|
|
|
তিন বিশ্বকাপার। দেসাই, স্কিমিচেল ও ড্যালগ্লিশ |
|
আর্জেন্তিনার হার্নান ক্রেসপো, ফ্রান্সের রবার্ট পিরেস ও লুই সাহা, ত্রিনিদাদের ডোয়াইট ইয়র্ক ও সুইডেনের ফ্রেডি লিউনবার্গের মতো তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে নতুন টুর্নামেন্টের। চেষ্টা চলছে থিয়েরি অঁরি, রোনাল্ডোর মতো সদ্য প্রাক্তন বিশ্বকাপারদের আইকন ফুটবলার হিসাবে নেওয়ার চেষ্টা চলছে।
সদ্য প্রাক্তন তারকা বিশ্বকাপারদের সঙ্গে চুক্তি করার পাশাপাশি এক সময়ের শক্তপোক্ত ক্লাব জোটেও ভাঙন ধরিয়েছেন সংগঠকরা। টাকা ও প্রভাব খাটিয়ে। জোটে ভাঙন ধরিয়ে মহমেডান আই এম জি আরের সঙ্গে চুক্তিবদ্ধ রহিম নবিদের সই করিয়েছে ইতিমধ্যেই। মোহনবাগান এবং ডেম্পোও সেই পথে হাঁটছে। সবথেকে বড় কথা একসঙ্গে নজিরবিহীনভাবে লালকমল ভৌমিক, সংগ্রাম মুখোপাধ্যায়, দীপক মণ্ডল-সহ ইউনাইটেডের আট ফুটবলার চুক্তি করেছেন নতুন টুর্নামেন্টে খেলার জন্য। অন্তত আই এম জি আর কর্তাদের দাবি সেরকমই। জানা গিয়েছে, আর্থিক অনটনে পড়ে যাওয়া ইউনাইটেড কর্তারা বাধ্য হয়েই এই পথে হেঁটেছেন। কারণ এতে তাদের ফুটবলারদের পাঁচ-ছয় মাসের মাইনে দিতে পারবেন ক্লাব কর্তারা।
আড়াই মাসের এই লিগের আট ফ্রাঞ্চাইজি কারা হবে তা ঠিক হবে ১২ নভেম্বর। ৩০ অক্টোবর থেকে দরপত্র জমা নেওয়া শুরু হবে। জানা গিয়েছে, নামী বলিউড তারকা, ক্রিকেটার এহং কর্পোরেট কোম্পানি টিম কিনতে চাইছে। |