টুকরো খবর
চাষে ক্ষতি, পরিদর্শনে কৃষি প্রতিমন্ত্রী

দাসপুরে কৃষিপ্রতিমন্ত্রী বেচারাম মান্না।

সদর ব্লকের চকদৌলতে ত্রাণ বিলি মন্ত্রীর।
বন্যা পরিস্থিতির ফলে এ বার চাষে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জেলায় আসেন কৃষি দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। দাসপুর ১, কেশপুর, মেদিনীপুর সদর ব্লকের কয়েক’টি এলাকা পরিদর্শন করেন তিনি। শুরুতে যান দাসপুর ১-এর বালিপোতায়। সেখান থেকে আসেন কেশপুরের হাজিচকে। তারপর ঝেঁতল্যায়। পরে মেদিনীপুর সদরের চকদৌলতে। জেলায় এসে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। তাঁর কথায়, “প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জেলা থেকে রিপোর্ট গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। বন্যা কবলিত জেলার কৃষি আধিকারিকদের নিয়ে ২৫ অক্টোবর বৈঠকে এবিষয়ে আলোচনা হবে।” পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। কয়েক’টি এলাকায় তিনি এ দিন ত্রাণ বিলি করেন। বুধবার জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। বন্যা পরিস্থিতির মোকাবিলায় শুরুতে সবমিলিয়ে ১০৪টি ত্রাণ শিবির খুলতে হয়েছিল। বুধবার ত্রাণ শিবিরের সংখ্যা কমে ১টি হয়েছে। । পরিস্থিতি খতিয়ে দেখে জেলা প্রশাসন মনে করছে, নতুন করে ভারী বৃষ্টিপাত না- হলে পরিস্থিতির উন্নতিই হবে।

কাজ করেও টাকা বকেয়া ঠিকাদারদের
জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের কাজ করেও টাকা পাচ্ছেন না ঠিকাদারেরা। অভিযোগ, সংশ্লিষ্ট সব মহলে বারবার আবেদন জানিয়েও গত প্রায় এক বছর ধরে টাকা না পাওয়ায় আর্থিক সঙ্কটে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পে জেলার কয়েকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন শয্যা চালু করা, সংক্রামক ব্যাধি ও শিশুদের জন্য পৃথক কক্ষ নির্মাণ এবং চিকিৎক-নার্সদের জন্য কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। কিছু কাজ এখনও চলছে। প্রকল্পের জন্য অর্থ দিচ্ছে মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০৯ সালে ভগবানপুর-২ ব্লকের বড়বেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পেয়েছেন হলদিয়ার এক ঠিকাদার কাজী সামসুল আলম। তিনি জানান, ৭৩ লক্ষ টাকার প্রকল্পে তিনি সমস্ত কাজ শেষ করার পর ২০১২ সালের অগস্ট মাসে তা জেলা স্বাস্থ্য দফতরকে হস্তান্তরও করে দেন। তিনি বলেন, “হস্তান্তরের আগে পর্যন্ত আমি জেলা পরিষদের কাছ থেকে মোট ৪৭ লক্ষ টাকা পেয়েছি। এখনও ২৫ লক্ষ টাকা বকেয়া রয়েছে। জেলা পরিষদ, স্বাস্থ্য ভবন বিভিন্ন মহলে বারবার দরবার করেও কোনও কাজ হয়নি।” জেলা পরিষদ সূত্রে খবর, টাকা পাওয়ার জন্য কয়েকজন ঠিকাদার আবেদন করেছেন। সমস্যা ও অভিযোগের কথা স্বীকার করে জেলা পরিষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কুনাল ঘোষ বলেন, “ কয়েকজন ঠিকাদারের প্রায় সাড়ে তিন কোটি টাকা বকেয়া রয়েছে। কিন্তু আমাদের কাছে এখনও টাকা আসেনি। টাকা এলেই ঠিকাদারদের প্রাপ্য দিয়ে দেওয়া হবে।”

দেহ ঘিরে চাঞ্চল্য
এক প্রৌঢ়ার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সুতাহাটা থানা এলাকার ঢেকুয়ায়। চৈতন্যপুর-কুঁকড়াহাটি রাস্তার ধারে ওই গ্রামের মাইতি পাড়ার কাছে একটি নয়ানজুলিতে বছর পঞ্চান্নর ওই মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য হলদিয়া মহকুমা পাঠায়। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কোনওভাবে জলে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে।

যৌন নির্যাতনের অভিযোগে ধৃত
খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে এনে যৌন নিযার্তন করার অভিযোগে গ্রেফতার হলেন বৃদ্ধ। ধৃতের নাম মহম্মদ আলি শাহ। রবিবার সন্ধ্যায় কাঁথি দেশপ্রাণ ব্লকের রঘুরামপুর গ্রামের ঘটনা। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে হাজির করা হলে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেল হাজতের নির্দেশ হয়। এই ঘটনার প্রতিবাদে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কাঁথি থানার আইসি-র কাছে ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।

জয়ী ভবানীপুর
পিএসএ কাপ ফুটবলে চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল খেলাটি বুধবার অনুষ্ঠিত হল পানিপারুল হাইস্কুলের মাঠে। খেলায় ঝাড়খণ্ড একাদশকে ২-১ গোলে হারায় ভবানীপুর সঙ্ঘশ্রী সঙ্ঘ। আগামীকাল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে ভবানীপুর মুখোমুখি হবে পাঁশকুড়া একাদশের। আগামী শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালের খেলা হবে বেলঘরিয়া একাদশ ও রাধামোহনপুর স্পোটর্সের মধ্যে। আগামী শনিবার ফাইনাল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.