টুকরো খবর |
প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬
নিজস্ব সংবাদদাতা |
উচ্চ আধিকারিকের সই জাল করে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগ উঠল জাতীয় গ্রন্থাগারের ছয় কর্মীর বিরুদ্ধে। গ্রন্থাগারের ডিরেক্টর (জেনারেল) কৃষ্ণকিশোর বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার লিখিত ভাবে এমনই অভিযোগ জানান আলিপুর থানায়। অভিযোগ, গ্রন্থাগারের এক আধিকারিকের সই নকল করে বছর কয়েক আগে ব্যাঙ্ক থেকে ঋণ নেন ওই সংস্থার ছয় কর্মী। অভিযোগের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানায়, ২০০৪-এ বোড়াল সমবায় ব্যাঙ্ক থেকে পাঁচ জন ও ২০১১ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তিলজলা শাখা থেকে এক জন নিজেদের জাতীয় গ্রন্থাগারের কর্মী বলে পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকা ঋণ নেন। ব্যাঙ্কে তাঁরা লিখিত জানান, কোনও কিস্তি দিতে না পারলে তা যেন তাঁদের বেতন থেকে কেটে নেওয়া হয়। এই শর্ত জমা দেওয়ার সময়ে ছ’জনই যে নথি ব্যাঙ্ককে দেন, তাতে গ্রন্থাগারের ক্যাশ ও বিল বিভাগের অধিকর্তা অরূপ পাত্রের সই ছিল। পুলিশ জানায়, এত দিন তাঁরা সময়মতো মাসিক কিস্তি জমা দিচ্ছিলেন। হঠাৎ এক মাসের কিস্তি সময়ে জমা না পড়ায় বিষয়টি নজরে আসে। এক পুলিশকর্তা জানান, কিস্তি জমা না পড়লে তা কর্মীদের বেতন থেকে কাটার কথা লেখা ছিল। ব্যাঙ্ক জাতীয় গ্রন্থাগারের সঙ্গে যোগাযোগ করলে কৃষ্ণকিশোরবাবু বিষয়টি জানতে পারেন। এর পরই সই নকলের অভিযোগ করেন। তিনি বলেন, “কিছু কর্মীর বিরুদ্ধে সই জালের অভিযোগ উঠেছে। পুলিশে জানিয়েছি।” আরও বলেন, “ব্যাঙ্ক ঋণ দিয়েছে। টাকা উদ্ধারের দায়িত্ব ওদেরই। গ্রন্থাগার কর্তৃপক্ষের কোনও ভূমিকা নেই।”
|
সোনা পাচার, ধৃত |
পায়ুদ্বারে লুকিয়ে সোনা আনতে গিয়ে আবার এক যাত্রী ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের শুল্ক দফতর সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তি অবতার সিংহ (৪৯) অমৃতসরের বাসিন্দা। তাঁর পায়ুদ্বার থেকে মোট এক কিলোগ্রোম ওজনের ৬টি সোনার টুকরো মিলেছে। যার বাজারদর প্রায় ৩২ লক্ষ টাকা। শুল্ক দফতর সূত্রে খবর, বুধবার সে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসে। বিমানবন্দরে তার হাঁটা-চলা দেখে সন্দেহ হয় শুল্ক দফতরের অফিসারদের। দীর্ঘক্ষণ জেরার মুখে সে সোনা আনার কথা স্বীকার করে।
|
মেট্রোয় ‘ঝাঁপ’ |
মেট্রোর লাইনে ‘ঝাঁপ’ দিয়েও অল্পের জন্য বেঁচে গেলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ, শ্যামবাজার স্টেশনে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম নাদিম আখতার। পুলিশের অনুমান, আত্মহত্যা করতেই সম্ভবত লাইনে ঝাঁপ দেন তিনি। তবে চালক দেখতে পেয়ে সময়মতো ব্রেক কষায় বেঁচে যান নাদিম। এই ঘটনার জেরে এ দিন সকাল সওয়া ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত মেট্রো চলাচল বিপর্যস্ত হয়। ওই সময় অবশ্য আপ লাইনে ভাগ করে মেট্রো চালানো হয়েছে বলে জানিয়েছেন মেট্রোকর্তারা।
|
দোকানে আগুন |
পুড়ে গেল ট্যাংরা থানা এলাকার গোবিন্দ খটিক রোডের একটি ঘর এবং দোকান। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। দমকলের দু’টি ইঞ্জিন ঘণ্টাখানেকে আগুন আয়ত্তে আনে। বাসিন্দাদের দাবি, পুড়ে যাওয়া ঘরটি একটি রাজনৈতিক দলের অফিস ছিল। এ দিনই সন্ধ্যায় এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়। এ নিয়ে দুই গোষ্ঠী থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। এই ঘটনার সঙ্গে আগুন লাগার কোনও সম্পর্ক রয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে বলে বৃহস্পতিবার এক পুলিশকর্তা জানিয়েছেন।
|
টাকা ‘চুরি’, ধৃত ৩ |
চুরির অভিযোগে তিন জন গ্রেফতার হয়েছে। বুধবার রাতে, গল্ফগ্রিন থেকে। ধৃতদের নাম চন্দন ঝা ওরফে বাবুয়া, রিনা ঝা এবং শেখ সুকুর। তারা পেশায় কাগজ কুড়ানি। দশমীর দিন গল্ফগ্রিনের একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে পুলিশ জেনেছে, কাগজ কুড়ানোর সময়েই বাড়িটির তালা ভেঙে ধৃতেরা এলসিডি টিভি, হোম থিয়েটার-সহ বহু জিনিস চুরি করে। চুরি যাওয়া সমস্ত জিনিসই উদ্ধার হয়েছে।
|
বিভাগীয় তদন্ত |
পুলিশের হাতাহাতির ঘটনায় নিউ টাউন থানার পুলিশকর্মীকে সাসপেন্ড ও লেদার কমপ্লেক্স থানার এএসআইকে পুলিশ লাইনে ক্লোজ্ড করা হল। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী বলেন, “কাজী জাহাঙ্গির নামে লেদার কমপ্লেক্স থানার অফিসারকে ক্লোজ্ড করে বিভাগীয় তদন্ত চলছে।” বিধাননগর কমিশনেটের এডিসিপি সন্তোষ নিম্বালকর বলেন, “গৌরাঙ্গ নাগ নামে নিউ টাউন থানার অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত হচ্ছে।”
পুরনো খবর: পথ-দুর্ঘটনা ঘিরে দুই থানার মধ্যে বচসা গড়াল হাতাহাতিতে |
ভ্যান ‘চুরি’, ধৃত |
ডেলিভারি ভ্যান চুরির অভিযোগে বুধবার গ্রেফতার হল এক ব্যক্তি। ধৃতের নাম শিবশঙ্কর দত্ত ওরফে বাপ্পা। পুলিশ জানায়, শনিবার জমা পড়া একটি ডেলিভারি ভ্যান চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেন লালবাজারের গোয়েন্দারা। বুধবার শিবশঙ্করের বাড়ি গিয়ে তাকে গ্রেফতার করেন। সোনারপুরের একটি ফাঁকা মাঠের পাশ থেকে উদ্ধার হয় গাড়িটি। অভিযুক্তকে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত দেয় বিচারক।
|
যুবক গ্রেফতার |
জানলা দিয়ে অন্যের ঘরে উঁকি মারার অভিযোগে বুধবার গ্রেফতার হল এক যুবক। ধৃত আসিফ পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডের বাসিন্দা। পুলিশ জানায়, ওই দিন ভোরে প্রতিবেশী এক মহিলার ঘরে উঁকি মারে আসিফ ও হায়দর নামে দুই যুবক। ওই মহিলা থানায় অভিযোগ জানালে আসিফকে ধরা হয়। ঘটনার পর থেকে হায়দর পলাতক।
|
কর্মী-বিক্ষোভ |
বকেয়া বোনাস-সহ সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার দাবিতে বৃহস্পতিবার রাজ্য ক্ষুদ্র সেচ নিগমের দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল প্রভাবিত ইউনিয়নের কর্মীরা। বিকেল ৩টে থেকে ৫ নম্বর মুস্তাক আহমেদ স্ট্রিটের দফতরে নিগমের ম্যানেজিং ডিরেক্টর রমাপ্রসাদ বিশ্বাসকে ঘেরাও করেন বিক্ষোভকারীরা।
|
নাবালিকাকে ‘ধর্ষণ’ |
৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। গত ২০ অক্টোবর ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর থানা এলাকায়। অভিযুক্ত অশোক মণ্ডল (৫০) পলাতক। বৃহস্পতিবার নাবালিকার মা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অশোককে ওই নাবালিকা দাদু বলে ডাকত। অশোকের খোঁজে তল্লাশি চলছে।
|
গাড়ি উদ্ধার |
জোড়াসাঁকোর অপহৃত যুবক মহম্মদ কাসিফ রাজার কোনও খোঁজ না মিললেও তার ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পশ্চিম বন্দর থানার পাশে পার্কিং লটে গাড়িটি মেলে। গাড়িটি কী ভাবে সেখানে গেল, অন্ধকারে গোয়েন্দারা। |
|