ইউনাইটেডের আট ফুটবলার সুপার লিগে
ফুটবল আই এস এলে ম্যানেজার
হচ্ছেন তিন প্রাক্তন বিশ্বকাপার
ট্রেভর জেমস মর্গ্যান ইচ্ছে প্রকাশ করলেও এখনও তাঁর সঙ্গে চুক্তি করার আগ্রহ দেখায়নি নতুন টুর্নামেন্টের কর্তারা। কিন্তু বিশ্বের অন্যতম সেরা তিন প্রাক্তন তারকা বিশ্বকাপারের সঙ্গে চুক্তি করে ফেলল আইএমজি-রিল্যায়ান্স। তাদের নতুন টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগে এঁদের দেখা যাবে ‘মারকি ম্যানেজার’ হিসাবে। যাঁদের কাজ হবে কোচের সঙ্গে পুরো টিমের মেলবন্ধন ঘটানো।
স্কটল্যান্ডের সর্বকালের সেরা স্ট্রাইকার ও লিভারপুলের কিংবদন্তি তারকা কেনি ড্যালগ্লিশ, ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, ডিফেন্ডার মার্সেই দেসাই এবং ডেনমার্ক ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা গোলকিপার পিটার স্কিমিচেল বুধবারই চুক্তিবদ্ধ হলেন জানুয়ারিতে শুরু হতে যাওয়া আই এস এলে। টুর্নামেন্টের এক প্রভাবশালী কর্তা এ দিন মুম্বই থেকে ফোনে বললেন, “মুম্বই ইন্ডিয়ান টিমে জন রাইট বা অনিল কুম্বলের যা কাজ আমাদের টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজি টিমে কেনি, স্কিমিচেলদের কাজ হবে সেটাই। আরও পাঁচ ম্যানেজারের নাম দু’একদিনের মধ্যেই ঘোষণা করা হবে।”
ক্লাব জোটের বাধায় শুরুতে কিছুটা বাধা পেলেও ক্রিকেট আই পি এলের ঢংয়ে শুরু হতে যাওয়া আটশো কোটির হাই প্রোফাইল এই নতুন টুর্নামেন্ট শুরুতে কিছুটা বাধা পেয়েছিল। কিন্তু জানা গিয়েছে টুর্নামেন্টের টি ভি স্বত্ব দেড়শো কোটি টাকায় একটি নামী সংস্থা কিনে নেওয়ার পর সংগঠকরা হইহই করে নেমে পড়েছেন টিম তৈরিতে।
তিন বিশ্বকাপার। দেসাই, স্কিমিচেল ও ড্যালগ্লিশ
আর্জেন্তিনার হার্নান ক্রেসপো, ফ্রান্সের রবার্ট পিরেস ও লুই সাহা, ত্রিনিদাদের ডোয়াইট ইয়র্ক ও সুইডেনের ফ্রেডি লিউনবার্গের মতো তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে নতুন টুর্নামেন্টের। চেষ্টা চলছে থিয়েরি অঁরি, রোনাল্ডোর মতো সদ্য প্রাক্তন বিশ্বকাপারদের আইকন ফুটবলার হিসাবে নেওয়ার চেষ্টা চলছে।
সদ্য প্রাক্তন তারকা বিশ্বকাপারদের সঙ্গে চুক্তি করার পাশাপাশি এক সময়ের শক্তপোক্ত ক্লাব জোটেও ভাঙন ধরিয়েছেন সংগঠকরা। টাকা ও প্রভাব খাটিয়ে। জোটে ভাঙন ধরিয়ে মহমেডান আই এম জি আরের সঙ্গে চুক্তিবদ্ধ রহিম নবিদের সই করিয়েছে ইতিমধ্যেই। মোহনবাগান এবং ডেম্পোও সেই পথে হাঁটছে। সবথেকে বড় কথা একসঙ্গে নজিরবিহীনভাবে লালকমল ভৌমিক, সংগ্রাম মুখোপাধ্যায়, দীপক মণ্ডল-সহ ইউনাইটেডের আট ফুটবলার চুক্তি করেছেন নতুন টুর্নামেন্টে খেলার জন্য। অন্তত আই এম জি আর কর্তাদের দাবি সেরকমই। জানা গিয়েছে, আর্থিক অনটনে পড়ে যাওয়া ইউনাইটেড কর্তারা বাধ্য হয়েই এই পথে হেঁটেছেন। কারণ এতে তাদের ফুটবলারদের পাঁচ-ছয় মাসের মাইনে দিতে পারবেন ক্লাব কর্তারা।
আড়াই মাসের এই লিগের আট ফ্রাঞ্চাইজি কারা হবে তা ঠিক হবে ১২ নভেম্বর। ৩০ অক্টোবর থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে। জানা গিয়েছে, নামী বলিউড তারকা, ক্রিকেটার এহং কর্পোরেট কোম্পানি টিম কিনতে চাইছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.