হঠাৎ পরিদর্শনে সমিতির সভাপতি
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
কোথাও সময়ের আগেই অফিস বন্ধের তোড়জোড়, কোথাও মাসের পর মাস কোনও কর্মীর হাজিরা খাতায় সই নেই। তাঁর এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস পরিদর্শনে গিয়ে এমনই দেখলেন কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। তিনি বলেন, “গ্রাম পঞ্চায়েতগুলিতে কাজ কেমন হচ্ছে দেখতে মঙ্গলবার দুপুরের পরে আমি আচমকা বেরিয়ে পড়ি। গৌরাঙ্গডি পঞ্চায়েতে দেখি, এক কর্মীর মে মাসের পর থেকে হাজিরা খাতায় কোনও সই নেই!” খোঁজ নিয়ে সৌমেনবাবু জানতে পারেন, ওই কর্মী কাজ করলেও হাজিরা খাতায় সই করেন না। কারণ তিনি ‘ফিল্ডে’ ডিউটিতে থাকেন। সৌমেনবাবুর কথায়, “কোনও কর্মী ফিল্ড-ডিউটিতে থাকলে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর করবেন নাএ রকম কোনও বিধি আছে কি না, আমি বিডিওকে দেখতে বলেছি।” মণিহারা পঞ্চায়েতে দেখা যায় সময়ের আগেই অফিস বন্ধ হচ্ছে। সৌমেনবাবু বলেন, “ছুটি হওয়ার আগে পৌঁছে দেখি অফিস বন্ধ হচ্ছে। আমি কর্মীদের বলেছি নির্দিষ্ট সময় অবধি কাজ করতে হবে।” ওই পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর মাহাতো বলেন, “পঞ্চায়েত এলাকায় একটি কজওয়ে নির্মাণের কাজ হচ্ছে। আমি সেই কাজ পরিদর্শনে গিয়েছিলাম। অন্য কর্মীদেরও সেখানে কাজ দেখতে চাইলে যেতে বলেছিলাম। তাই বিকেলের দিকে তাঁরা ওই জায়গায় যাচ্ছিলেন।” তবে, এ বার থেকে অফিস ফাঁকা করে কেউ কোথাও যাতে কাজে না যান, তা তিনি দেখবেন বলে প্রধান জানিয়েছেন। কাশীপুরের বিডিও তপন ঘোষাল বলেন, “আমি বিষয়টি জেনেছি। যুগ্ম-বিডিওকে গৌরাঙ্গডি পঞ্চায়েতে তদন্তে পাঠানো হয়েছে। কোনও কর্মী ফিল্ডে ডিউটিতে থাকতেই পারেন। কিন্তু, কেন হাজিরা খাতায় সই করবেন না তা বোধগম্য নয়।”
|
ডাকঘরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
একাধিক অভিযোগে পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার মানবাজার থানার পিড়রগড়িয়া ডাকঘরের ঘটনা। দুপুর দু’টো নাগাদ পুলিশি হস্তক্ষেপে পোস্টমাস্টার রিমা দত্ত মুক্ত হন। পিড়রগড়িয়ার লাগোয়া গ্রামের বাসিন্দা লাগদাগোড়ার ভক্তরঞ্জন মণ্ডল, গৌতম মণ্ডলদের অভিযোগ, “একশ দিন কাজের প্রকল্পের টাকা তুলতে এসে এই ডাকঘর থেকে আমরা প্রায় দিনই খালি হাতে ফিরে আসছি। কখনও শুনতে হয় টাকা নেই, কখনও বলা হয়, লাইনে দাঁড়ানো লোকেরাই টাকা পাবেন। বাকিরা আজ পাবেন না। কাজ করেও টাকা না পেয়ে বেশ কয়েক বার ফিরে যেতে আমরা বাধ্য হয়েছি।” শুকরাডি গ্রামের বাসিন্দা দুখী সরেনের অভিযোগ, “বার্ধক্যভাতার টাকা তুলতে গিয়ে কয়েক বার ফেরত এসেছি। প্রায় এক কিলোমিটার হেঁটে ডাকঘরে আসতে হয়। কষ্ট হয়। ওই টাকা না পেলে সংসারের নুন-তেল কেনার পয়সা থাকে না।” পোস্টমাস্টার রিমা দত্ত বলেন, “শাখা ডাকঘরে ১৫ হাজার টাকার বেশি রাখতে পারি না। যাঁরা আগে লাইনে থাকেন, তাঁদের টাকা দেওয়ার পরেও অনেকে থাকেন। তাঁদের পরের দিন আসতে বলি। কিন্তু, টাকা না দেওয়ার অভিযোগ ঠিক নয়।” মানবাজার সাব পোস্ট অফিসের পোস্টমাস্টার বিভূতি মাহাতো বলেন, “মানবাজারের অধীনে ৩৩টি শাখা ডাকঘর আছে। প্রায় সব জায়গায় একই সমস্যা। পঞ্চায়েত থেকে ড্রাফট আমাদের অফিসে জমা হয়। ওই ড্রাফট জেলার প্রধান ডাকঘরে পাঠানোর পরেই আমরা টাকা পাই। এতে বেশ সময় লেগে যায়।” তাঁরও দাবি, নিয়ম অনুসারে শাখা ডাকঘরে এক দিনে ১৫ হাজার টাকার বেশি পাঠানো যায় না। ফলে পদ্ধতির কারণেই শাখা ডাকঘর থেকে টাকা পেতে দেরি হয়।
|
পাত্রসায়রে তৃণমূল কর্মী খুনে ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
তৃণমূল কর্মী নবকুমার ঘোষকে খুনের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন বিধান বিশ্বাস, মধুসূদন বাগদি, অর্জুন বাগদি, লক্ষণ বাগদি ও কার্তিক বাগদি। তাঁরা সকলেই পাত্রসায়র থানার গ্যারোলডাঙা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে বাড়ি থেকে তাঁদের ধরা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “ওই খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় ধৃত পাঁচ জনের নাম রয়েছে। বাকিরা পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে।” পাত্রসায়রের নেত্রখণ্ড মৌজায় গ্যারোলডাঙা গ্রামের পাশে একটি খেলার মাঠ দখলকে কেন্দ্র করে রবিবার বিকেলে দুই গ্রামের কমবয়সী ছেলেদের মধ্যে মারপিট হয়। তারই জেরে ধানখেতে চড়াও হয়ে নেত্রখণ্ডের বাসিন্দা নবকুমারবাবুকে সোমবার সকালে টাঙ্গি দিয়ে কোপানো হয়। জখম অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে বর্ধমানের কাছে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার নিহতের ভাই কানন ঘোষ, গ্যারোলডাঙা গ্রামের সুকুমার বাগদি, ভৈরব বাগদি-সহ ৩০ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতদের বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে তাদের ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুটি দুর্ঘটনাই ঘটে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের উপরে, হুড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই দিন দুপুরে জামবাদ গ্রামের কাছে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধকে হুড়ামুখী একটি গাড়ি ধাক্কা মারলে তিনি জখম হন। বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবারই লালপুর মোড়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে যশোদা বাউরি (২১) নামে এক তরুণী সাইকেল নিয়ে রাস্তা পার হতে গেলে বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়ামুখী একটি লরি তাঁকে পিষে দেয়। যশোদার বাড়ি স্থানীয় চাকলতা গ্রামে। ঘাতক দু’টি গাড়িকেই আটক করেছে পুলিশ।
|
দুই প্রাচীন মুদ্রা পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর থানার দ্বারিকা গ্রামে। পাশের জয়কৃষ্ণপুর গ্রামে কয়েক জনকে ধাক্কা মেরে দ্রুতবেগে ছুটে যাচ্ছিল একটি গাড়ি। ধাওয়া করে দ্বারিকা গ্রামে সেটিকে আটক করে পুলিশ ডেকে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, গাড়িতে ছিল ইঁদপুর গ্রামের শ্রীকান্ত মণ্ডল ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নন্দ মণ্ডল। তাদের ব্রিফকেসে একটি প্রাচীন মুদ্রা মেলে। কোথায় কী উদ্দেশ্যে সেটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে পুলিশ দু’জনকে জেরা করছে।
|
বর্ধমানের সেহারাবাজার গরুর হাট থেকে দুই গরু পাচারকারীকে গ্রেফতার করল কোতুলপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত শেখ জাকারিয়া ও মহিদুল মল্লিকের বাড়ি কোতুলপুরের রাধাদামোদরপুর গ্রামে। তারা এখান থেকেই দু’টি গরু চুরি করে ওই হাটে বিক্রি করতে গিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের ধরে। |