৪ লক্ষের শব্দবাজি আটক
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
চার লক্ষাধিক টাকার শব্দবাজি আটক করল মালদহ পুলিশ। মঙ্গলবার রাতে মালদহ শহরের রথবাড়ি, নেতাজি পুর বাজার ও আশপাশে হানা দিয়ে ইংরেজবাজার থানার পুলিশ ২০০ প্যাকেট চকলেট বোম, ৪০০ প্যাকেট অন্য শব্দবাজি আটক করেছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “কালীপুজোর আগে নিষিদ্ধ বাজি ধরতে অভিযান শুরু করেছে। কাউকে ধরা যায়নি। ছয় জনের নামে নিষিদ্ধ শব্দবাজি বিক্রির অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের ধরতে পুলিশ তল্লাশি শুরু করেছে।” উদ্ধার করা শব্দবাজি জলে ফেলে ও মাটিতে পুঁতে নষ্ট করে পুলিশ। বাসিন্দাদের অভিযোগ, দুর্গাপুজো শেষ হতেই মালদহ জেলা, শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজি দেদার বিক্রি শুরু হয়েছে। মালদহ মার্চেন্ট চেম্বার অব কর্মাস সম্পাদক উজ্জল সাহা বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শব্দ বাজি পুলিশ আটক করুক। পুলিশ বেশি শব্দের বাজির সঙ্গে কম শব্দযুক্ত বাজিও ধরেছে। ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
|
হাতির হানায় মৃত
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বুনো হাতির হামলায় মৃত্যু হল একজনের। ভাঙল কয়েকটি বাড়ি। ঘটনাটি ঘটেছে অসমের লখিমপুর জেলায়। পুলিশ জানায়, গত রাতে একটি বুনো হাতির দল হারমতি গ্রামে ঢুকে পড়ে। কয়েকটি বাড়ি ভেঙে দেয় তারা। হাতির পায়ে পিষে মৃত্যু হয় অনন্ত দাসের।
|
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভল্কা বারবিশা রেঞ্জ কর্মীরা কুমারগ্রাম রোডে শিমূলতলায় অভিযান চালিয়ে অটো রিকশা-সহ চল্লিশ হাজার টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ উদ্ধার করেন। চালককেধ করা হয়েছে। |