টুকরো খবর
নাম ঘোষণা হল
পুরসভা উপ-নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল কোচবিহার জেলা বামফ্রন্ট। বুধবার জেলা সিপিএম দফতরে সাংবাদিক বৈঠক করে কোচবিহার পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড ও দিনহাটা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবেসপিএমের শুভব্রত সেনগুপ্ত ও ফরওয়ার্ড ব্লকের স্বপ্না ভৌমিক বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “উপনির্বাচনে দুটি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী।” কোচবিহার পুরসভার ২০টি আসনের মধ্যে বামেদের দখলে ৯টি ও তৃণমূলের ১০টি। গত নির্বাচনে জয়ী এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে আসন খালি হয়। দিনহাটা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডটিও ফরওয়ার্ড ব্লকের জয়ী প্রার্থীর মৃত্যুতে খালি হয়েছে।

বিসর্জনে সংঘর্ষ ইসলামপুরে
ইসলামপুর থানার গত বছরের কালীপুজোর প্রতিমা বিসজর্ন দেওয়ার সময়ে পুলিশ কর্মীদের সঙ্গে এলাকাবাসীদের সংঘর্ষে বুধবার উত্তেজনা ছড়ায় চোপড়ার রাঙাগছ এলাকায়। এ দিন বিকালে প্রতিমা বিসর্জনের জন্য চোপড়া থানার রাঙাগছের ডক নদীতে নিয়ে যান পুলিশকর্মীরা। সকলেই সাদা পোশাকে ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। সে সময়ে পাড়ে জড়ো হয়ে থাকা স্থানীয় একাংশ যুবকদের সঙ্গে পুলিশকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। ঘটনায় ২ পুলিশকর্মী সহ ৬ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জখমদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের অভিযোগ, কয়েকজন স্থানীয় যুবক নদীর পাড়ে বসে জুয়া খেলছিল। তাদের বাধা দিতে গেলে পুলিশকর্মীদের উপর চড়াও হয়। এলাকাবাসীর পাল্টা অভিযোগ, পুলিশকর্মীরা প্রতিমা বিসর্জন দিতে এসে স্থানীয় যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুলিশকর্মীরাই মারধর করেছে বলে বাসিন্দাদের দাবি। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “বিষয়টি তদন্ত করে ব্যবস্থা হবে। পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে পদক্ষেপ করা হবে।”

বোর্ড গঠন বালুরঘাটে
আজ, বৃহস্পতিবার বালুরঘাট পুরসভার বোর্ড গঠন হবে। বুধবার মহকুমা শাসক সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছে, পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ২৫ আসনের বালুরঘাট পুরসভায় এবার ভোটে তৃণমূল এককভাবে ১৪টি আসনে জিতেছে। গত ৪৪ বছর ধরে বালুরঘাট পুরসভা আরএসপির দখলে ছিল। তৃমূল সূত্রের খবর, চেয়ারম্যান নির্বাচন নিয়ে দলের মধ্যে টানাপোড়েনের জেরে বুধবার রাত অবধিও কে ওই পদে বসবেন তা পরিস্কার হয়নি। এদিন রাত অবধি দফায় দফায় বৈঠক করেছেন দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। তিনি জানান, সবাই মিলে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাজ্য নেতৃত্বের নির্দেশে পুরভবনে কৃষিমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা হবে। খাম ছিঁড়ে তাতে লেখা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম কৃষিমন্ত্রী জানিয়ে দেবেন।

সীমান্ত পরিদর্শন
বুধবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফের উত্তরবঙ্গ রেঞ্জের আইজি এসকে সুদ। এদিন তিনি বাগডোগরা থেকে সেনা হেলিকপ্টারে করে বালুরঘাটে পৌঁছান। এরপর তিনি সড়ক পথে হিলি যান। তিনি এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের সিধাই, মথুরাপুর এলাকাগুলি পরিদর্শন করেন হিলিতে কাঁটাতারবিহীন বেশ কিছু এলাকা দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান বেড়ে চলায় তা সরজমিনে খতিয়ে দেখতেই আইজির এই সফর বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.