ম্যাচে যদিও আদর্শকেই ‘ভাল’ খেলতে দেখলেন নেইমার। ১০ মিনিটে গোল করে মিলানকে এগিয়ে দেন রবিনহো। তার পিছনে অবশ্য কাতালান ডিফেন্সের ভুল বোঝাবুঝিও কিছুটা দায়ী। বার্সা ডিফেন্ডার জেভিয়ার মাসচেরানোর ক্লিয়ারেন্স ভুল করে চলে আসে রবিনহোর পায়ে। ওভারল্যাপে আসা কাকার সঙ্গে ওয়ান -টু -তে নিয়ে বার্সার জালে জড়িয়ে দিতে ভুল করেননি নেইমারের ‘আদর্শ’। রবিনহোর হাসি অবশ্য ১৩ মিনিটের বেশি স্থায়ী হয়নি। এলএম টেন -এর সৌজন্যে। আন্দ্রে ইনিয়েস্তার পাস থেকে বার্সার ‘নয়নের মণি’ দুরন্ত গোলে সমতায় ফেরান। বার্সার দাপট অবশ্য দ্বিতীয়ার্ধেও বজায় ছিল। কিন্তু মিলানের জমাট ডিফেন্সে আর দাঁত ফোটাতে পারেননি নেইমাররা।
নির্বিষ ম্যাচে উজ্জ্বল থাকল শুধু এক গুণমুগ্ধ আর তার আদর্শের মুখোমুখি লড়াইয়ের রঙটাই।
ঘরের মাঠে আবার আর্সেন ওয়েঙ্গারের জন্মদিনের উৎসবের রঙ ফিকে হয়ে গেল বরুসিয়া ডর্টমুন্ডের কাছে আর্সেনালের ১ -২ হারে। গত বারের রানার্সদের জয়ের পিছনে প্রধান ভূমিকা রবার্ট লেওয়ানডস্কির। প্রথমার্ধের শুরুতে হেনরিখের গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। বিরতির আগেই গিরোউড সমতা ফেরান। ম্যাচ শেষের আট মিনিট আগে আর্সেনালকে বড় ধাক্কাটা দেন লেওয়ানডস্কি।
|
গোটা বিশ্ব অপেক্ষায় শনিবারের মেগা লড়াইয়ের। মরসুমের প্রথম এল ক্লাসিকোর। অপেক্ষায় তিনিও। কিছুটা বেশিই। ছটফট করছেন প্রায়। বিশ্বের অন্যতম সেরা ডার্বিতে প্রথম নামবেন যে। তিনি নেইমার তাই বলেই দিচ্ছেন, “এল ক্লাসিকো যে কোনও প্লেয়ারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সব প্লেয়ারই চায় এই ম্যাচটায় নামতে। নিজের সেরা ফুটবলটা খেলে জিততে।” যতই ছটফট করুন না কেন। এল ক্লাসিকোয় অভিষেকে চাপ নেওয়ার একটা ব্যাপার থাকেই। নেইমার কিন্তু সে সব নিয়ে ভাবছেন না মোটেই। বলে দিলেন, ‘‘এই ম্যাচটার জন্য আমায় কাউকে কিছু ব্যাখ্যা করতে হবে না। যারা কখনও নামেনি তারাও বার্সা আর রিয়াল ম্যাচের গুরুত্ব জানে।”
|
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফল |
বার্সেলোনা ১ : এসি মিলান ১
চেলসি ৩ : শালকে ০
ডর্টমুন্ড ২ : আর্সেনাল ১
নাপোলি ২ : মার্সেই ১ |
সেল্টিক ২ : আয়াখস ১
আটলেটিকো ৩ : উইয়েন ০
জেনিথ ১ : পোর্তো ০
স্টুয়া ১ : বাসেল ১ |
|
|