টুকরো খবর
বাঁকুড়ায় উপনির্বাচন
কাউন্সিলরের মৃত্যুতে দীর্ঘদিন ধরে বাঁকুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে পুরপিতার পদ শূন্য পড়েছিল। এ বার ওই ওয়ার্ডে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হল। পুরসভা সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর ওই ওয়ার্ডে উপনির্বাচন করা হচ্ছে। বুধবার থেকে এ জন্য মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রসঙ্গত, ২০১০ সালের পুরনির্বাচনে ২৩ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী সঞ্জয় দাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ করেন তৃণমূলের প্রার্থী সুকুমার হালদার। ২৩টির মধ্যে ১২টি ওয়ার্ডে জয়লাভ করে পুরবোর্ড গঠন করে তৃণমূল। অন্য আসনগুলির মধ্যে পাঁচটি কংগ্রেস, চারটি বামফ্রন্ট ও দু’টি আসনে নির্দল প্রার্থীরা জয়লাভ করেন। পুরসভা সূত্রে খবর, বোর্ড গঠন হওয়ার এক বছরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সুকুমার বাবু। বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা বলেন, “এই উপনির্বাচনকে কেন্দ্র করে গোটা পুরএলাকাতেই নির্বাচনী বিধি কার্যকর হয়েছে। ভোট শেষ হওয়ার আগে তাই নতুন করে কোনও কাজ শুরু করা যাবে না।” উপনির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী বাছাই পর্ব শুরু করেছে রাজনৈতিক দলগুলি। শাসকদলের পক্ষ থেকে প্রয়াত কাউন্সিলরের স্ত্রী লতিকা হালদারকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শম্পাদেবী। আজ শুক্রবার বাঁকুড়া সদর মহকুমা শাসকের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। অন্য দিকে এই ওয়ার্ডে সিপিআইয়ের ভাল প্রভাব থাকায় বামেরাও লড়াইয়ে নামছে বলে খবর। প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে কংগ্রেসও।

অল্প বৃষ্টিতেই হাট থইথই
এ ভাবেই যাতায়াত। কাশীপুর বাজারে তোলা নিজস্ব চিত্র।
দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন হাট বসে কাশীপুরে। প্রতি বৃহস্পতিবারে। শাক-সব্জি, গেরস্থালির দরকারি জিনিসপত্র থেকে শুরু করে গবাদি পশুও বেচাকেনা হয় প্রায় শতবর্ষ প্রাচীন এই হাটে। আজ সেই হাট পরিকাঠামোগত নানা অব্যবস্থার শিকার। পঞ্চকোট রাজবংশের শেষ রাজধানী কাশীপুরে এই হাটের প্রচলন করেছিলেন পঞ্চকোটের তৎকালীন মহারাজা জ্যোতিপ্রসাদ সিংহ দেও। এই বংশের উত্তরপুরুষ সোমেশ্বর লাল সিংহ দেও বলেন, “জ্যোতিপ্রসাদ সিংহ দেও এলাকার অর্থনীতির কথা বিবেচনা করে এই হাট প্রবর্তন করেন। কথিত আছে, তিনি বা তাঁর পরের কোনও মহারাজা ঘোষণা করেছিলেন, সারাদিনের বিক্রিবাটার পরে বিক্রেতাদের যা বেঁচে থাকবে, তা রাজা কিনে নেবেন।” বর্তমানে এই হাট সরকারের হাতে। সংস্কারের অভাব হাটের সবার্ঙ্গে। বিক্রেতারা জানিয়েছেন, একটু বৃষ্টি হলেই জল থইথই। এতে সবচেয়ে অসুবিধায় পড়েন গ্রাম থেকে যাঁরা সব্জি-সহ নানা দ্রব্য বিক্রি করতে নিয়ে আসেন, তাঁরা। ব্যবসায়ীদের ক্ষোভ, প্রশাসনকে এই অসুবিধার কথা একাধিকবার জানিয়েও ফল হয়নি। কাশীপুরের বিডিও জানিয়েছেন, “হাটে জল জমার সমস্যা আমরা জানি। জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার কাজ সবে শুরু হয়েছে। তা ছাড়া, হাটের সংস্কারও শুরু হয়েছে।”

বিষ্ণুপুরে বিক্ষোভ
কেন্দ্রীয় সরকারে সাড়ে সাত লক্ষ শূন্য পদ বিলুপ্তির প্রতিবাদে বিক্ষোভ দেখাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। বৃহস্পতিবার বিষ্ণুপুর স্টেশনের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখান সংগঠনের বিষ্ণুপুর, কোতুলপুর ও জয়পুর জোনাল কমিটির সদস্যেরা। সংগঠনের জেলা সভাপতি সুজয় চৌধুরী বলেন। “কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে এই আন্দোলন। সেকারণে রেল স্টেশন এলাকায় বিক্ষোভ দেখানো হল।”

আগ্নেয়াস্ত্র উদ্ধার
১০০ দিনের কাজের প্রকল্পে নালা খুঁড়তে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বাঁকুড়ার তালড্যাংরা থানার সাবড়াকোন গ্রামের ঘটনা। পুলিশ জানায়, আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে দু’টি ওয়ানশর্টার, একটি ছ’ ঘড়া রয়েছে। সেগুলি কী উদ্দেশ্যে মাটির নীচে রাখা হয়েছিল তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.