কখনও টিপটিপ। কখনও অঝোরে। এক বা দু’দিন নয়, চলছে টানা দিন সাতেক। ওড়িশা উপকূলের ঘূর্ণিঝড় এবং তার জেরে টানা বৃষ্টিতে রাঁচির পর কটকের ম্যাচও পণ্ড তো হয়ে গেলই, একই সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির টিম ইন্ডিয়ার ভাগ্যকেও ঠেলে দিল গভীর নিম্নচাপের দিকে।
আশঙ্কাটা ছিলই, শনিবার শুধু বাস্তবায়িত হওয়া বাকি ছিল। এ দিন সকাল এগারোটায় ম্যাচ রেফারি রোশন মহানামা স্টেডিয়ামে হাজির হয়ে বুঝে যান, বৃষ্টিতে মাঠের আরও বারোটা বেজেছে। তাই ম্যাচ পরিত্যক্ত। যা পরিস্থিতি এখন, তাতে অস্ট্রেলিয়ার ভারত সফরে ওয়ান ডে সিরিজ জয়ের হ্যাটট্রিক যদি আটকাতে হয়, তা হলে শেষ দুটো ম্যাচ জেতা ছাড়া ধোনিদের গতি নেই।
এ দিন বৃষ্টির রকমসকম দেখে আর টিম ইন্ডিয়া মাঠমুখো হয়নি। এক দিনের ছুটি কাটিয়ে রবিবার নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে নাগ পুর পৌঁছবে টিম। অস্ট্রেলিয়া টিম মাঠে এল বটে, কিন্তু ইন্ডোরে ফুটবল খেলার বাইরে তাদের আর করার কিছু ছিল না। শুক্রবার সারা বিকেল টেবল টেনিস খেলে কাটাতে হয়েছে ওয়াটসনদের। শনিবারের সূচিতেও পুল বা টিটি থাকলে অবাক হওয়ার কিছু নেই।
রবীন্দ্র জাডেজার মতো ভারতীয় টিমের কেউ কেউ বলার চেষ্টা করছেন যে, শেষ দুটো ম্যাচ জিতে সিরিজ জয় সম্ভব নয়, এমন ভাবার কোনও কারণ নেই। কিন্তু কাজটা যে রীতিমতো কঠিন। পরিস্থিতি যা, তাতে সিরিজ জয়ের জন্য অস্ট্রেলিয়ার একটা ম্যাচ জিতলেই চলবে।
অস্ট্রেলীয় অধিনায়ক সেটাই এ দিন মনে করালেন, “সিরিজ জিততে ভারতকে দুটোতেই জিততে হবে। আমাদের সেখানে দুইয়ে এক করলেই চলবে। ২-১ এগিয়ে থাকায় স্বাভাবিক ভাবেই আমরা খুশি।” শেন ওয়াটসন তো ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, কী ভাবে চলতি সফরে তাঁদের প্ল্যানগুলো খেটে যাচ্ছে। “ইন্ডিয়ার প্রত্যেক প্লেয়ার ধরে ধরে প্ল্যান করেছি। টার্গেট ছিল মিডল অর্ডার। আমরা ঠিক করেছিলাম, ওই মিডল অর্ডারের দিকে জনসনকে লেলিয়ে দেব,” বলছেন ওয়াটসন। অভিজ্ঞ অস্ট্রেলীয় অলরাউন্ডার আরও শুনিয়ে রেখেছেন, শর্ট বলের সামনে ভারতীয়দের দুর্বলতা তাঁদের জানাই ছিল। আর ওই ওষুধ যে উপমহাদেশের উইকেটেও লেগে যেতে পারে, সেটা আন্দাজ করেই মিচেল জনসনকে ভারত-বধের স্ট্র্যাটেজিতে মুখ্য ভূমিকায় রাখা। “মিচ সত্যিই আমাদের খুব বড় অস্ত্র। গোটা সিরিজে যেটা আমাদের প্রচণ্ড কাজে আসছে। আশা করছি আর কয়েকটা দিন আমাদের কাজটা করে দেবে!”
ওয়াটসনের বক্তব্যে পরিষ্কার, নাগপুর বা বেঙ্গালুরুতেও শর্ট বল থাকবে, মিচেল জনসন থাকবেন এবং তাঁর সামনে থাকবে তীব্র চাপে পড়ে যাওয়া টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার। ওয়ান ডে পৃথিবীর সত্যিকারের এক নম্বর কে প্রশ্নটার উত্তর হয়তো সামনের দুটো ম্যাচেই লুকিয়ে আছে। |