যমজ
আটলান্টার চিড়িয়ানায় দুই পান্ডার ছানা। ছবি: রয়টার্স।
|
বুধবার সকালে নদিয়ার শক্তিপুরের কাঁচড়াপাড়া স্কুলের মাঠে দেখা মিলেছে এই কচ্ছপটির।
প্রায় সতেরো কিলোগ্রাম ওজনের কচ্ছপটিকে বন দফতর উদ্ধার করে নিয়ে যায় বহরমপুরে।
বন দফতরের মুর্শিদাবাদের রেঞ্জ অফিসার বলেন, ২০০০ সালের বন্যায় গঙ্গা থেকে লোকালয়ে
ঢুকে পড়ে কচ্ছপটি। ডিএফও-র নির্দেশে এটিকে গঙ্গায় ছেড়ে দেওয়া হবে। ছবি: গৌতম প্রামাণিক।
|
ক্রমশই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে কাশীডাঙা গ্রামের ধান খেত থেকে উদ্ধার হওয়া হস্তি শাবকটির।
বুধবার ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায় তাকে স্যালাইন ও অ্যান্টি বায়োটিক দেওয়া হয়। বিকেলে একটু ভাল বোধ
করলে ওআরএস, দুধ দেওয়া হয়। চিকিৎসক প্রসূন বিশ্বাস জানান, হাতিটির অবস্থা সঙ্কটজনক। ছবি: দেবরাজ ঘোষ।
|
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের
সামনের রাস্তায় জমে জঞ্জালের স্তূপ। ছবি: কিংশুক আইচ। |