খুদে খুদে দু’টো হাত। ছোট্ট দু’টো পায়ের পাতা। পুরোটাই রুপোর তৈরি। ব্রিটেনের রাজ পরিবার সূত্রে খবর, খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়া উপলক্ষে মাসি পিপা মিডলটনের কাছ থেকে এমনই উপহার পেয়েছে যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেটের সন্তান জর্জ। এই ‘আজব’ উপহারের কথা জানতে পেরে ব্রিটেনে শুরু হয়েছে নয়া রসিকতা গোটা দেশটাই যার ‘রাজত্ব’, তাকে কি না শেষমেশ রুপোর উপহার?
তবে নিন্দুকের কথা শুনে মোটেও গাল ফুলোচ্ছেন না পিপা। প্রায় সাত হাজার পাউন্ড ব্যয় করে লন্ডনের একটি ছোট স্থাপত্য নির্মাণকারী সংস্থা থেকে আদরের বোনপোর জন্য উপহারগুলি বানিয়েছেন তিনি। আভিজাত্য এবং ভালবাসার সার্থক মেলবন্ধন ঘটেছে এই উপহারে, অন্তত তেমনটাই দাবি পিপা-ঘনিষ্ঠের।
তবে উপহারের থেকেও ব্রিটেনবাসীর বেশি উৎসাহ রুপোর স্থাপত্য নির্মাণের পদ্ধতিটি নিয়ে। যদি আদৌ রুপোর হাত এবং পা দু’টি জর্জের হাত এবং পা-এর আদলেই হুবহু তৈরি করা হয়ে থাকে, সে ক্ষেত্রে খুদে যুবরাজকে অন্তত ৩০ সেকেন্ড শান্ত হয়ে বসে থাকতে হয়েছিল। কারণ এ ধরনের আদল তৈরি করতে গেলে প্রথমে তৈরি করতে হয় ছাঁচ। যার জন্য একটি বিশেষ রাসায়নিক দ্রব্যে হাত, পা ঢুকিয়ে বসে থাকা জরুরি। জর্জকেও হয়তো তাই করতে হয়েছিল, এ কথা ভেবে একটু যেন অখুশিই ব্রিটেনবাসী। যা-ই হোক, আসলে তো সে মাত্র তিন মাসের শিশু। তার কাছ থেকে মুহূর্তের নিশ্চলতাও আশা করা যায় না।
জর্জের মা কিংবা বাবা, কেউই এই উপহারের ব্যাপারে জানতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজ পরিবারের দাবি, “যদি এমন কিছু উপহার দেওয়া হয়েও থাকে, তা নিতান্তই ব্যক্তিগত ব্যাপার।” তবে আজব উপহারের তালিকায় এটিই প্রথম নয়। সম্প্রতি যুবরাজ চার্লসের বন্ধু কাউন্ট টিবর কালনোকি জর্জকে বুনো ফুলের খেত উপহার দিয়েছেন। আজব প্রাপ্তিতে তাই ভরে উঠছে ছোট্ট জর্জের খেলাঘর।
|