কর্মসংস্থানের দু’টি প্রকল্পে ভুয়ো বিল দাখিল করে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার বিরুদ্ধে প্রায় সোয়া ২ কোটি টাকার তছরূপের অভিযোগ তুলল কংগ্রেস। বুধবার জেলা কংগ্রেসের তরফে জানানো হয়, পুরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চাওয়া হবে। অভিযোগ, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের শহর এলাকায় কর্মসংস্থানের ২টি প্রকল্পে পুর কর্তৃপক্ষ গত ২০১১ সালের জুলাই মাস থেকে চলতি বছরের ২০১৩ সালের অগস্ট মাস পর্যন্ত প্রায় সওয়া ২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। বেকার যুবক যুবতীদের ওই প্রকল্পে সাফাই, নিকাশি, পথবাতি মেরামত সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ না করিয়ে বিধি ভেঙে ঠিকাদার সংস্থাকে বরাত দিয়ে কাজ করিয়ে ভুয়ো বিল দাখিল করা হয়েছে বলে অভিযোগ। জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক অভিজিৎ দে ভৌমিক অভিযোগ করে বলেন, “কেন্দ্র এবং রাজ্য সরকার কর্মসংস্থান প্রকল্পে সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। অথচ কোচবিহার পুরসভা ভুয়ো বিল দাখিল করে প্রায় সওয়া দুই কোটি টাকা তুলে নিয়েছে। মুখ্যমন্ত্রীকে গোটা ঘটনা জানিয়ে বৃহস্পতিবার ফ্যাক্স পাঠানো হবে।” যদিও পুরসভার তৃণমূল চেয়ারম্যান বীরেন কুণ্ডুু অবশ্য অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “নিয়মমেনেই ওই প্রকল্পের টাকা খরচ করা হয়েছে। যে বেকার যুবকেরা প্রকল্পে কাজ করেছেন তার তালিকা সহ তথ্য প্রমাণ নথিভুক্ত রয়েছে।” দেড় দশক ধরে কংগ্রেসের দখলে থাকা পুরসভার চেয়ারম্যান বীরেন কুণ্ডু মাস দুয়েক আগে পুরসভার সব কংগ্রেস কাউন্সিলরদের নিয়ে তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই চাপান-উতোর শুরু হয়েছে। |