|
|
|
|
হয়রানি তমলুকে |
ভোটার তালিকার শুনানি বাতিল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ভোটার তালিকায় নাম তোলার জন্য বুধবার নোটিস দিয়ে শুনানি ডাকার পরও তা বাতিলের অভিযোগ উঠল তমলুকের ব্লক প্রশাসনের বিরুদ্ধে।
নির্বাচন দফতরের নোটিসে বুধবার সকাল ১১টায় তমলুক শহরের কয়েক’টি বুথের আবেদনকারীদের শহরের হাসপাতাল মোড়ে রাজ্য পূর্ত দফতরের (সড়ক) জেলা নির্বাহী বাস্তুকারের অফিস ভবনের এক ঘরে ডাকা হয়েছিল। সময় মতো ওই অফিসে এসে জড়ো হন কয়েকশো বাসিন্দা। কিন্তু নির্দিষ্ট সময় পরও ওই শুনানির
জন্য নির্বাচন দফতরের কোনও আধিকারিক বা কর্মী না আসায় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ফিরে যান। তাঁদের অভিযোগ, শুনানি বাতিল করার কথা তাঁদের জানানো হয়নি। ফলে অযথা হয়রানি হয়েছে।
এ দিন সকালে তমলুকের ওই অফিসে সপরিবারে গিয়েছিলেন শহরের শঙ্করআড়ার বাসিন্দা নারায়ণ দাসভৌমিক। রাজ্য প্রাণিসম্পদ দফতরের সদ্য অবসরপ্রাপ্ত আধিকারিক নারায়ণবাবু বলেন, “কর্মসূত্রে বীরভূমে ছিলাম। সেখানের ভোটার তালিকায় পরিবারের নাম ছিল। এ বার তমলুক শহরে তা স্থানান্তরের জন্য আবেদন করেছিলাম। শুনানির জন্য আমি ও আমার স্ত্রী জেলা নির্বাচন দফতরের নোটিস অনুযায়ী নির্বাহী বাস্তুকারের অফিসে গিয়েছিলাম। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও নির্বাচন কমিশনের কোনও আধিকারিকের দেখা মেলেনি।” তাঁর অভিযোগ, “শুনানি বাতিল করার বিষয়ে নোটিস দেওয়ার সৌজন্যটুকুও দেখানো হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রাজ্য আধিকারিককে অভিযোগ জানিয়েছি।” নারায়ণবাবুর মতো ভোটার তালিকায় স্থান পরিবর্তনের জন্য শুনানিতে এসেছিলেন তমলুকের বাসিন্দা, গৃহবধূ শিখা দে। তিনি বলেন, “নির্ধারিত সময়ে এসে দেখি শুনানি হচ্ছে না। কেন হচ্ছে না, তা-ও জানানো হয়নি। বাধ্য হয়ে ফিরে আসি।”
এ দিন শুনানি বাতিল হওয়া প্রসঙ্গে ব্লক নির্বাচন আধিকারিক তথা তমলুক ব্লকের বিডিও মধুমালা নন্দী বলেন, “বন্যার জন্য শুনানি বাতিল করা হয়েছে। সেই খবর গত ১৯ অক্টোবর নোটিস দিয়ে জানানো হয়েছিল। তমলুক পুরসভার উপ-পুরপ্রধানকেও ফোনে জানানো হয়েছিল। বিষয়টি কেন জানানো হল না তা খোঁজ নিয়ে দেখছি।” তমলুকের উপ-পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, “ভোটার তালিকা সংক্রান্ত শুনানি বাতিল হওয়ার বিষয়ে বিডিও আমাকে ফোনে জানিয়েছিলেন। আমরা পুরসভার কাউন্সিলর ও কর্মীদের মাধ্যমে তা জানানোর চেষ্টা করেছি। তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনকারীর তালিকা আমাদের কাছে না থাকায় সবাইকে জানানো যায়নি।” শুনানির পরবর্তী দিন ঠিক হয়নি বলে জানা গিয়েছে। |
|
|
|
|
|