টুকরো খবর
জলমগ্ন এলাকা দেখতে বর্ধমানের কমিশনার
বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে এলেন বর্ধমান ডিভিশনের কমিশনার হরি রামালু। বৃহস্পতিবার তিনি মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুশান্ত চক্রবর্তী, জেলা দুর্যোগ মোকাবিলা আধিকারিক সত্যব্রত হালদার প্রমুখ। এ বারের বন্যায় পশ্চিম মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৪৫০ কোটি টাকা। এর মধ্যে কৃষি ক্ষেত্রে ক্ষতি হয়েছে প্রায় ২৮৫ কোটি, উদ্যান পালনে ক্ষতি হয়েছে প্রায় ১০৮ কোটি, ঘরবাড়ির ক্ষতি হয়েছে প্রায় ৪১ কোটি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হয়েছে, আর কী কী ত্রাণ সামগ্রী প্রয়োজন, বৈঠকে এ সব নিয়ে আলোচনা হয়। পরে দাসপুর-১, কেশপুরের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন কমিশনার। বৃহস্পতিবারও জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গোড়ায় জেলায় ১০৪টি ত্রাণ শিবির খুলতে হয়েছিল। বুধবার পর্যন্ত ১টি ত্রাণ শিবির চালু ছিল। শিবিরটি ছিল গোপীবল্লভপুর- ২ ব্লকের চর্চিতাতে। ত্রাণ শিবিরে থাকা মানুষজন বাড়ি ফেরায় বৃহস্পতিবার এই শিবিরটিও উঠে গিয়েছে।

পুরনো খবর:
ক্ষীরপাইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম ৮
ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ শুরু হল ক্ষীরপাই ব্লকে। এলাকা দখল নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-২ পঞ্চায়েতের গোপালপুরে দু’টি গোষ্ঠীর মধ্যে লড়াই বেধে যায়। ঘটনায় দু’পক্ষের ৮ জন জখম হয়েছেন। আহতরা ক্ষীরপাই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার ওসি আশিস জৈনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। দলের ব্লক সভাপতি চিত্ত পাল ঘটনার কথা স্বীকার করে বলেন, “ পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য।” দলীয় সূত্রে খবর, ক্ষীরপাই ব্লকে গোষ্ঠীকোন্দল দীর্ঘ দিনের। পঞ্চায়েত ভোটের আগে দফায়-দফায় ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, জেলা সভাপতি দীনেন রায়-সহ জেলা নেতৃত্ব দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন এবং গণ্ডগোল বন্ধ করতে কড়া নির্দেশ দেন। কিন্তু কিছু দিন শান্ত থাকার পর ফের গোষ্ঠীগুলির মধ্যে খেয়োখেয়ি শুরু হয়ে গিয়েছে। কিছু দিন আগেই মাংরুলে দু’পক্ষের গণ্ডগোলে দশ জন জখম হয়েছিলেন। এ বার গোপালপুরে বন্যার ত্রাণ বিলি, পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে স্থানীয় জয়ন্ত চৌধুরী এবং গোলাম মুস্থাফা গোষ্ঠীর মধ্যে কোন্দল শুরু হয়েছে।

বেআইনি নির্মাণ, গ্রেফতার তিন
মন্দারমণিতে রাতের অন্ধকারে বেআইনি হোটেললজ নির্মাণের অভিযোগে রামনগর থানার পুলিশ বৃহস্পতিবার তিন জনকে গ্রেফতার করল। তাঁদের কাঁথি আদালতে হাজির করে দিঘার সার্কেল ইন্সপেক্টর সমীর বসাক জানান, ধৃতরা সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে রাতের অন্ধকারে বেআইনি নির্মাণ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রামনগর থানার পুলিশ মন্দারমণিতে অভিযান চালিয়ে তিন জনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের বৃহস্পতিবার কাঁথি আদালতে হাজির করানো হলে বিচারক অবশ্য ধৃতদের জামিনে মুক্তির আদেশ দেন।

স্ত্রী খুনে জেল
স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে জেল হেফাজত হল স্বামীর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোদা রাস্তা এলাকায়। মৃতের নাম পাখি মুদি (৩৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আটচল্লিশের পরেশ মুদির সঙ্গে নানা প্রসঙ্গে অশান্তি লেগেই থাকত স্ত্রী পাখি মুদির। গত রবিবার বচসার সময় পরেশের লাঠির আঘাতে গুরুতর জখম হন পাখি মুদি। পাখিদেবীর মাথায় চোট লাগে। জখম অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার মারা যান পাখিদেবী। পরে তাঁর বাবা, ঈশ্বর মুদির অভিযোগের ভিত্তিতে পরেশকে ধরে পুলিশ। বৃহস্পতিবার ধৃতের ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।

নির্মল ভারত অভিযান
নির্মল ভারত অভিযান কর্মসূচি পালিত হল রামনগর-২ ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতে। বুধবার পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে এলাকার শৌচাগার প্রকল্পের কাজ দ্রুত শেষ করার উপর জোর দেওয়া হয়। এছাড়াও এলাকার প্রতিটি পরিবারে স্বাস্থ্য বিধান কর্মসূচি নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক মনোজ মল্লিক, রামনগর-২ পঞ্চায়েত সভাপতি অরুণ দাস, মৈতনা পঞ্চায়েত প্রধান সীমা সেনাপতি প্রমুখ।

ছাত্রের রহস্যমৃত্যু
এক স্কুলছাত্রের গলা কাটা উদ্ধার হল এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত শীলামপুর গ্রামের হুড়কুচিয়া খাল থেকে। মৃত বালকের নাম সুদীপ বর (১৩)। সুকোমলাবাবুর কথায়, “সামনেই পরীক্ষা থাকায় বৃহস্পতিবার ভোররাতে সুদীপ বাড়ির দাওয়ায় বসে পড়ছিল। হঠাৎ গোঙানির শব্দ শুনে বাইরে এসে দেখি ছেলে নেই।” পরে পাশের খাল থেকে সুদীপের গলাকাটা দেহ উদ্ধার হয়।

বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় তড়িদাহত হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিপ্লব কিস্কু (২৭)। বাড়ি খড়্গপুর টাউন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে তমলুক থানার খারুই গ্রামের ঘটনাটি ঘটে।

ছাত্রের দেহ খালে
অষ্টম শ্রেণির এক ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার হল। মৃতের নাম সুদীপ বর (১৩)। এগরা ২ ব্লকের শীলামপুর গ্রামে বাড়ি। বৃহস্পতিবার বাড়ির কাছেই হুড়কুচিয়া খাল থেকে দেহটি উদ্ধার হয়।


সামনেই পুরভোট। তার আগে জোরকদমে মেদিনীপুরের
বিধাননগরে চলছে দেওয়াল লিখন। ছবি: কিংশুক আইচ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.