শিল্পের জমি নিয়ে ফেলে রাখা সংস্থার নামের তালিকা তৈরি করার পাশাপাশি জেলায় নতুন শিল্প আনতে উদ্যোগী কোচবিহার জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই তত্পরতা শুরু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। চকচকা শিল্পতালুকে জমি বরাদ্দ করার পরে যে সব সংস্থা কারখানা তৈরি করেনি তাদের তালিকা তৈরি হচ্ছে। পাশাপাশি জেলায় দ্বিতীয় শিল্পতালুক গড়তে জমি চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছে বলে প্রশাসন সূত্রের খবর। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শিল্প দফতরের সচিবেরও জেলার আসার কথা রয়েছে। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই জেলায় শিল্পায়নের কাজে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্প সচিবের জেলা সফরের আগে নতুন শিল্প সম্ভাবনার একটি রূপরেখা তৈরি হবে।” মঙ্গলবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার শিল্পায়নে গতি আনার নির্দেশ দেন। ওই বৈঠক থেকেই রাজ্যের শিল্প সচিবকে কোচবিহারে এসে যাবতীয় পরিকাঠামো পরিদর্শনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকের পরে ৪৮ ঘণ্টা না কাটতেই শিল্প নিয়ে বৈঠকে বসেছে প্রশাসন। প্রাথমিকভাবে ওই তালিকায় ১০ টি সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন ও শিল্প দফতর সূত্রের খবর, চকচকায় জুট পার্কের জন্য ৩০ একর জমি চিহ্নিত হয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সুকুমার সাহা বলেন, “মুখ্যমন্ত্রী জেলা বিষয়ে গুরুত্ব দেওয়ায় ভাল লাগছে। শিল্পায়নের জন্য বিমান চালু জরুরি।”
|
কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন চালুর চার বছর পরেও পার্সেল বুকিংয়ের কাজ শুরু না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে কালিয়াগঞ্জের ব্যবসায়ীদের মধ্যে। সম্প্রতি, কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির তরফে রেল ও রায়গঞ্জের সাংসদ দীপা দাশমুন্সির কাছে লিখিত ভাবে ওই দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে সমিতির তরফে কালিয়াগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ, পার্সেল বুকিংয়ের কাজ শুরু না হওয়ায় ব্যবসায়ীদের প্রায় তিনগুণ বেশি টাকা খরচ করে ট্রাকে করে কলকাতায় বিভিন্ন পন্যসামগ্রী আনা নেওয়া করতে হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম অরুণ শর্মা বলেন, “ওই ট্রেনে পার্সেল বুকিংয়ের কাজ চালু করা যায় কী না তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” রেলসূত্রের খবর, কালিয়াগঞ্জ স্টেশনে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়ায় দুই মিনিট। সময়সীমা ১০ মিনিট করা না হলে পার্সেল বুকিং চালু করা যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী দীপাদেবী বলেন, “কালিয়াগঞ্জ স্টেশনে পার্সেল বুকিং শুরু হলে ব্যবসায়ীরা কম খরচে পন্য পাঠাতে ও আনতে পারবেন। এ নিয়ে রেল-কর্তাদের সঙ্গে কথা বলছি।”
|
তিন দশকেরও বেশি ক্ষমতায় থাকলেও বামফ্রন্ট পাহাড়, জঙ্গলমহলে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি বলে অভিযোগ জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। বৃহস্পতিবার এক সভায় এমনই অভিযোগ তুলেছেন ১৯৮২ থেকে রাজ্যের বাম মন্ত্রিসভার সমাজবাদী পার্টির বিধায়ক কিরণময়। রাজ্যের প্রাক্তন মত্স্যমন্ত্রী কিরণময় বাবু এ দিন রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন। তিনি বলেন, “মমতার সদিচ্ছায় রাজ্য জুড়ে উন্নয়ন শুরু হয়েছে। পাহাড়ে শান্তি ফিরেছে। পাহাড় হাসছে। জঙ্গলমহলও ঘুরে দাঁড়িয়েছে। গত তিন দশকের বেশি সময়ে আমরা রাজ্যে ক্ষমতায় থেকেও যা করতে পারিনি। তা সম্ভব হয়েছে।” প্রাক্তন সহযোগী দলের নেতার মন্তব্য প্রসঙ্গে জেলা সিপিএমের সম্পাদক বীরেশ্বর লাহিড়ী বলেন, “বামফ্রন্টের ব্যর্থতায় প্রাক্তন মন্ত্রী হিসেবে কিরণময় নন্দও দায়ী।” জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য এই প্রসঙ্গে বলেন, “বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসার পর কিরণময়বাবুদের বোধোদয় হতে দেখে ভাল লাগছে।”
|
এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে মেখলিগঞ্জের কুচলিবাড়ির ফুলকাডাবরি গ্রামে। নিহত ধনকুমার সিংহ সরকারের (৫০) বাড়ি ওই এলাকাতেই। পুলিশের ধারণা, জমি বিবাদেই এই খুন। |