টুকরো খবর
দুর্গাপুরে বোমা ফেটে জখম ৪
বোমা ফেটে জখম হয়েছেন চার ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটেছে ফরিদপুর (লাউদোহা) থানার আরতি গ্রামে। পুলিশ জানিয়েছে, আহতদের নাম শেখ আজিমুদ্দিন (২৯), শেখ আজু (২২), অরিন্দম ঘোষ (৩৪), শেখ মনিবুল (৩৪)। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় হঠাৎ বোমা ফেটে যায়। জখমদের মধ্যে শেখ মনিবুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এডিসিপি (পূর্ব) সুনীল যাদব বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। সেই সময় বোমা ফেটে ওই চারজন জখম হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।” আর এক জখম ব্যক্তি শেখ আজিমুদ্দিন ডিএসপির আইএনটিটিইউসি নেতা হিসেবে পরিচিত। এর আগে একাধিকবার আমরাইয়ে আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “ডিএসপিতে হাজার হাজার কর্মী আছেন। তাদের মধ্যে নামে কাউকে চেনা মুশকিল। তবে আইন আইনের পথে চলবে। সাংগঠনিক তদন্তে এই ঘটনায় যদি কেউ জড়িত প্রমাণিত হয়, তাঁকে বের করে দেওয়া হবে।”

কবি সম্মেলন
হিন্দি, বাংলা ও উর্দু কবিদের সম্মেলন হল আসানসোলের ঘাঘরবুড়ি কালীমন্দির লাগোয়া প্রাঙ্গণে। রবিবার কালিপাহাড়ি ধর্মচক্র সেবা সমিতি ও কয়লাঞ্চল প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে হয় এই সম্মেলন। এ দিনই বিনা খরচে চোখ ও দাঁত পরীক্ষা শিবির হয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায়। সেখানে দেড়শো জনের চিকিৎসা করা হয়। তাঁদের মধ্যে ১২ জনের চোখে বিনা খরচে অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে। শিবিরের উদ্বোধন করেন আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। কবি সম্মেলনে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক স্বরাজ দত্ত, কবি ও চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত, ট্রিনিটি ট্রাস্টের চেয়ারম্যান দেবেশচন্দ্র মজুমদার প্রমুখ।

রাস্তা সারানোর দাবি
রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং ২ নম্বর জাতীয় সড়ক মেরামতির দাবিতে আসানসোলে একটি বিক্ষোভ মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার বিকেলে কয়েকশো ছাত্র ও শিক্ষক ওই মিছিলে যোগ দেন। আসানসোলের গির্জা মোড় থেকে শুরু হয়ে আসানসোল রেল স্টেশনে শেষ হয় মিছিলটি। টিএমসিপি-র বর্ধমান জেলা সভাপতি অশোক রুদ্র বলেন, রেলের ভাড়া বৃদ্ধির ফলে পড়ুয়াদের দূরের কলেজ ও স্কুলগুলিতে চড়া ভাড়া দিয়ে যেতে হচ্ছে।

গাড়ি উল্টে জখম ১১
বরযাত্রীর গাড়ি উল্টে জখম হলেন চালক-সহ ১১ জন। রবিবার সকাল ১০টা নাগাদ কেতুগ্রামের ভুলকুড়ি বাসস্টপের কাছে ঘটনাটি ঘটে। জখমদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, সিরুন্দি গ্রাম থেকে পূর্বস্থলীর হামিদপুরে বরযাত্রীর অনুষ্ঠানে যাচ্ছিল ওই গাড়িটি। ভুলকুড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে মুখ থুবড়ে পড়ে। গাড়ির এক যাত্রী চঞ্চল শেখ বলেন, “আমাদের আগে বর সৈয়দ মহম্মদ মোস্তাফার গাড়িটি যাচ্ছিল। তাঁর গাড়ি ভুলকুড়ি মোড় পেরোনোর পরেই আমাদের গাড়ি দুলতে শুরু করে। কয়েক মিনিট পরেই গাড়িটি রাস্তার পাশের জমিতে গিয়ে মুখ থুবড়ে পড়ে।”

গুণিজন সংবর্ধনা
গুণিজন সংবর্ধনা আয়োজিত হল রানিগঞ্জে। রবিবার সরাফ ভবনে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক এবং সমাজকর্মী ২১৫ জনকে সংবর্ধনা জানানো হয়। বিধায়ক সোহরাব আলি জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের অনুপ্রেরণা দিতে এই অনুষ্ঠান।

কোথায় কী

বর্ধমান
বিজয়ার বৈঠকী। বিকেল ৪টে। কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব। উদ্যোগ: বর্ধমান জেলা প্রেস ক্লাব।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.