গভীর রাতে ফের সুনামির হানা জাপানে। অবশ্য ক্ষয়ক্ষতি কিছু হয়নি। আকারে-বিস্তারে এই সুনামি অনেকটাই ছোট। সমুদ্রে ঢেউ উঠেছে বড়জোর ২০-২২ ইঞ্চি। তবে ২০১১-র মহাবিপর্যয়ের স্মৃতি উস্কে দ্রুত ছড়িয়েছে আতঙ্ক। ঘণ্টা দুয়েকের জন্য জারি হয় সতর্কতা। ২০১১-র সুনামির জেরে বিস্ফোরণে বিধ্বস্ত ফুকুশিমা দাইচি পরমাণু বিদ্যুৎকেন্দ্র ওই গভীর রাতেই ফাঁকা করে দেওয়া হয়। সুনামি-সতর্কতা জারি হতেই ফুকুশিমাতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে যায়। ২০১১-র বিস্ফোরণের পরে এখনও সেখানে বিপর্যয় লেগেই রয়েছে।
|
২০ জন সীমান্তরক্ষীর মৃত্যুর বদলা নিতে ইরানের জাহেদানের সংশোধনাগারে ফাঁসি দেওয়া হল ১৬ জন বিদ্রোহীকে। শুক্রবার রাতে উত্তর-পূর্ব সারাভানে সরকার-বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় সীমান্তরক্ষীদের। ঘটনার দায় স্বীকার করে নেয় আল-আদি নামে একটি বিদ্রোহী সংগঠন। সংঘর্ষে জড়িত আল-আদি বিদ্রোহীদের সঙ্গে সংশোধনাগারে বন্দি বিদ্রোহীদের আদৌ কোনও যোগাযোগ ছিল কি না তা নিয়ে ধন্দ কাটেনি এখনও। তবে ইরান সরকারের একাংশের দাবি, যে ১৬ জন বন্দির ফাঁসি হয়েছে শনিবার, তাদের শাস্তি ঘোষণা হয়েছিল কিছু দিন আগেই। সীমান্তরক্ষীদের মৃত্যুর সঙ্গে ফাঁসির কোনও যোগ নেই।
|
বেশ কিছু দিন ধরেই কাজ করছিল না ওবামা প্রশাসনের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটটি। নাম নথিভুক্ত করা, ওয়েবসাইটটিতে সাইন ইন করা, চিকিত্সা সংক্রান্ত খরচ খরচার হিসেব পেতে অসুবিধা হচ্ছিল গ্রাহকদের। অবশেষে সেই ওয়েবসাইটই ঠিক করে ফের চালু করার দায়িত্ব পেল
ভারতীয় বংশোদ্ভূত বিক্রম বক্সীর নেতৃত্বাধীন সংস্থা। |