নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর কাজ কী কারণে থমকে গিয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করল মেট্রো রেলওয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ২০০৯ সালে দমদম থেকে নোয়াপাড়া হয়ে বরাহনগর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কথা ঘোষণা করেছিলেন। তিন বছরের মধ্যে ওই কাজ শেষ হওয়ার কথা থাকলেও কেবলমাত্র দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছে।
রেল মন্ত্রক সূত্রের খবর, বর্তমানে জমি অধিগ্রহণজনিত সমস্যায় নোয়াপড়া স্টেশনের পর থেকে কাজ থমকে গিয়েছে। ওই একই কারণে কাজ আটকে রয়েছে দক্ষিণেশ্বর ও বরাহনগর স্টেশনের কাছেও। রেলের দাবি, যে জমির উপর দিয়ে সে সময়ে লাইন পাতার পরিকল্পনা নেওয়া হয়েছিল, তার অধিকাংশই খাতায়-কলমে রেলের অধীনে রয়েছে। কিন্তু সেখানে ঝুপড়ি তো রয়েছেই। উপরন্তু ডানলপ সেতুর কাছে রেলের সেই অধিগৃহীত জমিতে বহুতল আবাসন পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেছে রেল মন্ত্রক। ফলে লাইন কোথা দিয়ে পাতা হবে, সেই প্রশ্নে আটকে গিয়েছে কাজ। দীর্ঘ দিন ধরে নির্মাণ সংক্রান্ত কাজ থমকে থাকায় বেড়ে গিয়েছে প্রকল্পের খরচও। এই পরিস্থিতিতে ওই প্রকল্পের ভবিষ্যৎ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে রেল। তিন সদস্যের ওই কমিটিতে দু’জন প্রতিনিধি মেট্রো রেলের এবং এক জন পূর্ব রেলের। আজ বিষয়টি নিয়ে রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “কেন ওই প্রকল্পের কাজ আটকে রয়েছে তা খতিয়ে দেখবে ওই কমিটি। এবং ভবিষ্যতে কাজ শুরু করার জন্য যদি প্রয়োজনে রেললাইনের পথ পরিবর্তনের প্রয়োজন হয় তা-ও দেখতে বলা হয়েছে কমিটিকে।” বর্তমানে ওই প্রকল্পের রূপায়ণের দায়িত্বে রয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। ওই সংস্থার কাজেও কোথাও গাফিলতি রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখতে বলা হয়েছে ওই কমিটিকে। |