অনুশীলনে মারামারি থামালেন ফালোপা
ই লিগ শীর্ষে থাকা সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগে সামান্য হলেও অশান্তির ছায়া মার্কোস ফালোপার শিবিরে।
লাল-হলুদ জার্সি গায়ে অবসর নিতে আসা দীপঙ্কর রায়ের সঙ্গে বৃহস্পতিবার অনুশীলনের সময়ই মারামারিতে জড়িয়ে পড়লেন অপেক্ষাকৃত জুনিয়র লালথালামুয়ানা রবার্ট। লাথি, চড়, ধাক্কাধাক্কি সবই চলল। কোচ মার্কোস ফালোপার সামনেই।
লাল-হলুদ কোচ অবশ্য এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। বিরক্ত হলেও অনুশীলনের পর দুই ফুটবলারের সঙ্গে কথা বলে তিনি ঝামেলা মিটিয়ে দিয়েছেন। বললেন, “এ ধরনের ঘটনা না হওয়াই ভাল। তবে ফুটবল মাঠে এ রকম ঘটনা ঘটেই থাকে। আমি দু’জনের সঙ্গেই কথা বলেছি। কোনও সমস্যা নেই। ”
বৃহস্পতিবার সকালে ইস্টবেঙ্গল মাঠে অনুশীলন ম্যাচ চলছিল। দীপঙ্কর একটি কড়া ট্যাকল করলে রেগে যান রবার্ট। তুলনায় জুনিয়র এই ফুটবলার প্রথমে লাথি মারেন দীপঙ্করকে। পালটা দীপঙ্করও চড় মারেন রবার্টকে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই অবশ্য ফালোপা হস্তক্ষেপ করেন। দলের বাকি ফুটবলাররা দু’জনকে টেনে নিয়ে গিয়ে শান্ত করেন। দীপঙ্কর বললেন, “আসলে আমি ওকে ট্যাকল করেছিলাম। ও এসে আমাকে পিছনে লাথি মারে। রবার্ট আমার থেকে অনেক ছোট। ওর আচরণে আমিও মেজাজ ঠিক রাখতে না পেরে পাল্টা চড় মারি।”
বিতর্কের তিন মুখ: দীপঙ্কর, রবার্ট ও মোগা।
ইস্টবেঙ্গল অনুশীলনে এরকম ঘটনা অবশ্য নতুন নয়। ট্রেভর মর্গ্যান জমানাতেই এ রকম ঘটনা দু’বার ঘটেছিল। এক বার টোলগে ওজবের সঙ্গে হাতাহাতি হয়েছিল গুরবিন্দর সিংহের। আর একবার মেহতাব হোসেন আর হরমনজিৎ খাবড়া নিজেদের মধ্যে গন্ডগোলে জড়িয়েছিলেন। ফালোপা ইস্টবেঙ্গলে কোচ হয়ে আসার পর অবশ্য এই প্রথম ফুটবলারদের মধ্যে মারামারি হল।
এ দিনের অনভিপ্রেত ঝামেলার থেকেও ফালোপা বেশি চিন্তিত বেঙ্গালুরু এফসি-কে নিয়ে। আই লিগে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ফ্রাঞ্চাইজি হিসাবে আই লিগে খেলতে আসা নতুন এই দল। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে ইস্টবেঙ্গল আই লিগের দ্বিতীয় ম্যাচেই ডেম্পোর কাছে জঘন্য ভাবে হেরেছে। সেই হারের ধারা অব্যহত ছিল এএফসি ম্যাচে কুয়েত এসি-র সঙ্গেও। সে জন্য বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে নামার আগে বেশ সাবধানী ব্রাজিলীয় কোচ। বললেন, “বেঙ্গালুরু ভাল দল। ওদের দলে শন রুনি, সুনীল ছেত্রীর মতো প্লেয়ার আছে। আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ আই লিগ পেতে হলে আর পয়েন্ট নষ্ট করলে চলবে না।” পাশাপাশি অবশ্য যোগ করলেন, “ওরা এখনও পর্যন্ত কোনও বাইরের ম্যাচ খেলেনি। এটাই ওদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। দেখা যাক কী হয়! আমরা কিন্তু খেলব ঘরের মাঠে।”
বেঙ্গালুরু এফসি-র সঙ্গে কল্যাণী যাওয়ার ধকলও চিন্তায় রাখছে ফালোপাকে। তাঁর দাবি, “কলকাতা থেকে কল্যাণী যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ। যেতেও প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। এই ধকল নেওয়ার পর ফুটবলাররা আর নিজেদের সেরাটা দিতে পারে না।”
এ দিন আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন জেমস মোগা। এএফসি কাপ সেমিফাইনালের শেষে লাল হলুদ সমর্থকদের সঙ্গে ঝামেলা করেন মোগা। বৃহস্পতিবার অনুশীলনের শেষে তাঁকে ঝামেলার কারণ জিজ্ঞেস করা হলে মোগা বলেন, “আমার মা-বাবা নিয়ে বাজে কথা বলায় প্রতিবাদ করেছি।” সমর্থকদের সঙ্গে বারবার ঝামেলায় পড়লে কি তিনি দেশ ছাড়বেন, সেই উত্তরে লাল হলুদের বিদেশি স্ট্রাইকার বলেন, “দেশ ছাড়লে ক্লাবেরই ক্ষতি। আমি পেশাদার ফুটবলার। ক্লাব ঠিক পেয়ে যাব।” যদিও ফালোপা প্রসঙ্গে কোনও কথা বলেননি মোগা।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.