‘লগ্নির পরামর্শ’, ‘জ্যোতিষ’ বিদ্যায় শেয়ার বাজারের পূর্বাভাস’-এর মতো সুযোগের কথা বলা হয়েছে।
পাশাপাশি, বর্তমানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মারফত ছোট ব্যবসার জন্য স্বল্প তহবিল জোগাড়ের (ক্রাউডফান্ডিং) যে-হাওয়া উঠেছে, প্রতারণা ঠেকাতে তাতেও কড়া নজরদারির প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছে সেবি। সেবির মতে, এ বিষয়ে আলাদা একটি নিয়ন্ত্রণ পরিকাঠামো তৈরি হওয়া জরুরি।
|