হাতে খেলনা রাইফেল, কিশোরকে মারল পুলিশ
ছর তেরোর ছেলেটার হাতে এ কে ৪৭, কোমরে হ্যান্ড গান। দেখেই সন্দেহ হয় পুলিশের। তারা প্রথমে হাত নেড়ে ইশারায় ছেলেটিকে রাইফেল নামিয়ে রাখার নির্দেশ দেয়। তখনও পুলিশ বোঝেনি বন্দুকধারী আসলে তেরো বছরের একটি ছেলে। তার পরে ফের তারা দু’বার চেঁচিয়ে বলে, বন্দুক নামাও। কিন্তু শুনতে পায়নি ছেলেটি।
পুলিশের দাবি, সে উল্টে তাদের দিকে রাইফেল তাক করে। এর পরেই পুলিশের দু’টো গুলি ফুঁড়ে দেয় তার শরীর।
অ্যান্ডি লোপেজ ক্রুজ।
ছবি: এপি।
পুলিশ এ কে ৪৭ ও হ্যান্ডগান উদ্ধারের পর দেখে, দু’টোই নকল। মঙ্গলবার উত্তর ক্যালিফোর্নিয়ার সান্টা রোসার এই ঘটনা আজ প্রকাশ্যে আসার পরে শুরু হয়েছে বিতর্ক।
১৩ বছরের ছেলেটির নাম অ্যান্ডি লোপেজ ক্রুজ। পুলিশ মঙ্গলবার ক্রুজকে মারার ঠিক আগের দিন, সোমবারই নেভাদার মিডল স্কুলে ১২ বছরের ছাত্র শিক্ষককে গুলি করে মেরেছে। পরে নিজের বন্দুকেই আত্মঘাতী হয় সে-ও। সান্টা রোসায় ছেলেটিকে এ কে ৪৭ হাতে ঘুরতে দেখে কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। এই ঘটনার তদন্ত করছেন লেফটেন্যান্ট পল হেনরি। তিনি জানিয়েছেন, অ্যান্ডির বাড়ির কাছের রাস্তায় টহল দিচ্ছিলেন দু’জন অফিসার। তাঁরা হঠাৎ এ কে ৪৭ হাতে ছেলেটিকে হাঁটতে দেখে সতর্ক হন। কিন্তু পুলিশ জানিয়েছে, অ্যান্ডিকে বন্দুক নামাতে বললেও সে কান দেয়নি। না হলে হয়তো ছেলেটির এই পরিণতি হত না। এক অফিসারের কথায়, “ও আমাদের দিকে রাইফেল তাক করায় আত্মরক্ষার জন্য গুলি চালাতেই হল।” তার পর ছেলেটিকে হাতকড়া পরিয়ে অ্যাম্বুল্যান্স ডাকা হয়।
নকল এ কে ৪৭ রাইফেলটি দেখিয়ে হেনরি বলছেন, আসল রাইফেলের তুলনায় এটি আয়তনে একটু ছোট। কিন্তু নকল বোঝাতে সাধারণত এই ধরনের খেলনায় একটা উজ্জ্বল কমলা রঙের একটা টুকরো আটকানো থাকে। হেনরির দাবি, এই খেলনা রাইফেলে সেটা ছিল না। তাঁর কথায়, “ঘটনাটি দুঃখজনক। অ্যান্ডির পরিবারের জন্য সমবেদনা।”
সে কথায় শান্ত হচ্ছেন না অ্যান্ডির বাবা-মা। তার বাবা রডরিগো জানিয়েছেন, স্যাক্সোফোন বাজাতে ভালবাসত ছেলে। বাস্কেটবল আর বক্সিংও পছন্দ করত। তাঁর কথায়, “ওরা আমার ছেলের সঙ্গে যা করেছে, সেটা ঠিক নয়।” আর ক্ষুব্ধ মা বলেন, “ফুটফটে ১৩ বছরের একটা ছেলে। কারও ক্ষতি করেনি ও। এক জন পূর্ণবয়স্ক মানুষ বন্দুক হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল না। ওরা আরও কয়েক বার বলতেই পারত, বন্দুক নামাও।”
অ্যান্ডির স্কুলের বন্ধুরাও খবরটা শুনে হতাশ। লরেন্স কুক মিডল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বলেছেন, “অ্যান্ডি খুব জনপ্রিয় ছিল। ওকে আমরা মিস করব।” অ্যান্ডিকে যেখানে গুলি করেছিল পুলিশ, সেই জায়গায় বুধবার একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.