দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগের বৃহস্পতিবারের খেলায় এবিএল রিক্রিয়েশন ক্লাব ৪-০ গোলে রবীন্দ্রভবনকে হারায়। নেহরু স্টেডিয়ামের এই খেলায় নন্দদুলাল সর্দার দু’টি, সঞ্জয় সিংহ ও প্রসেনজিৎ সরকার একটি করে গোল করেন। এএসপির মাঠে সেল আবাসন ও সি-জোন স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। সেলের অনিল কোড়া ও সি-জোনের হয়ে সুজন বাউড়ি গোল করেন।
|
ক্রিকেট প্রশিক্ষকদের দু’দিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে। সিএবি পরিচালিত ওই শিবিরে যোগ দেন বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের ৩০ জন প্রশিক্ষক। প্রশিক্ষণ দেন দুই প্রাক্তন ক্রিকেটার দত্তাত্রেয় মুখোপাধ্যায় ও দেবোপম সরকার। দত্তাত্রেয় বলেন, “জেলায়-জেলায় ঘুরে স্থানীয় প্রশিক্ষকদের উন্নত ধরনের নানা কলাকৌশল হাতেকলমে শেখাচ্ছি আমরা। জেলার ক্রিকেটারেরা যাতে ক্রিকেটের প্রাথমিক জ্ঞানটুকু সঠিক ভাবে রপ্ত করতে পারেন, সেই লক্ষ্যেই সিএবি এই ধরনের প্রশিক্ষন শিবিরের আয়োজন করেছে।”
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সুপার লিগে বৃহস্পতিবার এবিএল রিক্রিয়েশন ক্লাব ৪-০ গোলে রবীন্দ্রভবনকে হারায়। নেহরু স্টেডিয়ামের এই খেলায় নন্দদুলাল সর্দার দু’টি, সঞ্জয় সিংহ ও প্রসেনজিৎ সরকার একটি করে গোল করেন। এএসপির মাঠে এ দিনের খেলায় সেল আবাসন ও সি-জোন স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়েছে।
|
ঘুষিক বিবেকানন্দ ক্লাব আয়োজিত ফুটবলে বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হয় আড়াডাঙা এমবিজি। ডামরা হাটতলা মাঠে তারা ভিকেডিকে ২-০ গোলে হারিয়ে দেয়।
|
চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত দেবাশিস ঘটক স্মৃতি ফুটবলে বৃহস্পতিবারের খেলায় জয়ী হল জোগ্রাম। চিচুড়িয়া মাঠে তারা কাজোড়া ইয়ং স্টারকে ২-০ গোলে হারায়।
|
গোদা নজরুল স্মৃতি সঙ্ঘ পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজনন্দিনী ক্লাব। বৃহস্পতিবার তারা টাইব্রেকারে ৩-২ গোলে সবুজ সঙ্ঘকে হারায়। ওই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল। |