টুকরো খবর |
মোদীই বিপদ, বোঝাতে কারাট |
নিজস্ব সংবাদদাতা |
বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী যখন দেশ জুড়ে প্রচারের ঝড় তুলেছেন, তখন সাম্প্রদায়িকতাকেই প্রধান বিপদ ধরে সক্রিয় হল বামেরা। সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, সিপিআইয়ের প্রবীণ নেতা এ বি বর্ধনদের এনে ৬ ডিসেম্বর সমাবেশ করবে কলকাতা জেলা বামফ্রন্ট। প্রাথমিক ভাবে শহিদ মিনার ময়দানে সমাবেশ করার পরিকল্পনা হয়েছে। কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেন বুধবার বলেছেন, “বিজেপি কর্পোরেটের বড় অংশের মদত পাচ্ছে, অন্য দিকে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে! তাদের হিন্দুত্ববাদী অভিযানের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে আমাদের আরও সরব হয়ে পথে নামতে হবে।” কংগ্রেসের নীতির ফলে জনতার জীবন দুর্বিষহ হয়ে ওঠার কথাও তিনি অবশ্য বলেছেন। ঘটনাচক্রে, কলকাতায় এ দিন থেকেই বাম শরিক আরএসপি-র কেন্দ্রীয় কমিটির যে বৈঠক শুরু হয়েছে, সেখানেও আলোচ্য হিসাবে উঠে এসেছে মোদীর হাত ধরে বিজেপি-র বিপদের কথা। তাদের মতে, কংগ্রেসের অর্থনীতির জন্য আম জনতার হাল খারাপ হয়েছে। এর উপরে আরও বিপদ বাড়াচ্ছে বিজেপি-র সাম্প্রদায়িক মুখের উত্থান। এমতাবস্থায় লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতাকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়ার দরজা খুলে রাখার পক্ষপাতী আরএসপি নেতৃত্বের একাংশও।
|
শ্লীলতাহানিতে অভিযুক্ত পুরপিতার ভাই |
কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দেবের ভাই মান্না দেবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। পুলিশ সূত্রের খবর, নিজেকে রাজীব দেবের স্ত্রী হিসেবেও দাবি করেন ওই মহিলা। যদিও রাজীববাবুর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, ওই মহিলা তাঁর স্ত্রী নন। তাঁকে তিনি চেনেনও না। গড়িয়াহাট থানা সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই মহিলা এফআইআর করেন। অভিযোগ ওই দিন দুপুরে মান্না দেব তাঁর একডালিয়া রোডের ফ্ল্যাটে জোর করে ঢুকে শ্লীলতাহানি করেন। পুলিশ মান্নাকে খুঁজছে। ভাই শ্লীলতাহানিতে জড়িত কি না, জানতে চাওয়া হলে রাজীববাবু বলেন, “আমি কিছু জানি না।”
|
পানীয় জল প্রকল্পে খরচ ৩১২ কোটি |
দমদম লোকসভা এলাকায় তিনটি পুরসভা দমদম, উত্তর দমদম এবং দক্ষিণ দমদম এলাকায় পানীয় জল প্রকল্পের জন্য ৩১২ কোটি টাকা খরচ করা হচ্ছে। বুধবার মহাকরণে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এই প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। এ ছাড়াও পানিহাটিতে জলের সঙ্কট মেটাতে জল প্রকল্প তৈরির কাজ জোর কদমে চলছে। খরচ হচ্ছে ২৪৬ কোটি টাকা। এই প্রকল্প শেষ হলে প্রায় পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবেন। জেএনএনইউআরএম প্রকল্প থেকে টাকা পাওয়া গিয়েছে। সৌগতবাবু বলেন, বাগজোলা খালের সংস্কার করা হচ্ছে। এর জন্য ৫১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বরাহনগর জুটমিলের মধ্যে কেএমডিএ থেকে ৬ কোটি টাকা খরচ করে জল প্রকল্প হচ্ছে।
|
যুবক গ্রেফতার |
কয়েক মাস ধরে কটূক্তি, অভব্য আচরণ ও শ্লীলতাহানির অভিযোগে বুধবার এক যুবক গ্রেফতার হল। ধৃত প্রশান্ত কুমার ওড়িশার বাসিন্দা। পুলিশ জানায়, একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক সল্টলেকের একটি বাড়ির পেয়িং গেস্ট। স্থানীয় এক বাড়ির কেয়ারটেকারের মেয়ের অভিযোগের ভিত্তিতে তাকে ধরা হয়। তরুণীর অভিযোগ, মাস দুয়েক ধরে ওই যুবক তাঁকে বিরক্ত করছিল। শেষে মঙ্গলবার বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। ধৃতের ৯ দিনের জেল হেফাজত হয়। প্রতারণার অভিযোগে বুধবারই সৌরীশ ও নন্দিতা ঘোষ নামে দু’জন ধরা পড়ে। অভিযোগ, তারা ই-টিউশনের বিজ্ঞাপন দিয়ে বিদেশি ছাত্রদের পড়িয়ে মোটা টাকা উপার্জনের লোভ দেখিয়ে অনেককে ঠকিয়েছে ধৃতেরা।
|
গ্রেফতার ২ ছিনতাইকারী |
শহরের বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ দিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া যুবকদের নাম মনোজ ঘোষ ওরফে বাবাই এবং রাজু পোদ্দার। দু’জনেরই বাড়ি মুকুন্দপুর এলাকায়। তাদের কাছ থেকে একটি চুরি যাওয়া মোটরবাইক এবং বেশ কয়েকটি সোনার চেন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা গড়ফা, টালিগঞ্জ, এবং যাদবপুরের একাধিক ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল। লালবাজারের এক গোয়েন্দা কর্তা জানান, বাবাই এর আগেও ছিনতাইয়ের অভিযোগে ধরা পড়ে জেল খেটেছে।
|
অস্ত্র-সহ ধৃত |
বেআইনি অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে, রাজাবাগান থানা এলাকা থেকে। ধৃত তোয়েব আলি (২৫) রবীন্দ্রনগর থানা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে কার্তুজ ভরা একটি একনলা বন্দুক মিলেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হয়। পুলিশ জানায়, তোয়েবের নামে এর আগে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া এবং তোলাবাজির অভিযোগ করা হয়েছিল থানায়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাকে ধরে পুলিশ।
|
গাঁজা-সহ ধৃত |
|
পাঁচ লক্ষ টাকার গাঁজা সমেত পাকড়াও এক ব্যক্তি। |
প্রায় পাঁচ লক্ষ টাকার গাঁজা-সহ এক মাদক পাচারকারীকে বুধবার মেয়ো রোড থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বৈদ্যনাথ সাহা। সে ওড়িশার বাসিন্দা। পুলিশ জানায়, দু’টি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি ধর্মতলা বাস গুমটিতে দাঁড়িয়েছিল। তার গতিবিধি দেখে সন্দেহ হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশেরা গিয়ে তাকে পাকড়াও করে। তার ব্যাগ দু’টি তল্লাশি করে একাধিক প্যাকেটে মোড়া অবস্থায় গাঁজা পাওয়া যায়। পুলিশের দাবি, ধৃত ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, কলকাতায় এক ব্যক্তিকে ওই গাঁজা দিতেই সে এসেছিল।
|
কলকাতার দুই ওয়ার্ডে লড়াই এ বার চতুর্মুখী |
কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনেও নতুন মুখ আনল সিপিএম। ওই ওয়ার্ডে দলের প্রার্থী হিসাবে বুধবার ঘোষণা হয় অঞ্জলি চৌধুরীর নাম। কলকাতা জেলার মহিলা সমিতির নেত্রী অঞ্জলিদেবী পেশায় অ্যাডভোকেট। পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে বাম শরিক ফরওয়ার্ড ব্লক অবশ্য গত বারের প্রার্থী দিলীপকুমার পাণ্ডেকেই ফের দাঁড় করিয়েছে। ওই দু’টি ওয়ার্ডই ছিল তৃণমূলের হাতে। তারা আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। দুই ওয়ার্ডেই চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এ বার। দু’টি ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী যথাক্রমে মমতা সিংহ ও গৌতম বাজপেয়ী। বিজেপি-ও দু’টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|
অপহরণের অভিযোগ |
মধ্য কলকাতার এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ উঠল। পুলিশ জানায়, মঙ্গলবার মাঝরাতে মহাত্মা গাঁধী রোডের বাসিন্দা মহম্মদ কাশিফ রাজা নিখোঁজ হয়েছেন তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। পরে কাশিফ তাঁর কাকাকে ফোন করে জানান, তাঁকে এক দল লোক মেটিয়াবুরুজে আটকে রেখে মারধর করছে। এর পরেই পুলিশে অপহরণের অভিযোগ জানায় তাঁর পরিবার। তদন্তে নামলেও এখনও তাঁকে উদ্ধার করতে পারেনি পুলিশ। |
|