টুকরো খবর
‘করম’ উৎসবে ছুটির দাবি আদিবাসীদের
ধুমধামের মধ্যে দিয়ে আদিবাসীদের ধর্মীয় উৎসব করম পালিত হল। নিজেদের ওই উৎসব পালনের মধ্যেই উৎসবের জন্য রাজ্য সরকারের কাছে ছুটির দাবি জানালেন আদিবাসীরা। উৎসব উপলক্ষে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চুনাখালি প্রাথমিক স্কুলের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছিলেন রাজ্যের আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি কার্তিক মুর্মু, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, চুনাখালি আদিবাসী উন্নয়ন কমিটির সম্পাদক নিমাই মালি, সভাপতি পবন সর্দার প্রমুখ। ওই মঞ্চ থেকেই এই উৎসবের জন্য ছুটির দাবি ওঠে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রায় ১০ হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সারা রাত ধরে ছিল টুসু গান, ভাওয়াইয়া, ঝুমুরের আসর। অনুষ্ঠানে নিমাইবাবু বলেন, ‘‘আদিবাসী সংস্কৃতি ক্রমশ হারিয়ে যাচ্ছে। একে বাঁচিয়ে রাখতে সরকারকে উদ্যোগী হতে হবে।” তিনি আরও দাবি করেন, “অন্যান্য সম্প্রদায়ের ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি ছুটির ব্যবস্থা রয়েছে। অথচ আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে ছুটির ব্যবস্থা নেই। তাই এ ব্যাপারে অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে। করম উৎসব উপলক্ষে ছুটি ঘোষণা করতে হবে।

গাড়িতে গুলি, চালকের জন্য রক্ষা ব্যাঙ্ককর্তার
এই জায়গাতেই অপেক্ষা করেছিল দুষ্কৃতীরা। ছবি: নির্মাল্য প্রামাণিক।
না থেমে দুষ্কৃতীদের দেখেও গাড়ির গতি বাড়িয়ে দিয়েছিলেন চালক। আর তাই কয়েক লক্ষ টাকা নিয়ে বনগাঁ থেকে সল্টলেক যাওয়ার পথে দুষ্কৃতীদের ছোড়া গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার ও তাঁর সহকর্মী। গুলিটি গাড়ির ডান দিকের জানলার কাচ ফুটো করে বাঁ দিকের জানলা দিয়ে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গাইঘাটার যশোহর রোডে জলেশ্বর মোড়ের কাছে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িতে টাকা থাকার খবর দুষ্কৃতীদের কাছে ছিল। সেই টাকা ছিনতাইয়ের জন্যই তারা হামলার চেষ্টা করে। পুলিশ জানায়, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে, রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সহকারী ম্যানেজার প্রদীপকুমার দাস এবং ওই শাখারই এক কর্মী গাড়ির মাঝের সিটে বসেছিলেন। সকাল ১১টা নাগাদ তাঁরা বেরোন। জলেশ্বর মোড়ের কাছে যশোহর রোডের বেহাল দশার কারণে গাড়ির গতি কমান চালক পিন্টু মণ্ডল। সেই সময়ে জনা চারেক দুষ্কৃতী রাস্তার মাঝে দাঁড়িয়ে গাড়িটি থামানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় চালক গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দেন। তখনই এক দুষ্কৃতী গুলি চালায়। চালক গাড়ি নিয়ে সোজা হাবরা থানায় ঢুকে পুলিশকে ঘটনার কথা জানান। প্রদীপবাবু জানান, গাড়িতে ৪৬ লক্ষ টাকা ছিল। সেই টাকা তিনি সল্টলেকের অফিসে পৌঁছে দিতে যাওয়ার সময়েই ওই বিপত্তি।

দোকান ভাঙা নিয়ে বিবাদ দুই গ্রামবাসীর
একটি মুদিখানা দোকান ভাঙা এবং তার মালিকানা নিয়ে অশোকনগরের কচুয়া মোড় এলাকার দুই গ্রামবাসীর মধ্যে বিবাদ বেঁধেছে। দোকানটি কচুয়া মোড় বাসস্টপের কাছে। গত ২৬ সেপ্টেম্বর দেখা যায়, দোকানটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তার দু’দিন পরেই দেখা যায় দোকানটি ধূলিসাৎ এবং এলাকাটি ঘেরা হয়েছে। সুশান্ত দত্ত নামে এক যুবক দোকানটি তাঁদের পারিবারিক বলে দাবি করে, ওই এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে তা দখলের চেষ্টার অভিযোগ তোলেন। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। সুশান্তবাবু জনপ্রতিনিধিদেরও শরণাপন্ন হন। বারাসত আদালতে মামলাও হয়। আদালত যাবতীয় নির্মাণে স্থগিতাদেশ দেয়। অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ জানায়, দু’পক্ষই জমিটি নিজেদের বলে দাবি করছে। আদালতের নির্দেশ ছাড়া এ বিষয়ে পুলিশ হস্তক্ষেপ করবে না। আদালত নির্দেশ দিলে আমরা তদন্ত করে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। জনপ্রতিনিধিরাও জানিয়েছেন, বিচারাধীন বিষয়ে তাঁরা হস্তক্ষেপ করতে চান না।

মহিলার দগ্ধ দেহ উদ্ধার
এক মহিলার অগ্নিদগ্ধ দেহ তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে বাগদার পাথুরিয়া-ঘোষপাড়া এলাকার ঘটনা। মৃতার নাম আল্পনা প্রামাণিক (২২)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সন্ধ্যায় মহিলা বাড়িতে একাই ছিলেন। তাঁর ঘর থেকে আগুন বেরোতে দেখে পড়শিরা টিনের দেওয়াল ভেঙে তাঁকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশে খবর দেন। পুলিশের অনুমান, সাংসারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হন।

ইছামতীতে দেহ
ইছামতী নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটার খেদাপাড়া এলাকায় ওই নদীতে দেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।

উধাও বন্দি
পনেরো দিনের প্যারোলে ছাড়া পেয়ে ২৫ সেপ্টেম্বর বাড়ি গিয়েছিল পুলিশ খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও ফিরে এল না সে। খোঁজ নিয়ে জানা গেল, বাড়ি থেকে চম্পট দিয়েছে ওই বন্দি। পুলিশ জানায়, পলাতক ওই বন্দির নাম জয়নাল গাজি ওরফে শরিফ। তার বাড়ি জয়নগরের বহরুর-গাজিপুরে। পুলিশ সূত্রের খবর, জয়নাল ২০০০ সালে তপসিয়া থানার কনস্টেবল রামযোগ সিংহকে বোমা ও গুলি মেরে খুন করে। তার বিরুদ্ধে রেল পুলিশের কাছে প্রায় এক ডজন ডাকাতির মামলাও ছিল।

চোলাই-সহ গ্রেফতার
কয়েক হাজার টাকার চোলাই ও বিদেশি মদ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপালনগরের সহিসপুর বাজার থেকে মুকুল বারুই নামে ওই ব্যক্তিকে ধরা হয়। তার কাছ থেকে রান্নার গ্যাসের কিছু ফাঁকা সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকাতেই তার বাড়ি। পুলিশ জানায়, ধৃত সিলিন্ডারগুলি মুকুল কোথা থেকে পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.