চ্যাম্পিয়ন বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মিথিলায় অনুষ্ঠিত আন্তঃ বিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চল ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে বর্ধমানের মেয়েরা। গত বার রানার্স হওয়ার সুবাদে এ বার বর্ধমান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ৩-২ সেটে হারিয়ে তারা গ্রুপ লিগে ওঠে। গ্রুপ লিগে রাঁচি, মিথিলা ও রবীন্দ্রভারতীর সঙ্গে প্রতিটি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়ে বর্ধমানের মেয়েরা ৩-২ সেটে জেতে। দলের প্রশিক্ষক অসিত সরকার বলেন, “গত বারের চেয়ে ভাল খেলে চ্যাম্পিয়ন হয়েছি। নভেম্বরে সর্বভারতীয় স্তরেও ভাল ফল করব আশা করি।”
|
পুরস্কার বিতরণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা ভলি ও বাস্কেটবল সংস্থার ২০১১-১২ ও ২০১২-১৩ ক্রীড়াবর্ষের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল স্থানীয় অরবিন্দ স্টেডিয়ামে। অনুষ্ঠানে ভলিবল ও বাস্কেটবল লিগ, স্থানীয় নক আউট ও জেলা নক আউট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স ক্লাবগুলিকে এবং রাজ্যস্তরের প্রতিযোগিতায় যোগদানকারীদের পুরস্কৃত করা হয়েছে। রাজ্য মিনি বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ধমানের অনূর্ধ্ব ১৩ মেয়েদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। এ দিন ৩৫টি ক্লাবকে ভলি বা বাস্কেট বল দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে সারা বছরে খেলা সমস্ত ম্যাচের টিফিনের খরচও।
|
জিতল কাজোড়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
দুর্বার ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ আয়োজিত ফুটবলে চ্যাম্পিয়ন হল কাজোড়া পল্লীমঙ্গল সমিতি। রবিবার সাতগ্রাম সুভাষ ময়দানে তারা নাগেশ্বর কোলিয়ারি একাদশকে ১-০ গোলে হারায়। গোল করেন মানা মিত্র। |