শ্লীলতাহানির চেষ্টা, যুবক ধৃত আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
শ্লীলতাহানির চেষ্টা ও গয়না ছিনতাইয়ের চেষ্টা করার অভিযোগে কুলটি থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে কল্যাণেশ্বরী এলাকা ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শঙ্কর নুনিয়া। তিনি কল্যাণেশ্বরী মন্দির সংলগ্ন এলাকার একটি দোকানের মালিক। কুলটি থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নিয়ামতপুরের হরিজন পাড়ার বাসিন্দা শকুন্তলা রুইদাস। শকুন্তলাদেবী পুলিশের কাছে লিখিত অভিযোগে জানান, বুধবার সন্ধ্যায় তিনি ও তাঁর পরিবারের লোকজন কল্যাণেশ্বরীতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাঁরা যে গাড়িতে চেপে গিয়েছিলেন, সেই গাড়িটি শঙ্করবাবুর দোকানের সামনে দাঁড় করানো ছিল। অনুষ্ঠান শেষে ফেরার সময় গাড়িতে চাপতে যেতেই শঙ্করবাবু ও আরও কয়েক জন তিনি ও পরিবারের অন্য মহিলাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের শ্লীলতাহানির চেষ্টা ও গয়না ছিনতাইয়ের চেষ্টা করা হয়ে বলেও অভিযোগ। চেঁচামেচিতে আশপাশের মানুষজন এলে পালায় অভিযুক্ত। পুলিশ গভীর রাতে শঙ্করবাবুর বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে তাকে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
জুয়ার ঠেক বন্ধের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এলাকায় নিয়মিত বসে জুয়ার ঠেক। ফলে দিন দিন বাড়ছে সমাজবিরোধী কাজকর্ম। এমন অভিযোগ এনে এলাকাবাসী সম্প্রতি আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাসের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বারাবনি থানার ভানোড়া কোলিয়ারি সংলগ্ন এলাকায় একাধিক জুয়ার ঠেক বসে। জুয়ার টাকার ভাগ নিয়ে হয় মারামারিও। জুয়ার ঠেক বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা। মহকুমাশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। বিক্ষোভকারীদের তরফে চিন্টু ভুঁইয়া অভিযোগ করেন, কোলিয়ারি সংলগ্ন এলাকায় তিনটি বড় জুয়ার ঠেক চলে। সমাজবিরোধীরা সেগুলি চালায়। কোলিয়ারির কিছু লোক এখানে জুয়া খেলেন। স্থানীয় মানুষজন ভয়ে প্রতিবাদ করতে পারেন না। তাঁর অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে অনেকে লাঞ্ছিত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু বার পুলিশ এলাকায় অভিযানে এলেও ধরতে পারেনি কাউকে। কারণ পুলিশ আসার কথা আগাম জেনে গিয়ে পালিয়ে যায় সমাজবিরোধীরা। মহকুমাশাসক অমিতাভবাবু জানান, নিয়মিত পুলিশি টহল বাড়িয়ে জুয়ার ঠেকগুলি বন্ধের ব্যবস্থা হবে।
|
অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের জেমুয়ার কাছে কুনুর নদীর চর থেকে উদ্ধার হয় দেহটি। বয়স আনুমানিক ৩৫ বছর। গলায় রয়েছে ক্ষতচিহ্ন। পুলিশ মৃতের নাম, পরিচয় জানার চেষ্টা করছে। অন্য কোথাও খুন করে মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান পুলিশের।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি প্রথমে দেখতে পান। দেহের উর্দ্ধাংশ জলে ডুবে ছিল। প্রথমে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ওই এলাকাটি কাঁকসা থানার অন্তর্গত হওয়ার জন্য কাঁকসা থানার পুলিশ দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
|
ধৃত দুই দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
মোবাইল চুরি করার সময় দু’জনকে ধরে ফেলল জনতা। তাঁরা মারধর করে পুলিশের হাতে ওই দু’জনকে তুলে দেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার জামুড়িয়ার হাটতলায়। ধৃতদের নাম বিক্কি কুমার ও রমেশ চৌধুরী। তাদের বাড়ি জামুড়িয়ার বাউড়িপাড়া এবং কালিমন্দিরের কাছে। অভিযোগ, এ দিন সকালে হাটে সব্জি কিনছিলেন এক যুবক। তাঁর পিছন পকেট থেকে তাঁর মোবাইলটি বের করছিল এক দুষ্কৃতী। তার সঙ্গে আরও একজন ছিল। অন্য ক্রেতাদের চোখে পড়ে গেলে তাঁরা মারধর করেন তাঁদের।
|
নদীর চরে মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের জেমুয়ার কাছে কুনুর নদীর চর থেকে উদ্ধার হয় দেহটি। বয়স আনুমানিক ৩৫ বছর। গলায় রয়েছে ক্ষতচিহ্ন। পুলিশ মৃতের নাম, পরিচয় জানার চেষ্টা করছে। অন্য কোথাও খুন করে মৃতদেহটি ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা দেহটি প্রথমে দেখতে পান। দেহের উর্দ্ধাংশ জলে ডুবে ছিল। প্রথমে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ওই এলাকাটি কাঁকসা থানার অন্তর্গত হওয়ার জন্য কাঁকসা থানার পুলিশ দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম রাজেশ রুইদাস (৪৫)। বুধবার সকালে তিনি রিকশা চালিয়ে রানিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিলেন। নেতাজি সুভাষ বসু রাস্তায় একটি লরি তাঁকে ধাক্কা মারে। আসানসোল হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার অন্যত্র স্থানান্তরের সময়ে রাস্তায় তাঁর মৃত্যু হয়। |