প্রত্যক্ষ বিদেশি লগ্নি অগস্টে কমলো ৩৮%
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
|
ভারতে প্রত্যক্ষ বিদেশি লগ্নি অগস্টে নেমে এল গত আট মাসের মধ্যে সবচেয়ে নীচে। ওই লগ্নির অঙ্ক দাঁড়িয়েছে ১৪০ কোটি ডলার (৮৬৮০ কোটি টাকা)। গত বছরের অগস্টের ২২৬ কোটি ডলারের তুলনায় তা ৩৮ শতাংশ কম। কেন্দ্রীয় শিল্পনীতি ও উন্নয়ন দফতর সূত্রের খবর, চলতি ২০১৩-’১৪ আর্থিক বছরের এপ্রিল থেকে অগস্টে অবশ্য প্রত্যক্ষ বিদেশি লগ্নি ৪ শতাংশ বেড়ে হয়েছে ৮৪৬ কোটি ডলার।
|
লাগাতার বর্ষণে মুম্বইয়ে ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি বলে আশঙ্কা জানাল বিশ্ব ব্যাঙ্ক। বিশ্বের বিভিন্ন বড় শহরের উন্নয়নের হার নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালের প্রবল বর্ষণের জেরে মুম্বইয়ের একটা বড় অংশের বাড়ি ঘরদোর ক্ষতিগ্রস্ত হয়। পরে মহারাষ্ট্র সরকার এত ক্ষয়ক্ষতির কারণ জানতে একটা তদন্তকমিটিও গঠন করে। কিন্তু নির্মাণ কাজে দুর্নীতি আর পরিকাঠামোগত ক্ষেত্রে উন্নতির অভাবেই মুম্বইয়ের অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।
|
নয়া স্মার্ট ফোন আনল নোকিয়া |
বাজারে এল নোকিয়ার নতুন স্মার্ট ফোন ‘লুমিয়া ১০২০’। ‘উইন্ডোজ ৮’ প্রযুক্তি চালিত ফোনটিতে রয়েছে ৪১ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে ৩৮ মেগাপিক্সেলের ছবি তোলা যাবে। সেই একই সময়ে ফোনটি নিজে থেকে ৫ মেগাপিক্সেলের ছবি তৈরি করবে, যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে পাঠানো যাবে। এতে পেশাদার ছবি তুলতে সাহায্য করার জন্য নোকিয়া প্রো অ্যাপ্লিকেশনও এনেছে সংস্থা। রয়েছে ৩২ জিবি তথ্য ভরে রাখার সুযোগ।
|
দেশের বাজারে জেড-৩০ ফোন আনল ব্ল্যাকবেরি। সংস্থার নতুন ১০.২ প্রযুক্তি চালিত পাঁচ ইঞ্চির টাচ স্ক্রিন ফোনটিতে ধরে রাখা যাবে ১৬ জিবি তথ্য। যা বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত। দেশে ফোনটির দাম ৩৯,৯৯০ টাকা। ফোনটির জন্য ১২ মাসের কিস্তিতে টাকা দেওয়ার সুযোগও রয়েছে।
|
ভারতে দু’টি হেডফোন আনল সোনি ইন্ডিয়া। এমডিআর-১০আরএনসি এবং এমডিআর-১০আরবিটি। সংস্থার দাবি, স্মার্টফোনের বাড়তে থাকা বাজারে মোবাইলে গান শোনার চাহিদা পূরণ করতেই এই উদ্যোগ। সংস্থার দাবি, অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি এই হেডফোনে শব্দের গুণমান খুবই উঁচু। এগুলি কানে লাগালে বাইরের কোনও শব্দ গান শোনায় ব্যাঘাত ঘটাবে না।
|
গুজরাত এনআরই কোক-এর লোকসানে চলা অস্ট্রেলীয় শাখার ৫৩.৬৩% শেয়ার কিনে নিচ্ছে জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার। গত মাসেই ঘোষিত এই হস্তান্তরে এ বার সায় দিয়েছেন ওই শাখা সংস্থা, গুজরাত এনআরই কোকিং কোল-এর শেয়ারহোল্ডাররা।
|
কাঁকুড়গাছিতে নয়া শাখা খুলল সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক। কলকাতায় এটি তাদের ১১তম শাখা। এখানে এটিএমের সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছে ব্যাঙ্কটি।
|
সন্দীপ সিক্কা অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া (অ্যাম্ফি)-র চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। |